প্রথম টি-টোয়েন্টিতে হারের পর পাকিস্তান কোচ মাইক হেসন তো বলেই ফেলেন, মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের উইকেট আন্তর্জাতিক ক্রিকেটের উপযুক্ত নয়। উইকেট নিয়ে সমালোচনা করেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগাও। বলেন, ‘বাংলাদেশে এলে এমন পিচই আশা করতে হয়। এখানে খুব ভালো উইকেট পাওয়া যায় না।’ ঘরের মাঠের পিচের সুবিধা পুরোপুরি কাজে লাগিয়ে প্রথম দুই টি-টোয়েন্টি জিতে নেয় বাংলাদেশ। শেষ ম্যাচে অবশ্য ঘুরে দাঁড়িয়ে সান্ত্বনার জয় পেয়েছে পাকিস্তান। যে মাঠে প্রথম দুই ম্যাচে দুই দল মিলিয়ে কোনো ইনিংসে ১৩৩ রানের বেশি করতে পারেনি, সেখানেই শেষ টি-টোয়েন্টিতে পাকিস্তান তোলে ১৭৮। ম্যাচটিও তারা জিতেছে ৭৪ রানের বড় ব্যবধানে। বড় ব্যবধানে ম্যাচ জিতলেও উইকেট নিয়ে অসন্তোষ যেন মনের মধ্যে রয়েই গেছে পাকিস্তান অধিনায়ক সালমান আগার। সামনে এশিয়া কাপ। বাংলাদেশে খেলে কেমন প্রস্তুতি হলো? এশিয়া কাপের প্রস্তুতিতে কতটা কাজে লাগবে এই সিরিজ? এমন প্রশ্নের জবাবে উইকেট নিয়ে চাপা ক্ষোভ উগড়ে দেন পাকিস্তান অধিনায়ক। সালমান আগা বলেন, ‘আমার মনে হয় না এরকম কোনো কন্ডিশন ভবিষ্যতে কোথাও পাব। আমি অনেক জায়গাতে খেলেছি, তবে বাংলাদেশের কন্ডিশনের মতো উইকেট দেখিনি। প্রস্তুতির জন্য আমার মনে হয় না, এটা খুব বেশি কাজে দেবে। তবে আমাদেরকে সব কন্ডিশনে গিয়ে পারফর্ম করতে হবে। আমাদের যেমন পারফর্ম করা উচিত ছিল, এই সিরিজে আমরা সেটা করতে পারিনি।’ এরপর সালমান আগার দিকে ছুটে আসে কঠিনতম এক প্রশ্ন। এক সাংবাদিক জানতে চান, এই উইকেটেই তো পাকিস্তান শেষ ম্যাচে ১৭৮ করলো। আসলে কি উইকেটেরই সমস্যা নাকি পাকিস্তান ব্যাটারদের ব্যর্থতা? এমন প্রশ্ন শুনে কথা ঘুরিয়ে ফেলেন সালমান। বলেন, ‘উইকেট নিয়ে আমি কিছু বলিনি। আমি শুধু বলেছি আমাদের এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতির জন্য এটা আদর্শ উইকেট নয়। উইকেট নিয়ে আমার কোনো সমস্যা নেই। আন্তর্জাতিক ক্রিকেটার ও দল হিসেবে আমরা যেখানেই যাই না কেন কিংবা উইকেট পাই না কেন; সেটার সঙ্গে মানিয়ে নিতে হবে এবং পারফর্ম করতে হবে।’
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

শেষ ম্যাচে জয় পাওয়ার পরেও উইকেটের উপর ক্ষোভ সালমানের
- আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ০৮:০০:৫৭ অপরাহ্ন
- আপডেট সময় : ২৫-০৭-২০২৫ ০৮:০০:৫৭ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ