ঢাকা , বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫ , ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সীমান্ত সুরক্ষা ও অবৈধ অভিবাসন রোধে ইইউর সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন দলের নিবন্ধনে চূড়ান্ত সিদ্ধান্ত আসছে জেন-জি আন্দোলনে উত্তাল দক্ষিণ এশিয়া আমেরিকাই কি ব্রিকসকে এগিয়ে দিচ্ছে? কুষ্টিয়ায় বাসের ধাক্কায় নারী আইনজীবীর মৃত্যু রাজধানীতে অবৈধ ওয়াকিটকি ব্যবসায় জড়িত দু’জন গ্রেফতার চাটমোহরে ওএমএসের আটা না পেয়ে ফিরে যাচ্ছে মানুষ এস আলমের দুই ছেলেসহ ১০ জনের নামে মামলা ফরিদপুর-৪ আসনে ভাঙ্গার দু’ইউনিয়ন নিয়ে হাইকোর্টে রিট বাগেরহাটের ৪ আসন বহালের দাবিতে মিছিল দু’দিন হরতাল পুলিশের মিথ্যা তদন্ত প্রতিবেদনে ব্যবসায়ী মৃত্যুশয্যায় বেবিচকের কর্মকর্তার বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ বাজারে জিনিসপত্রের দাম আকাশছোঁয়া মা-নবজাতকের যত্নে পরিবর্তন আনছে স্বাস্থ্যশিক্ষা ১৩ ট্রাভেল এজেন্সির নিবন্ধন বাতিল ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের মৃত্যু পাট পণ্যের উপযোগিতাকে প্রাধান্য দিতে হবেÑ বাণিজ্য উপদেষ্টা গুণতে হবে বিপুল টাকা নির্বাচন বর্জনের ঘোষণা ভিপি প্রার্থী তাহমিনার ঢাবির কিছু শিক্ষক শিবিরের ভাষায় কথা বলছেন-নাছির

অন্তর্বর্তী সরকারের শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর নিয়ে সন্দেহ রয়েছে-নুর

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ০৭:১২:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৫ ০৭:১২:৫২ অপরাহ্ন
অন্তর্বর্তী সরকারের শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর নিয়ে সন্দেহ রয়েছে-নুর
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, অন্তর্বর্তী সরকারের ১১ মাসে আমাদের স্বপ্ন, দুঃস্বপ্নে পরিণত হয়েছে। অন্তর্বর্তী সরকারের ক্ষমতা হস্তান্তর শান্তিপূর্ণ হবে কিনা- তা নিয়ে সন্দেহ রয়েছে। আমরা দাবি জানাচ্ছি, উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজন করা হোক। গতকাল বৃহস্পতিবার দেশের সার্বিক পরিস্থিতি ও গণঅধিকার পরিষদের সম্ভাব্য প্রার্থী ঘোষণা বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আশঙ্কার কথা জানান। এসময় তিনি ৩০০ আসনের মধ্যে প্রথম ধাপে দলের ৩৬টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন। নুর বলেন, ‘রাজনীতিতে ফ্যাসিবাদ পুনর্বাসনের চেষ্টা চলছে। আর সরকার পদে পদে আমাদের লাঞ্ছিত ও বঞ্চিত করেছে। সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বা দায়িত্বপ্রাপ্ত কেউ যেন নির্বাচনে অংশ নিতে না পারেন, সে বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়ারও দাবি জানান নুর। এছাড়া নির্বাচনকে সামনে রেখে প্রশাসনকেও ঢেলে সাজানোর দাবি জানান গণঅধিকারের এই সভাপতি। সংবাদ সম্মেলনে দেশের প্রশ্নে করিডর, বন্দর, জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পুনর্বিবেচনারও আহ্বান জানান নুরুল হক নুর।
গণঅধিকার পরিষদের প্রথম ধাপে ৩৬ জন প্রার্থীর তালিকা ঘোষণা: আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণঅধিকার পরিষদের প্রথম ধাপের প্রার্থীর তালিকা ঘোষণা করা হয়েছে। পর্যায়ক্রমে ৩০০ আসনের তালিকা ঘোষণা করা হবে। দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন এ তালিকা ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ দলের সিনিয়র নেতারা। উল্লেখযোগ্য প্রার্থীরা হচ্ছেন- নুরুল হক নুর (পটুয়াখালী -৩); মো. রাশেদ খান (ঝিনাইদহ -২); ফারুক হাসান (ঠাকুরগাঁও -২); হাসান আল মামুন (নেত্রকোনা -২); আবু হানিফ (কিশোরগঞ্জ -১); শাকিল উজ্জামান (টাংগাইল - ২; হানিফ খান সজিব (রংপুর -১)।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স