ঢাকা , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পোরশায় কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সম্মানানা পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমতলীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে আমতলীতে খোলা বাজারে পেট্রোল ও ডিজেল বিক্রি করার মহোৎসব ইশরাক-কায়কোবাদের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ করেছে আসিফ প্রতীকী মূল্যে সরকারি সম্পত্তি কাউকে দেওয়া হবে না-অর্থ উপদেষ্টা আমরা সংস্কারকে ভয় পাই না স্বাগত জানাই-মির্জা ফখরুল মবতন্ত্র দেশকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে-গণসংহতি প্রেস কাউন্সিলে নতুন কমিটি, ১২ জনকে অন্তর্ভুক্ত বাস-ট্রাক চালকদের ভালো স্বাস্থ্য আমাদের সবার জন্য জরুরি ডানপন্থী রাজনীতিতে বেড়েছে দৃশ্যমানতা জুলাই শুধু স্বৈরাচার মুক্তির মাস নয়, এটা পুনর্জন্মের মাস : প্রধান উপদেষ্টা পুঁজিবাজারে কোটি টাকা হিসাবধারীর সংখ্যা বেড়েছে জলবায়ু পরিবর্তন-খাদ্য সংকটে হুমকিতে সুন্দরবনের বাঘ জুলাই সনদের খসড়ায় আপত্তি জানিয়েছে এনসিপি-জামায়াত বিচার নিয়ে আমাদের আন্তরিকতায় সন্দেহ রাখবেন না -আইন উপদেষ্টা নৈরাজ্যের শঙ্কা দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি ১৬০ দিন পর কুয়েটে ক্লাস শুরু বাড়ছে কাপ্তাই হ্রদের পানি, ডুবছে ঝুলন্ত সেতু ৯ জন উদ্ধার হলেও এখনও নিখোঁজ ৬ ‘খোলা জানালা’ সেবা চালু করেছে ‘ডিআরইউ’

দুই ম্যাচ হারের পর যা বললেন শান্ত

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৪ ০৬:৫৭:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৪ ০৬:৫৭:০০ অপরাহ্ন
দুই ম্যাচ হারের পর যা বললেন শান্ত দুই ম্যাচ হারের পর যা বললেন শান্ত
স্পোর্টস ডেস্ক
এমনিতেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ থেকে বাংলদেশের প্রাপ্তির সুযোগ ছিল কমইকিন্তু প্রথম দুই ম্যাচে এত কিছু হারাতে হয়েছে, এখন অনেকটা ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা হওয়ার কথা দলেরনাজমুল হোসেন শান্ত অবশ্য এখনও ইতিবাচক কিছুর আশায় আছেসিরিজের শেষ ম্যাচে ভালো পরিকল্পনা নিয়ে মাঠে নেমে ভালো কিছু করতে চান বাংলাদেশ অধিনায়কসিরিজের প্রথম দুই ম্যাচে ভালোর কোনো চিহ্ন বাংলাদেশের পারফরম্যান্সে খুঁজে পাওয়া কঠিনআইসিসি র‌্যাঙ্কিংয়ের ১৯ নম্বর দলের কাছে প্রথম দুই ম্যাচেই সিরিজ হেরে গেছেন শান্তরাবাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে কলঙ্কময় পরাজয়গুলির কথা বললে ২০০৩ বিশ্বকাপে কানাডার বিপক্ষে ম্যাচটি চলে আসেএরকম হার আছে আরও কিছুসেখানে এখন তুমুল প্রতিযোগিতা করবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এই সিরিজের দুটি হারওপ্রথম ম্যাচে ১৫৩ রানের পুঁজি নিয়ে ৫ উইকেটে হেরে যায় বাংলাদেশযুক্তরাষ্ট্রের সেই জয়কে হয়তো ফ্লুক বা অঘটন বলা যেতকিন্তু দ্বিতীয় ম্যাচে ১৪৪ রানের পুঁজি নিয়েও বৃহস্পতিবার জিতে যায় তারা৬ রানের জয়ে সিরিজ জয় নিশ্চিত করে ফেলে এক ম্যাচ বাকি রেখেইএই দুটি পরাজয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম দল হিসেবে ১০০ হারের মাইলফলকও স্পর্শ করে বাংলাদেশটি-টোয়েন্টিতে বাংলাদেশ ঘাটতির জায়গা নিয়ে আলোচনা অবশ্য বহুদিনেরতবে শান্ত বরাবরের মতোই স্কিলের ঘাটতির ব্যাপারটি মানতে চাইলেন না ম্যাচ শেষেআমার মনে হয়, স্কিলে কোনো সমস্যা নেইমানসিকতা ও মনোবৃত্তি বদলাতে হবে আমাদেরগত দুই ম্যাচে আমরা তা করতে পারিনি ও ভালো খেলতে পারিনি দ্বিতীয় ম্যাচে হারের জন্য অধিনায়ক দায় দিচ্ছেন মাঝের সময়ের ব্যাটিং ব্যর্থতাকেআমাদের জন্য খুবই হতাশাজনকমাঝের ওভারগুলোয় আমরা প্রায় প্রতি ওভারেই উইকেট হারিয়েছিম্যাচ হারার মূল কারণ এটিই যদিও বাংলাদেশ খেই হারিয়েছে মূলত শেষদিকেশুরুটা ভালো না হলেও একপর্যায়ে জয় ছিল নাগালেইশেষ ২৪ বলে প্রয়োজন ছিল কেবল ২৬ রানেরউইকেট ছিল তখনও ৫টিকিন্তু পরের সময়টাতেই একের পর এক উইকেট হারিয়ে অলআউট হয়ে যায় দলসিরিজ হারের বিব্রতকর স্বাদ পাওয়ার পর এখন বাংলাদেশের সামনে ঝুলছে হোয়াইটওয়াশড হওয়ার খড়গবিশ্বকাপ প্রস্তুতির জন্য আয়োজিত সিরিজ এখন রূপ নিয়েছে দুঃস্বপ্নেশান্ত অবশ্য শেষ ম্যাচ থেকে ভালো কিছু পাওয়ার প্রত্যাশা করছেন এখনওসত্যি বলতে, আমরা ভালো খেলতে পারিনিতবে আমার মনে হয়, খুব ভালো সুযোগ আছে, একটি ম্যাচ বাকি আমাদেরখুব ভালো পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হবেআশা করি, পরের ম্যাচে আমরা ভালো ক্রিকেট খেলতে পারব
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ