ঢাকা , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পরিবর্তন আসছে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনায় সবাইকে ছাতার নিচে আনতে ভিত গড়ছে ঐকমত্য কমিশন জুনে ৩২৪টি রাজনৈতিক মিথ্যা তথ্য শনাক্ত : সিজিএস অন্তর্বর্তী সরকারের বিদায়ের সময় এসেছে-দেবপ্রিয় ভট্টাচার্য গাজীপুরে আসন বাড়ছে কমছে বাগেরহাটে : ইসি ৩৯টি সংসদীয় আসনে আসছে পরিবর্তন : ইসি স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে ১৫ সদস্যের কমিটি শান্তি মিশনে মানের দিক থেকে শীর্ষস্থানে বাংলাদেশ সেনাবাহিনী-মার্কিন রাষ্ট্রদূত রাশিয়ায় ভূমিকম্পের পর আঘাত হেনেছে সুনামি কুড়িগ্রামের উলিপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যায় ৮ আসামির মৃত্যুদণ্ড জুলাইয়ের আহত-নিহতদের তালিকায় অসঙ্গতি পাওয়া গেছে-মুক্তিযোদ্ধা উপদেষ্টা সবুজায়ন স্বপ্নে খরা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬ সড়কে আলু ফেলে নওগাঁর কৃষকদের মানববন্ধন রাজধানীতে মাসে ২০টিরও বেশি হত্যা ও ৫টি ডাকাতি হচ্ছে রিয়াদের বাসা থেকে আড়াই কোটির চেক-এফডিআর নথি উদ্ধার এনসিপির সমাবেশে হামলায় আরেক মামলা আসামি সাড়ে ৫ হাজার তাবলীগ জামাতের দুই পক্ষের বিবাদ মেটাতে হচ্ছে কমিটি : ধর্ম উপদেষ্টা ভয়াবহতার মূলে এডিস মশার অস্বাভাবিক প্রজনন

কেরানীগঞ্জে বিদ্যালয়ের সামনে ময়লার ভাগাড় ॥ শিক্ষার্থীদের দুর্ভোগ

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৪ ০১:০১:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৪ ০১:০১:৫৬ অপরাহ্ন
কেরানীগঞ্জে বিদ্যালয়ের সামনে ময়লার ভাগাড় ॥ শিক্ষার্থীদের দুর্ভোগ
কেরানীগঞ্জ প্রতিনিধি
কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা ইউনিয়নের ৬৬নং নয়াশুভাঢ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ময়লা-আবর্জনার বিশাল স্তূপের কারণে দুর্ভোগে পড়েছে শিক্ষার্থীরা ও এলাকাবাসীময়লার ভাগাড় থেকে ছড়াচ্ছে দুর্গন্ধএতে মশা-মাছির উপদ্রবসহ দূষিত হচ্ছে আশপাশের পরিবেশফলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীসহ আশপাশের বাসিন্দারাযে কারণে ব্যহত হচ্ছে শিক্ষার সুষ্ঠু পরিবেশএ নিয়ে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় বাসিন্দাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছেবিদ্যালয়টিতে কমছে শিক্ষার্থীর সংখ্যা

সরেজমিনে দেখা গেছে, স্কুলের উত্তর ও পূর্ব পাশ ঘেঁষে ময়লা-আবর্জনার বিশাল ভাগাড় রয়েছেদিন যত যাচ্ছে রাস্তার পাশে ভাগাড় ততই বড় হচ্ছেকাঁচা বাজারের নষ্ট হওয়া শাকসবজি, হোটেলের পচা-বাসি খাবার, মুরগির নাড়িভুঁড়ি এবং বাসাবাড়ির ময়লা-আবর্জনা ও গরুর ভুঁড়িসহ সব ধরনের আবর্জনা ফেলা হচ্ছে
ফলে অল্প সময়ের মধ্যেই এগুলো পচে দুর্গন্ধের সৃষ্টি হচ্ছেউৎকট গন্ধের ফলে ওই রাস্তায় পথচারীদের ভোগান্তির পাশাপাশি দুর্গন্ধময় ক্লাস রুমে বসে থাকতে পারছে না কোমলমতি শিক্ষার্থীরা৬৬নং নয়াশুভাঢ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আলিফা আক্তার বলেন, ময়লা-আবর্জনার দুর্গন্ধে ক্লাস রুমে বসে থাকা খুবই কষ্টেরমোট কথা আমরা স্কুলে যতক্ষণ থাকি ততক্ষণ আমাদের দুর্গন্ধের মধ্যে কাটাতে হয়দুর্গন্ধের ফলে বমি চলে আসেএরকম অবস্থা অনেক দিন থেকে চলছেএই রাস্তা দিয়ে চলাচল করা ও স্কুলে ক্লাস করা অনেক কষ্টকরখাদিজা বেগম নামে এক অভিভাবক বলেন, দুর্গন্ধে টেকা যায় নাতারপরও জোর করে স্কুলে পাঠাইকয়েকদিন পর মেয়ে অসুস্থ হয়ে পড়েএখন আর সে স্কুলে যায় নাঅন্য স্কুলে পড়াব সেই সামর্থ্যও আমার নেই
৬৬ নং নয়াশুভাঢ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কণিকা রানী রায় বলেন, ময়লা-আবর্জনার দুর্গন্ধের ফলে আমাদের ছাত্র-ছাত্রীদের ক্লাস করতে ও রাস্তায় চলাচল করতে ব্যাপক সমস্যা হচ্ছেময়লার দুর্গন্ধের কারণে ভবনের নিচ তলার ক্লাসরুমগুলো ব্যবহার করতে পারছি নাময়লার কারণে মশার উপদ্রব বাড়ছেঅনেক শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেকোমলমতি শিক্ষার্থীরা ময়লার ভাগাড়ের কারণে ভুক্তভোগী হচ্ছে, অসুস্থ হয়ে পড়ছে, এটা কোনোভাবেই মেনে নেয়া যায় নাতাই আমাদের জোর দাবি বিদ্যালয়ের পাশে দ্রুত ময়লা ফেলা বন্ধ করতে হবেএ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রিয়াদ বলেন, শিক্ষার সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার জন্য শিগগির আমি ব্যবস্থা নেবস্কুলের আঙিনার আশপাশে কেউ কোনো ধরনের ময়লা ফেলতে পারবে না
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য