ঢাকা , রবিবার, ২৭ জুলাই ২০২৫ , ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ভারতের মন্দিরে পদদলিত হয়ে নিহত ৬ জাপানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তিনটি ড্রোন শনাক্ত জাপানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তিনটি ড্রোন শনাক্ত প্রায় ২০ শতাংশ কর্মী ছাঁটাই করবে নাসা মালয়েশিয়ায় জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ খেলোয়াড়কে বিক্রির সিদ্ধান্ত নিচ্ছে রিয়াল গ্যালারিতে মেসি, জয়হীন রইলো মায়ামি জাভির আবেদনপত্রটি ছিলো ভুয়া! চতুর্থ টি-টোয়েন্টিতেও জয় পেলো অজিরা ইতিহাসের পাতায় নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেন পাওয়েল ভারতীয় ক্রিকেটারদের দিকে সমালোচনার তির ছুঁড়লেন দানিশ রেফারিদের প্রশিক্ষণে আমন্ত্রণ পেয়েও যোগ দিলেন না মাহমুদউল্লাহ প্রকাশিত হলো এশিয়া কাপের চূড়ান্ত সূচি শিক্ষার্থীদের দিয়ে উত্তরপত্র মূল্যায়ন ৮ পরীক্ষককে আজীবন অব্যাহতি শিশু ও তরুণরা হয়ে উঠুক আগামী দিনের দেশপ্রেমিক-আইজিপি অন্তর্বর্তী সরকার মেরুদণ্ডহীন ও দুর্বল : নুর দগ্ধ আরও দুজনের মৃত্যু বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পেল দগ্ধ দুই শিক্ষার্থী শ্রীপুরে শ্রমিকদের ১০ দফা দাবিতে ২ ঘন্টা মহাসড়ক অবরোধ, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ মানসিক আঘাতগ্রস্তদের চিকিৎসার তদারকির জন্য কমিটি গঠন

ভারতীয় ক্রিকেটারদের দিকে সমালোচনার তির ছুঁড়লেন দানিশ

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ০৭:৫৬:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ০৭:৫৬:৪৮ অপরাহ্ন
ভারতীয় ক্রিকেটারদের দিকে সমালোচনার তির ছুঁড়লেন দানিশ
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে (ডব্লিউসিএল) পাকিস্তানের বিপক্ষে ম্যাচ না খেলায় ভারতীয় ক্রিকেটারদের সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার দানিশ কানেরিয়া। তিনি এমন সময় ভারতীয় ক্রিকেটারদের দিকে সমালোচনার তির ছুঁড়লেন, যখন এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান ম্যাচ চূড়ান্ত হয়। গত শনিবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নকভি নিশ্চিত করেন, ২০২৫ সালের এশিয়া কাপ আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। আর গ্রুপে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে ১৪ সেপ্টেম্বর। নকভি একাই এমন সিদ্ধান্ত নিয়েছেন, ব্যাপারটি মোটেও এমন নয়। গত বৃহস্পতিবার ঢাকায় এসিসির বার্ষিক সাধারণ সভায় অনলাইনে যোগ দেওয়া ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সহ-সভাপতি রাজিব শুক্লার সঙ্গে আলোচনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে গ্রুপ পর্বে এক ম্যাচ নিশ্চিতের পাশাপাশি ফাইনাল পর্যন্ত গেলে আরও দুবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে ভারত-পাকিস্তানের। এই ঘোষণার প্রেক্ষিতে কানেরিয়া এক্সে (সাবেক টুইটার) লেখেন, ‘ভারতীয় খেলোয়াড়রা ডব্লিউসিএল বয়কট করে এটিকে ‘‘জাতীয় দায়িত্ব’’ বলেছিলেন। কিন্তু এখন পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপে খেলায় কোনো আপত্তি নেই? যদি (এশিয়া কাপে) পাকিস্তানের বিরুদ্ধে খেলা ঠিক হয়, তাহলে ডব্লিউসিএল এ খেলাও ঠিক হতো। নিজের সুবিধামতো দেশপ্রেম ব্যবহার বন্ধ করুন। খেলাকে খেলাই থাকতে দিন, প্রচারণার হাতিয়ার বানাবেন না।’ আগামী ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এশিয়া কাপ আবারও টি-টোয়েন্টি ফরম্যাটে ফিরছে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগের এশিয়া কাপটি ওডিআই ফরম্যাটে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে শিরোপা জিতেছিল ভারত।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রকাশিত হলো এশিয়া কাপের চূড়ান্ত সূচি

প্রকাশিত হলো এশিয়া কাপের চূড়ান্ত সূচি