ঢাকা , শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ , ৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
শহরজুড়ে গেট ও তোরণ দৃষ্টি নন্দন সাজে জেলাজুড়ে উৎসবের আমেজ ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হাসপাতালে ভর্তি ৬৪৭ এনজিও’র কর্মী পরিচয়ে হাতিয়ে নিলেন ১০ লক্ষাধিক টাকা জাহাজীকরণ পাটের রফতানিতে অনুমতি লাগবে না আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলা গেল ১২শ’ কেজি ইলিশ বিজিবিতে চাকরি পেলেন ফেলানীর ভাই ৪ মাজারে হামলা ভাঙচুর আগুন ব্যাংকার পরিচয়ে অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেয়া প্রতারক গ্রেফতার তুরাগে কাঁশবন থেকে নারীর পচাগলা মরদেহ উদ্ধার লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৬ বাংলাদেশি নরসিংদীতে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে একজন নিহত দাবি না মানলে ২৮ সেপ্টেম্বর হরতাল ১৭ বিয়ে’ করে বরখাস্ত সেই বন কর্মকর্তাকে জনরোষ থেকে বাঁচালো পুলিশ চড়া দামে ছোট হচ্ছে সোনার বাজার হুমকির মুখে তিস্তা দ্বিতীয় সেতু-সড়ক ড্রেজিং সক্ষমতা কাজে লাগাতে পারছে না বিআইডব্লিউটিএ চাকসু নির্বাচনে শিবিরের প্যানেলে ৫ ছাত্রী বিদ্যমান কাঠামোতে নির্বাচন হলে আরেকটি হাসিনার জন্ম হবে-গোলাম পরওয়ার দুর্গাপূজা ঘিরে পাশের দেশ মিথ্যাচার করছে- স্বরাষ্ট্র উপদেষ্টা লক্ষ্মী নারায়ণ জিও ঠাকুর মন্দিরে শ্রাবন্তী সরকার রিতুর আত্মার শান্তি কামনা প্রার্থনা সভা অনুষ্ঠিত

প্রথম সাক্ষ্য দিলেন গুলিতে মুখাবয়ব হারানো খোকন চন্দ্র

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ০৪:২৭:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ০৪:২৭:০৯ অপরাহ্ন
প্রথম সাক্ষ্য দিলেন গুলিতে মুখাবয়ব হারানো খোকন চন্দ্র
জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্য দিয়েছেন যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে মুখের আকৃতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া খোকন চন্দ্র বর্মন। এরপর তাকে জেরা করেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। গতকাল রোববার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ পরবর্তী সাক্ষ্যের জন্য আজ সোমবারদিন রেখেছেন।এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তারপর সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এদিন সূচনা বক্তব্যের আগে আদালতে প্রথমে বক্তব্য উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।সাক্ষী খোকন চন্দ্র বর্মণ আন্দোলনে অংশগ্রহণের কথা আদালতে তুলে ধরেন। এরপর ৫ আগস্ট কীভাবে গুলিবিদ্ধ হন সেটিও তুলে ধরেন। এর জন্য তিনি শেখ হাসিনাসহ অন্যদের দায়ী করেন।জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ২০২৪ সালের ৫ আগস্ট দুপুরে রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে গুলিবিদ্ধ হন খোকন চন্দ্র বর্মণ। গুলির আঘাতে তার মুখের একটি বড় অংশ হাড়সহ নষ্ট হয়ে যায়। খোকন চন্দ্র বর্মণের ওপরের ঠোঁট, মাড়ি, নাক, তালু- এগুলোর এখন আর কোনো অস্তিত্ব নেই।আঘাতের ধরন গুরুতর এবং আহত খোকনের মুখ পুনর্গঠনের প্রক্রিয়াটি বেশ জটিল প্রক্রিয়া হওয়ায় খোকন চন্দ্র বর্মণের চিকিৎসার ব্যাপারে বাংলাদেশ ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে যোগাযোগ করা হলে তাদের অপারগতা দেখা যায়। দীর্ঘ চেষ্টার পর একপর্যায়ে এই বিষয়ে দক্ষ রাশিয়ার রাজধানী মস্কোর ইউনিভার্সিটি ক্লিনিক অব লোমোনোসোভ হাসপাতাল খোকনের মুখ পুনর্গঠনের চ্যালেঞ্জটি নিতে সম্মত হয়। পরবর্তীতে চলতি বছরের ২১ ফেব্রুয়ারি তাকে রাশিয়ায় পাঠানো হয়। প্রথম পর্বের চিকিৎসা শেষে ৭ মে তিনি দেশে ফিরেন।এ মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।এর আগে গত ১০ জুলাই এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে সাবেক আইজিপি মামুন নিজেকে ‘অ্যাপ্রুভার’ (রাজসাক্ষী) হিসাবে যে আবেদন করেছেন, তা মঞ্জুর করেন ট্রাইব্যুনাল।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স