
মীরসরাইয়ে দুই ঘণ্টায় পাঁচ সড়ক দুর্ঘটনা


মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মীরসরাইয়ে মাত্র দুই ঘণ্টার ব্যবধানে ঘটেছে পাঁচটি সড়ক দুর্ঘটনা। এতে এক ট্রাকচালক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত দুজন। গতকাল বুধবার ভোর চারটা থেকে সকাল ছয়টার মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ ও উপজেলা সদর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম জামাল উদ্দিন (৪৫)। তিনি ফটিকছড়ির ভুজপুর থানার সিকদারখীল গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।
জোরারগঞ্জ হাইওয়ে থানার পুলিশ জানায়, বুধবার ভোরে বৃষ্টির কারণে মহাসড়কটি ছিল পিচ্ছিল। এই বৈরী আবহাওয়ায় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক দুর্ঘটনা ঘটে। প্রথম দুর্ঘটনাটি ঘটে ভোর চারটার দিকে জোরারগঞ্জের সোনাপাহাড় এলাকায়। সেখানে গোখাদ্যের কাঁচামালবাহী একটি ট্রাক উল্টে গিয়ে দুজন আহত হন। এরপর ৫০ মিটার দূরে আরেকটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে সিমেন্টবাহী ট্রাকচালক জামাল উদ্দিন ঘটনাস্থলেই প্রাণ হারান। একই এলাকায় তৃতীয় দুর্ঘটনায় মালবাহী একটি ট্রাক মাইক্রোবাসকে ধাক্কা দিলে গাড়িটি দুমড়ে-মুচড়ে গেলেও কেউ গুরুতর আহত হননি। এর এক ঘণ্টার মাথায়, ভোর পাঁচটার দিকে মীরসরাই উপজেলা সদরে আরও দুটি দুর্ঘটনা ঘটে। তবে এসব দুর্ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন জানান, “ফায়ার সার্ভিসের সহায়তায় নিহত ট্রাকচালকের লাশ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো জব্দ করে হাইওয়ে থানায় আনা হয়েছে।”
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ