ঢাকা , শনিবার, ২৬ জুলাই ২০২৫ , ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ফ্রান্স, ইসরায়েলের তীব্র ক্ষোভ ভারতে স্কুল ভবন ধসে প্রাণ গেল ৭ শিশুর ইরানের বিরুদ্ধে দ্বিতীয় দফায় যুদ্ধের প্রস্তুতি ইসরায়েলের ভারতের কোচ হওয়ার স্বপ্ন ভাঙল জাভির সান্তোস ছাড়ার ইঙ্গিত দিলেন নেইমার! বার্নাব্যু ছাড়তে নারাজ এনদ্রিক আট বছর পর টেস্টে ৫ উইকেট শিকার স্টোকসের আট বছর পর টেস্টে ৫ উইকেট শিকার স্টোকসের পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ফিরলেন শাহিন আফ্রিদি শেষ ম্যাচে জয় পাওয়ার পরেও উইকেটের উপর ক্ষোভ সালমানের সাইফউদ্দিনের পারফরম্যান্সে খুশি লিটন বিশ্বকাপই লিটনের মূল লক্ষ্য খায়রুল হকের হঠকারী রায়ে গুম, খুনের লাইসেন্স পেয়েছিল রাজনৈতিক মাফিয়ারা খায়রুল হককে গ্রেফতারে অন্তর্বর্তী সরকারকে সাধুবাদ জানালেন ফখরুল সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেফতার অন্তর্বর্তী সরকারের শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর নিয়ে সন্দেহ রয়েছে-নুর দুই শর্তে ৫৪ ধারায় গ্রেফতার করা যাবে-আসিফ নজরুল সারা বছর মৃত ভোটার বাদ দেওয়ার ক্ষমতা চান ইসি কর্মকর্তারা একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ মাইলস্টোনে হেল্প ডেস্ক স্থাপন, নিখোঁজদের তথ্য সংগ্রহ চলছে

ভারতের কোচ হওয়ার স্বপ্ন ভাঙল জাভির

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ০৮:০৪:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৫ ০৮:০৪:৫০ অপরাহ্ন
ভারতের কোচ হওয়ার স্বপ্ন ভাঙল জাভির
২০২৪ সালে ২৪ মে কোচের পদ থেকে জাভিকে বরখাস্ত করেছিল বার্সেলোনা। এরপর থেকেই বেকার জীবন কাটাচ্ছেন স্পেনের সাবেক কিংবদন্তি ফুটবলার। সম্প্রতি ভারতের কোচ হওয়ার তিনি আবেদন করেছেন বলে খবর পাওয়া গেছে। কিন্তু স্পেনের এই কিংবদন্তিকে কোচ হিসেবে নিতে পারেনি ভারত। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) এর কারিগরি কমিটি জাভির আবেদন গ্রহণ করেনি। কারণ তারা মনে করেছে, জাভির প্রত্যাশিত বেতন ফেডারেশনের পক্ষে পরিশোধ করা সম্ভব নয়। গত বুধবার ১৭০ জন প্রার্থীর দীর্ঘ তালিকা থেকে এআইএফএফ-এর কারিগরি কমিটি তিনজন কোচকে চূড়ান্তভাবে বাছাই করেছে। এই কোচরা হচ্ছেন- জামশেদপুর এফসির কোচ খালিদ জামিল, ভারতের সাবেক কোচ স্টিফেন কনস্ট্যানটাইন ও স্লোভাকিয়া জাতীয় দলের সাবেক কোচ স্তেফান তারকোভিচ। এখন এই তিনজনের নাম এআইএফএফ-এর নির্বাহী কমিটির কাছে পাঠানো হবে, যারা চূড়ান্তভাবে ভারতের পুরুষ ফুটবল দলের কোচ নির্বাচন করবে। জাভি ছাড়াও এআইএফএফ-এর কারিগরি কমিটি অনেক প্রখ্যাত নামের আবেদন আমলে নেয়নি। যেমন লিভারপুলের সাবেক কিংবদন্তি খেলোয়াড় রবি ফাওলার ও হ্যারি কিউয়েল ও ব্ল্যাকবার্ন রোভার্সের সাবেক ম্যানেজার স্টিভ কিন। জাভি যে কোচ হওয়ার আবেদন করেছেন, সেই খবরটি ভারতীয় গণমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়াকে নিশ্চিত করেছেন এআইএফএফ-এর জাতীয় দলের পরিচালক সুব্রত পাল। সুব্রত পাল বলেন, ‘হ্যাঁ, এটা সত্যি যে জাভির নাম তালিকায় ছিল। আবেদনটি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে এসেছিল।’ কারিগরি কমিটির এক সদস্য দ্য টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘ধরে নেওয়া যাক জাভি সত্যিই ভারতীয় ফুটবলে আগ্রহী এবং তাকে রাজি করানোও যেত, তবু আমাদের অনেক অর্থের প্রয়োজন হতো তার সঙ্গে কাজ করতে।’ খেলোয়াড় হিসেবে জাভি আটবার লা লিগা এবং চারবার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। স্পেন জাতীয় দলের হয়ে দুইবার ইউরো কাপ এবং একবার বিশ্বকাপ জিতেছিলেন তিনি।
 
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স