ঢাকা , শনিবার, ২৬ জুলাই ২০২৫ , ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি আরও ১৬৪ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ মহড়া শুরু বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে ৩৩ হাসপাতালে ৫০ জন পল্লী বিদ্যুতে মাঠ পর্যায়ে অস্থিরতা বাড়ছে গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে : আসক শিক্ষায় ব্যয়, হিমশিম খাচ্ছে পরিবার নাঙ্গলকোটে দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ গুলিবিদ্ধ ১৫ আহত ১০ বন্ধের পথে লক্ষাধিক মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসা ডেমরায় চুরির অভিযোগে গণপিটুনিতে তরুণ নিহত, গ্রেফতার ১ বরিশালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৭ দোকান পুড়ে ছাই বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত একজনের মরদেহ ভারতের হাসপাতালে আমতলীতে জুলাই পূর্ণ জাগরণ সমাজ গঠনে সেবা মেলা ও লাখো কন্ঠে শপথ পাঠ উদযাপিত স্বাগত জানাতে শাহজালালে ২ জনের বেশি যেতে পারবে না দেশজুড়ে অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১৬২০ নির্বাচন যত দেরি হবে সরকার নানান প্রশ্নের মুখে পড়বে-গয়েশ্বর আ’লীগের কার্যালয় ‘ফ্যাসিজম ও গণহত্যা ইনস্টিটিউট’ ইঞ্জিন বিকল হয়ে সাগরে ৫ দিন ১৪ জেলে উদ্ধার বাংলাদেশিদের বিদেশ যাত্রা সীমিত হয়ে আসছে আমতলিতে পরিবারকে হয়রানী করতেই মামলা ৭ বছরের শিশুর বিরুদ্ধে ধর্ষন চেষ্টা মামলা ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ফ্রান্স, ইসরায়েলের তীব্র ক্ষোভ

চূড়ান্ত হলো এশিয়া কাপের ভেন্যু ও সময়!

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০৮:৫৮:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০৮:৫৮:১৩ অপরাহ্ন
চূড়ান্ত হলো এশিয়া কাপের ভেন্যু ও সময়!
পাকিস্তান এবং ভারতের মধ্যকার সামরিক উত্তেজনা শুরুর পর থেকেই এশিয়া কাপ আয়োজন নিয়ে শঙ্কা ছিল। এর মধ্যেই ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বৈঠকে ভারত যোগ দিতে অস্বীকৃতি জানানোয় টুর্নামেন্টটির ভবিষ্যৎ নিয়ে আরও অনিশ্চয়তা তৈরি হয়। অবশ্য শেষমেশ অচলাবস্থা কিছুটা হলেও কেটেছে। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গতকাল বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এসিসির বার্ষিক সভা। বাংলাদেশে না আসলেও অনলাইনে এসিসির বৈঠকে যোগ দিয়েছে ভারত ও শ্রীলঙ্কা। ধারণা করা হচ্ছে, এশিয়া কাপ নিয়ে অনিশ্চয়তার কালো মেঘও কেটে গেছে অনেকটাই। ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার বরাতে এবিপি লাইভ এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৫ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে এশিয়া কাপ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল, ভারতই এশিয়া কাপ আয়োজন করবে। তবে সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, হঠাৎ করে আয়োজক দেশ পাল্টে গেছে। এবারের আসর অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। যদিও এখনো টুর্নামেন্টের ভেন্যু ও শুরুর সময় নিয়ে এসিসির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এবারের এশিয়া কাপে অংশ নেবে ৮ দল। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এ ছাড়া টুর্নামেন্টে অংশ নেবে সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং। ভেন্যু হিসেবে থাকছে দুবাই ও আবুধাবি। অবশ্য দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মুখোমুখি হওয়া নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনের কারণে ম্যাচ আয়োজন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সম্প্রতি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস টুর্নামেন্টে ভারত চ্যাম্পিয়নস দল পাকিস্তান চ্যাম্পিয়নসের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানায়, যার ফলে ম্যাচটি বাতিল হয়ে যায়। এ কারণেই অনেকে আশঙ্কা করছেন, এবারের এশিয়া কাপে হয়তো ভারত-পাকিস্তান ম্যাচ দেখা যাবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে চলছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন, ভারতের উচিত পাকিস্তানের বিপক্ষে না খেলা, আবার কেউ এই হাই-ভোল্টেজ ম্যাচের অপেক্ষায় দিন গুনছেন। শেষ সিদ্ধান্তটি এখন বিসিসিআইয়ের হাতে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স