ঢাকা , রবিবার, ২৭ জুলাই ২০২৫ , ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সংস্কারে এগোলেও বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ কাটেনি চলতি সপ্তাহে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা শহর-গ্রামাঞ্চলে বন্যা বিপর্যস্ত জনজীবন আধিপত্যে রক্তাক্ত পাহাড় নারায়ণগঞ্জে বৈধ কারখানায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন শুধু অভিযোজন নয় দরকার বিশ্বব্যাপী নির্গমন হ্রাস-পরিবেশ উপদেষ্টা সংলাপের নামে নাটক করছেন প্রধান উপদেষ্টা- কাজী মামুন খুলনায় ৬০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের ঘোষণা ঢাকায় বসবাসরত সাংবাদিকদের মধ্যে বন্ডিং তৈরি করতে হবে মসজিদ নির্মাণ নিয়ে সংঘর্ষে এক ব্যক্তি নিহত বাড়িঘরে ভাঙচুর-লুটপাট মাউশিতে বদলি বাণিজ্য ও ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি কেলেঙ্কারি তদন্ত শুরু সেঁওতি বাগানে টিএসআই রিসার্চ সেন্টারের উদ্বোধন শ্যামপুরে নিষিদ্ধ ছাত্রলীগের তিন সদস্য গ্রেফতার বোনের বাসায় বেড়াতে এসে বখাটের হাতে তরুণ খুন কর ব্যবস্থায় বড় বাধা দুর্নীতি-এনবিআর চেয়ারম্যান প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে ধর্ষণ কথিত প্রেমিকসহ গ্রেফতার ৩ দীর্ঘদিন ধরে বন্ধ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ রাজশাহীর সব উন্নয়ন কাজ বন্ধ করে দিলেন ঠিকাদাররা পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বাঁকে বাঁকে মৃত্যুফাঁদ ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি আরও ১৬৪

বরিশালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৭ দোকান পুড়ে ছাই

  • আপলোড সময় : ২৬-০৭-২০২৫ ০২:৫৪:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ০২:৫৪:৩২ অপরাহ্ন
বরিশালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৭ দোকান পুড়ে ছাই
বরিশালের মুলাদী উপজেলা সদরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে মুলাদী সদর ইউনিয়নের পশ্চিম চরলক্ষীপুর গ্রামের নন্দীর বাজারে এ ঘটনা ঘটে। বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার রাতে দোকানপাট বন্ধ করে বাজারের ব্যবসায়ীরা যে যার মতো করে বাড়িতে চলে যান। রাত আড়াইটার দিকে আগুনের সূত্রপাত ঘটলে প্রথমে স্থানীয়রা ও পরে ব্যবসায়ীরা এসে সাধ্যমতো আগুন নেভানোর চেষ্টা করেন। দেড়ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও মুদি এবং মনোহারীসহ ২৭টি দোকান পুড়ে ছাই হয়। এসব দোকানের কোনো মালামাল উদ্ধার করা যায়নি। নন্দীর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মাসুম শরীফ বলেন, অগ্নিকাণ্ডে ২৭টি দোকানের ভেতরে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এ অগ্নিকাণ্ড ঘটেছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার মো. জাকির হোসেন বলেন, রাত আড়াইটার দিকে শাহিনের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করে, তবে মুহূর্তের মধ্যে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে একে একে ২৭টি দোকান পুড়ে যায়। তিনি বলেন, নন্দীর বাজারের আগের একটি ব্রিজের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে যেতে পারেনি, তবে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলেন। এ বিষয়ে মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিজাম উদ্দিন বলেন, প্রাথমিকভাবে শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাতের বিষয়টি জানা গেছে, তবে বাজারে থাকা দোকানে তেলের ড্রামের কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তিনি বলেন, আগুনে ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণের কাজ চলমান। সেই সঙ্গে সরকারিভাবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা করার জন্যও উদ্যোগ নেওয়া হচ্ছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সংস্কারে এগোলেও বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ কাটেনি

সংস্কারে এগোলেও বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ কাটেনি