সরকারি সাত কলেজ নিয়ে গঠিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম আগামী মাসে শুরু হচ্ছে। ২২ ও ২৩ আগস্ট পুনর্গঠিত এই বিশ্ববিদ্যালয়ের প্রথম ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস। এবারের ভর্তি পরীক্ষায় ২০২৪-২০২৫ এবং ২০২৩-২০২৪ সেশনের শিক্ষার্থীরা এবারের ভর্তি পরীক্ষা অংশ নিতে পারবেন। এ কে এম ইলিয়াস বলেন, আমরা ইতোমধ্যে একটা সার্কুলার তৈরি করেছি। তবে যেহেতু আমাদের নিজস্ব কোনো সেটাপ নেই, তাই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে আমরা সহায়তা নেব। ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গত ৯ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু করার অনুমোদন দেওয়া হয়। এর আগে ২০১৭ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল এই সাত কলেজ। তবে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে শিক্ষার্থীরা আন্দোলন করেন। আন্দোলনের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে সাত কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ঘেষণা দেয় সরকার। সাতটি সরকারি কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি তিতুমীর কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

সাত কলেজের ভর্তি পরীক্ষা ২২ ও ২৩ আগস্ট
- আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ০২:৪৮:৪৯ অপরাহ্ন
- আপডেট সময় : ২৫-০৭-২০২৫ ০২:৪৮:৪৯ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ