ম্যানচেস্টার ইউনাইটেডে উপেক্ষিত মার্কাস র্যাশফোর্ডকে দলে টেনেছে বার্সেলোনা। এক বছরের জন্য তাকে ধার করেছে লা লিগা চ্যাম্পিয়নরা। গত বুধবার কাতালান জায়ান্টরা তার সঙ্গে চুক্তি সম্পন্ন করার খবর নিশ্চিত করেছে। কোনও পক্ষ আর্থিক বিষয়টি খোলাসা না করলেও ইএসপিএন বলছে, ৩ কোটি পাউন্ডে তার সঙ্গে চুক্তি হয়েছে। গত রোববার বার্সেলোনায় পা রাখেন র্যাশফোর্ড। চুক্তির আনুষ্ঠানিকতা সারলেন দুই দিন পর। রেড ডেভিলদের সঙ্গে ৪২৬ ম্যাচ খেলা র্যাশফোর্ড গত ১২ ডিসেম্বর ভিক্টোরিয়া প্লজেনের বিপক্ষে শেষবার ম্যানইউর জার্সি পরেন। ম্যানসিটির বিপক্ষে ২-১ গোলে প্রিমিয়ার লিগ জয়ের ম্যাচে ওই যে বাদ পড়লেন, তারপর আর ফেরা হয়নি। ২৭ বছর বয়সী ফরোয়ার্ড গত মৌসুম শেষ করেন অ্যাস্টন ভিলায়। ছয় মাসের জন্য ধারে ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাবে খেলেন তিনি। প্রাক মৌসুম শুরুর পর রুবেন আমোরিমের প্রথম দলের স্কোয়াডেও জায়গা হয়নি তার। এই কোচ পরিষ্কার জানিয়ে দেন, তার পরিকল্পনায় নেই ইংলিশ ফরোয়ার্ড। শেষ পর্যন্ত ট্রান্সফার মার্কেটে র্যাশফোর্ডকে ছেড়ে দেয় ম্যানচেস্টার ক্লাব। যদিও তাদের সঙ্গে সাপ্তাহিক সোয়া তিন লাখ পাউন্ডের বেতনে আরও তিন বছরের চুক্তি আছে। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে ১৮ বছর বয়সে অ্যাকাডেমি থেকে প্রথম দলে অভিষেক হয় তার। তারপর থেকে ১৩৮ গোল করেছেন ম্যানইউর হয়ে। আগামী বছরের ৩০ জুন পর্যন্ত বার্সেলোনায় ধারে খেলবেন র্যাশফোর্ড। স্থায়ীভাবে তার সঙ্গে চুক্তি করার সুযোগ রাখা হয়েছে। বার্সা টিভিকে তিনি বললেন, ‘হ্যাঁ, খুবই পুলকিত। এটা সেই ক্লাব, যেখানে সবার স্বপ্ন সত্যি হয়। তারা বড় পুরস্কার জেতে এবং এই ক্লাব আমার কাছেও বেশ অর্থবহ। মনে হচ্ছে আমি যেন নিজ বাড়িতে। এখানে আসার এটাই আমার অন্যতম কারণ। আমার কাছে এটা একটা পরিবারের মতো ক্লাব। এখানে স্বাচ্ছন্দ্যে থাকে সবাই। তাদের দক্ষতা দেখানোর ভালো মঞ্চ এটা।’
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

এক বছরের জন্য বার্সায় জোগ দিলেন র্যাশফোর্ড
- আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ১০:১৬:১১ অপরাহ্ন
- আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ১০:১৬:১১ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ