খাগড়াছড়ি প্রতিনিধি
প্রায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু হয়েছে সাজেক সড়কের যান চলাচল। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় যান চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মন। রাতের ভারী বর্ষণে সাজেক বাঘাইহাট সড়কের নন্দারাম, চাইল্যাতলী ও চম্পকনগর এলাকায় পাহাড়ের মাটি ধস হয়েছে। এতে খাগড়াছড়ির সঙ্গে যান চলাচল বন্ধ রয়ে যায়। পরে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসনের প্রচেষ্টায় সাজেক সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। খাগড়াছড়ির লাইনম্যান মো. সৈকত জানান, খাগড়াছড়ি থেকে পিকআপ ১৫টি, চাঁদের গাড়ি ৫টি, সিএনজিচালিত অটোরিকশা ১০-১২টি, সাফারি জিপ ৮টিতে সকাল ও বিকাল মিলে প্রায় চার শতাধিক পর্যটক সাজেক গিয়েছেন। সাজেকের লাইনম্যান মো. ইয়াছিন আরাফাত জানান, সাজেকে আটকা পড়া প্রায় ২৫টি গাড়ি সাজেক থেকে ছেড়ে গেছে। সুপর্ণ দেব বর্মন জানান, পাহাড় ধসের কারণে দুই পাড়ে পর্যটক আটকা পড়ে। সকাল থেকে স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বিজিবির চেষ্টায় সড়কে যান চলাচল বিকাল ৩টা থেকে শুরু হয়েছে। সাজেক থেকে গাড়ি ছেড়ে যাচ্ছে। অপরদিক থেকেও গাড়ি আসছে। এর আগে বাঘাইছড়ির ইউএনও শিরিন আক্তার জানান, গত বুধবার রাতে বাঘাইছড়িতে ভারী বর্ষণ হয়েছে। এতে সাজেক সড়কের অন্তত তিন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ফলে সাজেকের সঙ্গে বাঘাইছড়ি ও খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে সাজেকে ৪২৫ জন পর্যটক আটকা পড়েছেন। তিনি আরও জানান, খবর পেয়ে দিঘীনালা ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও বাঘাইছড়ি উপজেলা প্রশাসন থেকে সড়কের মাটি সরানোর কাজ শুরু করেছে। বড় বড় পাথর সারাতে সময় লাগছে। সেনাবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে, তারা কাজ শুরু করেছে। সড়কের মাটি সরানো হলেই পর্যটকরা ফিরতে পারবেন।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
