মাহমুদউল্লাহ রিয়াদ যিনি এক সময় বাংলাদেশ দলের গ্রেট ফিনিশার ছিলেন। বাংলাদেশ দলকে এনে দিয়েছেন অনেক সাফল্য। তবে চলতি বছরের মার্চে অনেকটা সমালোচনার তোপে পড়েই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা জানিয়ে দেন মাহমুদউল্লাহ রিয়াদ। টেস্ট, টি-টোয়েন্টি এবং সবশেষে ওয়ানডে তিন ফরম্যাট থেকে বিদায় নিয়েছেন তিনি। তবে নিয়মিত খেলছেন ঘরোয়া ক্রিকেটে। সম্প্রতি মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে দুই দিনব্যাপী ম্যাচ রেফারিদের প্রশিক্ষণ কর্মশালা। এই কোর্সে ৩০ জন বর্তমান ও সাবেক ক্রিকেটার অংশ নিলেও আমন্ত্রণ পেয়েও যোগ দেননি মাহমুদউল্লাহ। বিসিবির আম্পায়ার্স কমিটির প্রধান ইফতেখার রহমান মিঠুর সঙ্গে আলোচনায় মাহমুদউল্লাহ জানিয়েছেন, তিনি এখনো ঘরোয়া ক্রিকেট চালিয়ে যেতে চান এবং অবসরের পর ম্যাচ রেফারির বিষয়টি বিবেচনা করবেন। খেলোয়াড়ী জীবন শেষ না হলে ম্যাচ রেফারির কোর্সে অংশ নেয়া সম্ভব নয়। বিসিবির ক্রিকেট অপারেশন্স প্রধান আমিনুল ইসলাম বুলবুল সম্প্রতি জানান, মাহমুদউল্লাহ এবং মুশফিকুর রহিম দুজনেই ভবিষ্যতে কোচ হতে আগ্রহী। তার ভাষায়, “বিসিবিতে যোগ দেয়ার আগেই তারা আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। তারা আন্তর্জাতিক পর্যায়ে কোচিংয়ে যুক্ত হতে চান। আমরা বিসিবির উদ্যোগে কোচিং এডুকেশন প্রোগ্রাম চালু করব, যাতে তারা অংশ নিতে পারেন।’’ সব মিলিয়ে মাহমুদউল্লাহ রিয়াদের ক্রিকেট-পরবর্তী ক্যারিয়ারে কোন পেশা বেছে নিবেন, তা এখনো নিশ্চিত নয়। ম্যাচ রেফার হবেন, নাকি গড়বেন কোচিং ক্যারিয়ার? সেই প্রশ্নের উত্তর পাওয়া যাবে সময়ে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

রেফারিদের প্রশিক্ষণে আমন্ত্রণ পেয়েও যোগ দিলেন না মাহমুদউল্লাহ
- আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ০৭:৫৫:৫৯ অপরাহ্ন
- আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ০৭:৫৫:৫৯ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ