পোরশা(নওগাঁ)প্রতিািনধি:
নওগাঁর পোরশায় আবুল হাসান(৩৪) নামে এক পল্লী চিকিৎসককে গ্রেফতার করেছেন থানা পুলিশ। সে তেঁতুলিয়া ইউনিয়নের ঠনঠনিয়াপাড়ার মোসলেম উদ্দিনের ছেলে।
১লা আগস্ট শুক্রবার তেঁতুলিয়া গ্রামের জনৈক রমজান আলীর স্ত্রী আবুল হাসানের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষন মামলা করলে থানা পুলিশ তাকে পোরশা মিনাবাজারস্ত ন্যাশনাল ড্রাগ হাউস থেকে আটক করেন। মামলা সূত্রে জানাগেছে, ধর্ষিতা একজন গৃহীনি। তিনি কয়েকদিন যাবৎ জ্বর ও ঠান্ডার কারণে অসুস্থ অবস্থায় দিনযাপন করছিলেন। গত ৩১/০৭/২৫ তারিখ সকাল অনুমান ৭টার দিকে তার স্বামী গোনপুর মাঠে কৃষি কাজ করতে যান। এসময় তিনি আরও বেশি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা গ্রহনের জন্য একইদিন সকাল অনুমান সাড়ে ১০টার দিকে পোরশা মিনা বাজারস্থ আবুল হাসানের ন্যাশনাল ড্রাগ হাউস ঔষধের দোকানের চেম্বারে যান। এসময় জনৈক ওই নারী আবুল হাসানকে তার সমস্যার কথা বললে তিনি ওই নারীকে তার চেম্বারের ভেতরে নিয়ে গিয়ে প্রেসার মাপেন এবং তার ডায়াবেটিস, জরায়ুতে টিউমার ও যৌনাঙ্গে ঘাঁ হয়েছে বলে বেডে শুইতে বলেন। এসময় পল্লী চিকিৎক আবুল হাসান বিভিন্ন তাল বাহানায় সরলতার সুযোগে চিকিৎসার বেডের উপরে শুয়ে থাকা অবস্থায় তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করেন। পরে বিষয়টি জানাজানি হলে ধর্ষনের শিকার ওই নারী একইদিন পোরশা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষন মামলা করেন। ফলে থানা পুলিশ আবুল হাসানকে গ্রেফতার করেন। আসামীকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে এবং ভিকটিমকে পরীক্ষা-নিরিক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পোরশা থানা অফিসার ইনচার্জ মিন্টু রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
