ঢাকা , বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫ , ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সীমান্ত সুরক্ষা ও অবৈধ অভিবাসন রোধে ইইউর সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন দলের নিবন্ধনে চূড়ান্ত সিদ্ধান্ত আসছে জেন-জি আন্দোলনে উত্তাল দক্ষিণ এশিয়া আমেরিকাই কি ব্রিকসকে এগিয়ে দিচ্ছে? কুষ্টিয়ায় বাসের ধাক্কায় নারী আইনজীবীর মৃত্যু রাজধানীতে অবৈধ ওয়াকিটকি ব্যবসায় জড়িত দু’জন গ্রেফতার চাটমোহরে ওএমএসের আটা না পেয়ে ফিরে যাচ্ছে মানুষ এস আলমের দুই ছেলেসহ ১০ জনের নামে মামলা ফরিদপুর-৪ আসনে ভাঙ্গার দু’ইউনিয়ন নিয়ে হাইকোর্টে রিট বাগেরহাটের ৪ আসন বহালের দাবিতে মিছিল দু’দিন হরতাল পুলিশের মিথ্যা তদন্ত প্রতিবেদনে ব্যবসায়ী মৃত্যুশয্যায় বেবিচকের কর্মকর্তার বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ বাজারে জিনিসপত্রের দাম আকাশছোঁয়া মা-নবজাতকের যত্নে পরিবর্তন আনছে স্বাস্থ্যশিক্ষা ১৩ ট্রাভেল এজেন্সির নিবন্ধন বাতিল ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের মৃত্যু পাট পণ্যের উপযোগিতাকে প্রাধান্য দিতে হবেÑ বাণিজ্য উপদেষ্টা গুণতে হবে বিপুল টাকা নির্বাচন বর্জনের ঘোষণা ভিপি প্রার্থী তাহমিনার ঢাবির কিছু শিক্ষক শিবিরের ভাষায় কথা বলছেন-নাছির

মাউশিতে বদলি বাণিজ্য ও ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি কেলেঙ্কারি তদন্ত শুরু

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ১০:৫৯:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ১০:৫৯:৪৮ পূর্বাহ্ন
মাউশিতে বদলি বাণিজ্য ও ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি কেলেঙ্কারি তদন্ত শুরু
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরে (মাউশি) বদলি বাণিজ্য ও ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি কেলেঙ্কারির তদন্ত শুরু হয়েছে। সম্প্রতি একটি শক্তিশালী সিন্ডিকেটের বিরুদ্ধে নানা অনিয়ম, ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি, বদলি বাণিজ্য ও চাঁদা আদায়ের বিস্তৃত অভিযোগের পরিপ্রেক্ষিতে এই তদন্ত শুরু হয়। সূত্র জানায়, মাউশির প্রশাসনিক কর্মচারী ও সাঁটলিপিকার পদে কর্মরত রয়েছেন অহিদুর রহমান। তিনি একসময় ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। ১৯৯৮ সালে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ.ফ.ম বাহার উদ্দিন বাহারের সুপারিশে ও ভুয়া মুক্তিযোদ্ধা সনদের মাধ্যমে মাউশিতে তৃতীয় শ্রেণির কর্মচারী হিসেবে যোগ দেন। পরবর্তীতে আওয়ামীপন্থী গোপালী সিন্ডিকেটের ছত্রছায়ায় দাপটের সাথে কাজ করেন দীর্ঘদিন। ৫ আগস্ট ২০২৪ পরবর্তী সময়ে রাজনৈতিক সুবিধার জন্য তিনি জাতীয়তাবাদী আদর্শে ‘ভোল পাল্টান’। নতুনভাবে রাজনৈতিক শক্তি হিসেবে ব্যবহার করছেন শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়া ও ঢাকা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক এ বি এম আব্দুস সাত্তারের নাম। এদের ছত্রছায়ায় তিনি এখন গুরুত্বপূর্ণ বদলি ও নিয়োগ নিয়ন্ত্রণ করছেন বলে অভিযোগ রয়েছে। বিভিন্ন অভিযোগে জানা যায়, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষা অফিসার ও কর্মচারীদের বদলির জন্য প্রতি জন থেকে ১-৭ লাখ টাকা পর্যন্ত ঘুষ নেওয়া হচ্ছে। একটি শাখা বদলির জন্য জনপ্রতি ১ লাখ টাকা, আর গুরুত্বপূর্ণ কলেজ ও অফিস পদে পদায়নের জন্য ৫-১২ লাখ টাকা পর্যন্ত চাওয়া হয়। মাউশির ভেতরেই গড়ে উঠেছে একটি বিশেষ সিন্ডিকেট, যেটির নেতৃত্ব দিচ্ছেন অহিদ। এই সিন্ডিকেটে রয়েছেন আইন শাখার কম্পিউটার অপারেটর শাহজাহান, অডিট শাখার জামান হোসেন, পরিকল্পনা শাখার পরিচালকের পিএ মোবারক উল্লাহ মিঠু, মেহেদী হাসান, শিবলী মোল্লা, রাজিব ও কাইউমসহ একাধিক কর্মচারী। শুধু বদলিই নয়, অভিযোগ আছে যে, ভুয়া নিয়োগ ও আটকে থাকা এমপিওভুক্তির কাজও মোটা অঙ্কের টাকার বিনিময়ে করে দিচ্ছেন অহিদ চক্র। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্তির জন্য নেয়া হয় ২-৩ লাখ টাকা। আর সাংগঠনিক কর্মকাণ্ডের জন্য ডিলিং ক্লার্কদের মাধ্যমে চাঁদা তোলারও অভিযোগ রয়েছে। তিতুমীর কলেজে হিসাবরক্ষক পদে ৫ লাখ টাকা নিয়েও এখনো নিয়োগ না হওয়ায় ভুক্তভোগীরা প্রতিকার পাচ্ছেন না। এমনকি টাকা ফেরতও দেওয়া হয়নি বলে জানা গেছে। অহিদুর রহমানের বিরুদ্ধে অতীতে একাধিক অভিযোগ তদন্তাধীন। ২০০৮ সালে ঢাকার বাইরে বদলি, ২০০৯-১০ সালে শিক্ষক বদলিতে দুর্নীতি, এবং ২০১৪ সালে ফাহিমা খাতুন ডিজি থাকাকালে বিভাগীয় মামলাও হয়। এমনকি এমপিও দুর্নীতির ঘটনায় ২০১৮ সালে ডিফেন্স ইন্টেলিজেন্স (ডিজিএফআই) তদন্ত করে কুমিল্লা অঞ্চলে তাকে সিন্ডিকেট প্রধান হিসেবে চিহ্নিত করে। দুদক থেকেও তদন্তের সুপারিশ করা হয়, তবে আজও কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। বর্তমানে মাউশির পরিচালক (মনিটরিং)-এর নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। ক্ষমতাবানদের পৃষ্ঠপোষকতায় তদন্তের গতি অনেক ধীর।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স