ঢাকা , বুধবার, ৩০ জুলাই ২০২৫ , ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
টাঙ্গাইলে এনসিপির পদযাত্রা, নিরাপত্তায় ৯ শতাধিক পুলিশ সদস্য সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত মডেল মেঘনার জব্ধকৃত মালামাল ফরেনসিক রিপোর্ট তৈরির আদেশ সারাদেশে নীরবে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী মেলিওডোসিস ওয়ারড্রব ম্যালফাংশনের শিকার হলেন জেনিফার লোপেজ এবার প্রাক্তন স্বামীর ৩০ হাজার কোটির সম্পত্তিতে ‘চোখ’ কারিশমার অক্ষয় কুমারের ফিটনেস রহস্য ফাঁস! বিপাকে রাজকুমার! জারি হলো গ্রেপ্তারি পরোয়ানা যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে জয়ার নতুন সিনেমা সবাইকে কেন সতর্ক করলেন অভিনেত্রী সাদিয়া আয়মান? আবারও রায়হান রাফী ও তমা মির্জার প্রেমে ভাঙন বিএনপির ভরসার কেন্দ্রবিন্দুতে আপসহীন খালেদা জিয়া ডেঙ্গু আতঙ্কে নগরবাসী জুলাই সনদ ও ঘোষণাপত্র ৫ আগস্টের মধ্যে জারি করতে হবে : নাহিদ ইসলাম বিয়ামে এসি বিস্ফোরণ নয়, নথি পোড়াতে গিয়ে আগুনে পুড়ে ২ জন নিহত ডিএসসিসির পরিবহন ব্যবস্থাপনায় ২ কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রানওয়েতে স্কুলের পারমিশন যারা দিয়েছে তাদের ধরতে হবে-স্বাস্থ্য উপদেষ্টা একই দিনে শহীদ মিনারে সমাবেশ করতে চায় এনসিপি ও ছাত্রদল দেশকে পুনরায় গড়ে তোলার চেষ্টা করছেন তারেক রহমান-ফখরুল রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির
ডিএসসিসি কর্মকর্তার বিধিবহির্ভূত পদোন্নতি

ডিএসসিসির পরিবহন ব্যবস্থাপনায় ২ কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ০৪:২৯:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ০৪:২৯:৩১ অপরাহ্ন
ডিএসসিসির পরিবহন ব্যবস্থাপনায় ২ কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিবহন ব্যবস্থাপক জিএম নাসিম ও পরিবহন তত্ত্বাবধায়ক (চলতি দায়িত্ব) মো. আরিফ চৌধুরীর বিরুদ্ধে জালিয়াতি ও স্বেচ্ছাচারিতার গুরুতর অভিযোগ উঠেছে। এনিয়ে পরিবহন ড্রাইভারসহ সংশ্লিষ্ঠ কর্মচারিদের মাঝে তীব্র অসন্তোষ বিরাজ করছে। অনুসন্ধানে জানাগেছে সাবেক মেয়র ফজলে নূর তাপসের আস্থাভাজন এই দুই কর্মকর্তার বিরুদ্ধে রয়েছে নানামুখি স্বেচ্ছারিতা ও অনিয়মের অভিযোগ। অভিযোগ রয়েছে এই দুই কর্মকর্তার নিয়ন্ত্রণে পরিবহনের তেলচোর সিন্ডিকেট বর্জ্য ব্যবস্থাপনার পরিবহনে ট্রিপ না দিয়েই ভূয়া ভাউচারের মাধ্যমে পরিবহনের লাখ লাখ টাকা সরকারি কোষাগার থেকে লোপাট করছেন। অনুসন্ধানে জানাগেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিবহন তত্ত্বাবধায়ক (চলতি দায়িত্ব) মো. আরিফ চৌধুরীর বিরুদ্ধে দায়িত্ব পালনে চরম অবহেলা ও গাফিলতির কারণে পথচারীর প্রাণহানি ঘটায় চাকরি থেকে করা হয় অপসারণ। প্রভাব খাটিয়ে ৯ মাস পর ফের চাকরিতে পুনর্বহাল এবং এর দুই মাস পর প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা না থাকলেও বাগিয়ে নিয়েছেন পদোন্নতি। একটি রাজনৈতিক দল ও এর শীর্ষ নেতাদের নাম ভাঙিয়ে সংস্থায় কায়েম করেছেন এক ধরনের রামরাজত্ব। এমনটাই অভিযোগ বাংলাদেশ গেজেট পর্যালোচনায় দেখা যায়, পরিবহন তত্ত্বাবধায়ক পদে পদোন্নতি পেতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, কিন্তু মো. আরিফ চৌধুরীর চাকরি সংক্রান্ত ফাইলে তিনি শুধু এইচএসসি পাস বলে জানা যায়। এর পরও কীভাবে তাকে পরিবহন তত্ত্বাবধায়ক হিসেবে ডিএসসিসি কর্তৃপক্ষ পদোন্নতি দিলেন সেই প্রশ্ন ডিএসসিসিতে ঘুরপাক খাচ্ছে। অভিযোগ রয়েছে, মো আরিফ চৌধুরী নিজেকে সুইডেন আওয়ামী লীগের সভাপতি কামরুল ইসলামের নিকটাত্মীয় পরিচয় দিয়ে ডিএসসিসির সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সান্নিধ্য লাভ করেন। আবার তাপসের আমলেই বিদ্যুৎ বিভাগের অফিস সহকারী থেকে পরিবহন বিভাগের কম্পিউটার কাম মুদ্রাক্ষরিক হিসেবে পদোন্নতি নেন। এরপর দায়িত্ব পালনে চরম অবহেলা ও গাফিলতির কারণে সৃষ্ট প্রাণহানিতে ডিএসসিসির ভাবমূর্তি ও সুনাম চরমভাবে ক্ষুণ্ন হওয়ায় তৎকালীন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস তাকে গত বছর ৩০ এপ্রিল চাকরি থেকে অপসারণ করেন। আর সেই ঘটনাকে ৫ আগস্টের পর রাজনৈতিক বলে চালিয়ে নানা ফায়দা হাসিল করছেন মো. আরিফ চৌধুরী। অথচ সাবেক মেয়র তাপসকে মন্ত্রীর মর্যাদা দেওয়ার পর তিনিই অভিনন্দন জানিয়েছিলেন। ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম এ ব্যাপারে বলেন, পরিবহন তত্ত্বাবধায়ক পদে বিধিবহির্ভূত পদোন্নতি দেওয়া হয়ে থাকলে তা মোটেই সঠিক হয়নি। তদন্ত করে এ ব্যাপারে শিগগির কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে। অনুসন্ধানে জানা যায়, গাড়ির প্রাধিকার না হলেও কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই শুধু ব্যক্তিগত প্রয়োজনে পরিবহন তত্ত্বাবধায়ক মো. আরিফ চৌধুরী গত ১৯ জুন গভীর রাতে ডিএসসিসির গাড়ি নিয়ে নেত্রকোনা সফরে যায়। এ সময় তিনি যাতায়াতে ডিএসসিসির একটি মাইক্রোবাস (নম্বর-ঢাকা-মেট্রো-চ-৫১-৫০০) ব্যবহার করেন। সূত্রের দাবি, সেই সফরে গাড়িটির চালক ছিলেন ডিএসসিসির নিরাপত্তা প্রহরী মো. মহিদুল মল্লিক, যিনি গাড়িচালক নন। তা ছাড়া এ ব্যাপারে তিনি ডিএসসিসির পরিবহন বিভাগের সংশ্লিষ্ট কোনো কর্মকর্তার অনুমতি নেননি। এর আগে ডিএসসিসির কেন্দ্রীয় পরিবহন পুলে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে থাকাকালে মো. আরিফ চৌধুরী অবৈধ ও নিয়মবহির্ভূতভাবে চালক নন এমন ব্যক্তি মো. রুবেল নামক এক ব্যক্তিকে মৌখিকভাবে ঢাকা মেট্রো শ-১১-৪২৮১ নম্বরের ফুশো গাড়িটি অবৈধ ও নিয়মবহির্ভূতভাবে চালানোর দায়িত্ব দেন। পরে মো. রুবেল গত বছরের ২৫ এপ্রিল মুগদার মদিনাবাগ কাঁচাবাজার সিয়াম টাওয়ারের সামনে দুর্ঘটনা ঘটায়। সেই ঘটনায় মো. মাহিন নামের এক পথচারী নিহত হন। পরবর্তী সময় ডিএসসিসির তদন্তে মো. আরিফ চৌধুরী দোষী সাব্যস্ত হলে ডিএসসিসি চাকরি বিধিমালা ২০১৯-এর বিধি ৬৪(২) অনুসারে করপোরেশনের স্বার্থ রক্ষার্থে ও জনস্বার্থে গত বছরের ৩০ এপ্রিল তাকে অপসারণ করা হয়। তবে গাড়ি চালানো কিংবা পরিবহন তত্ত্বাবধায়ক আরিফ চৌধুরীর সঙ্গে ১৯ জুন নেত্রকোনা যাতায়াতের বিষয় অস্বীকার করেন নিরাপত্তা প্রহরী মো. মহিদুল মল্লিক। সূত্র মতে, যাতায়াতে মো. অরিফ চৌধুরী তার পদে গাড়ি ব্যবহারে প্রাধিকার না হলেও তিনি তার যাতায়াতে গাড়ি ব্যবহার করছেন। পাশাপাশি অবৈধভাবে নিচ্ছেন জ্বালানি। তবে তার গাড়ির চালক হিসেবে তিনি সংস্থার নন, নিজস্ব চালক নিয়োজিত করেছেন। এ ব্যাপারে ডিএসসিসি পরিবহন মহাব্যবস্থাপক মোহাম্মদ নাছিম আহমেদ বলেন, পরিবহন তত্ত্বাবধায়ক মো. আরিফ চৌধুরী গত ১৯ জুন ডিএসসিসির গাড়ি নিয়ে নেত্রকোনা সফরে গিয়েছিলেন কি না, তা আমার নজরে নেই। তিনি বলেন, আরিফ চৌধুরীর বিরুদ্ধে নানা ধরনের নেতিবাচক গুঞ্জন থাকলেও আমার সঙ্গে এখন পর্যন্ত তেমন কিছুই ঘটেনি। জানা যায়, মো. আরিফ চৌধুরী গত বছরের ৩০ এপ্রিল থেকে অপসারণের পর একই বছরের ২ জুলাই আপিল করেন। আপিল আবেদনটি ডিএসসিসির সচিব চলতি বছরের ৯ ফেব্রুয়ারি উভয় পক্ষের শুনানি গ্রহণ করেন। শুনানি শেষে মো. আরিফ চৌধুরীকে চাকরি থেকে অপসারণের আদেশটি বাতিল করে তাকে চাকরিতে পুনর্বহালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। আর এ ব্যাপারে ২৪ ফেব্রুয়ারি একটি অফিস আদেশ জারি হয়। এরপর অলৌকিকভাবে মাত্র দুই মাসের মাথায় চলতি বছরের ৩০ এপ্রিল মো. আরিফকে পদোন্নতি দিয়ে ডিএসসিসির পরিবহন তত্ত্বাবধায়কের চলতি দায়িত্ব প্রদান করা হয়, যা নিয়ে ডিএসসিসিতে চলছে নানা গুঞ্জন। সব অভিযোগ অস্বীকার করে ডিএসসিসির পরিবহন তত্ত্বাবধায়ক মো. আরিফ চৌধুরী বলেন, আমি নেত্রকোনা গিয়েছিলাম, তবে ভাড়া গাড়ি করে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নেত্রকোনা যাতায়াতে আমি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কোনো গাড়ি ব্যবহার করিনি। নাম প্রকাশ করা হবে না এমন শর্তে ডিএসসিসির এক কর্মকর্তা বলেন, গত ৫ আগস্টের পর একটি রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে মো. আরিফ চৌধুরীর নেতৃত্বে একটি গোষ্ঠী ডিএসসিসিতে এক প্রকার রামরাজত্ব কায়েম করেছিল, যা ডিএসসিসিতে ওপেন সিক্রেট। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামানের আত্মীয় পরিচয় দেওয়া এই আরিফ চৌধুরী এ সময় বিভিন্ন ধরনের ফায়দা হাসিল করেছেন। এরই ধারাবাহিকতায় মো. আরিফ চৌধুরীর চাকরি থেকে অপসারণ আদেশ বাতিল করে তাকে পুনর্বহাল এবং মাত্র দুই মাস পরই আবার তাকে বিধিবহির্ভূতভাবে পদোন্নতি দেওয়া হয়েছে। অথচ ডিএসসিসির তদন্তে তার দোষী সাব্যস্ত হওয়ার বিষয়টি তথ্যপ্রমাণে প্রমাণিত। তিনি বলেন, যদিও মো. আরিফ চৌধুরীকে চাকরিতে পুনর্বহালের আদেশে কোথাও তিনি নির্দোষ এমন বাক্য লেখেননি শুনানি গ্রহণকারী কর্মকর্তা। আপিল শুনানির পর আদেশে তিনি শুধু লিখেছেন, মো. আরিফ চৌধুরীকে চাকরি থেকে অপসারণের আদেশটি বাতিল করে তাকে চাকরিতে পুনর্বহালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন। ডিএসসিসির ওই কর্মকর্তার দাবি, রামরাজত্ব কায়েম করা সে চক্রটি ডিএসসিসির তৎকালীন কর্মকর্তাদের একপ্রকার চাপ সৃষ্টি ও জবরদস্তি করে মো. আরিফ চৌধুরীর অপসারণ আদেশ বাতিল করে চাকরিতে পুনর্বহালের আদেশ দিতে বাধ্য করে। চক্রটি এ সময়কালে অনেকের পদোন্নতি এবং বদলির আদেশ করেছে, যা ডিএসসিসিতে ওপেন সিক্রেট। তাদের ভয়ে ডিএসসিসিতে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স