ঢাকা , শুক্রবার, ২৫ জুলাই ২০২৫ , ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ভারতের কোচ হওয়ার স্বপ্ন ভাঙল জাভির সান্তোস ছাড়ার ইঙ্গিত দিলেন নেইমার! বার্নাব্যু ছাড়তে নারাজ এনদ্রিক আট বছর পর টেস্টে ৫ উইকেট শিকার স্টোকসের আট বছর পর টেস্টে ৫ উইকেট শিকার স্টোকসের পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ফিরলেন শাহিন আফ্রিদি শেষ ম্যাচে জয় পাওয়ার পরেও উইকেটের উপর ক্ষোভ সালমানের সাইফউদ্দিনের পারফরম্যান্সে খুশি লিটন বিশ্বকাপই লিটনের মূল লক্ষ্য খায়রুল হকের হঠকারী রায়ে গুম, খুনের লাইসেন্স পেয়েছিল রাজনৈতিক মাফিয়ারা খায়রুল হককে গ্রেফতারে অন্তর্বর্তী সরকারকে সাধুবাদ জানালেন ফখরুল সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেফতার অন্তর্বর্তী সরকারের শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর নিয়ে সন্দেহ রয়েছে-নুর দুই শর্তে ৫৪ ধারায় গ্রেফতার করা যাবে-আসিফ নজরুল সারা বছর মৃত ভোটার বাদ দেওয়ার ক্ষমতা চান ইসি কর্মকর্তারা একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ মাইলস্টোনে হেল্প ডেস্ক স্থাপন, নিখোঁজদের তথ্য সংগ্রহ চলছে ডিএনএ পরীক্ষায় দগ্ধ ৫ জনের পরিচয় শনাক্ত ছুটির পর যুদ্ধবিমান বিধ্বস্ত হয় ভবনে ছিল স্বল্পসংখ্যক শিক্ষার্থী রাষ্ট্রীয় সম্মাননা পাবেন মাইলস্টোন স্কুলের নিহত ২ শিক্ষক

মীরসরাইয়ে দুই ঘণ্টায় পাঁচ সড়ক দুর্ঘটনা

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০২:৪২:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০২:৪২:১১ অপরাহ্ন
মীরসরাইয়ে দুই ঘণ্টায় পাঁচ সড়ক দুর্ঘটনা
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মীরসরাইয়ে মাত্র দুই ঘণ্টার ব্যবধানে ঘটেছে পাঁচটি সড়ক দুর্ঘটনা। এতে এক ট্রাকচালক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত দুজন। গতকাল বুধবার ভোর চারটা থেকে সকাল ছয়টার মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ ও উপজেলা সদর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম জামাল উদ্দিন (৪৫)। তিনি ফটিকছড়ির ভুজপুর থানার সিকদারখীল গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। জোরারগঞ্জ হাইওয়ে থানার পুলিশ জানায়, বুধবার ভোরে বৃষ্টির কারণে মহাসড়কটি ছিল পিচ্ছিল। এই বৈরী আবহাওয়ায় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক দুর্ঘটনা ঘটে। প্রথম দুর্ঘটনাটি ঘটে ভোর চারটার দিকে জোরারগঞ্জের সোনাপাহাড় এলাকায়। সেখানে গোখাদ্যের কাঁচামালবাহী একটি ট্রাক উল্টে গিয়ে দুজন আহত হন। এরপর ৫০ মিটার দূরে আরেকটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে সিমেন্টবাহী ট্রাকচালক জামাল উদ্দিন ঘটনাস্থলেই প্রাণ হারান। একই এলাকায় তৃতীয় দুর্ঘটনায় মালবাহী একটি ট্রাক মাইক্রোবাসকে ধাক্কা দিলে গাড়িটি দুমড়ে-মুচড়ে গেলেও কেউ গুরুতর আহত হননি। এর এক ঘণ্টার মাথায়, ভোর পাঁচটার দিকে মীরসরাই উপজেলা সদরে আরও দুটি দুর্ঘটনা ঘটে। তবে এসব দুর্ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন জানান, “ফায়ার সার্ভিসের সহায়তায় নিহত ট্রাকচালকের লাশ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো জব্দ করে হাইওয়ে থানায় আনা হয়েছে।”

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য