ঢাকা , বুধবার, ০৬ অগাস্ট ২০২৫ , ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
কোনাবাড়ী প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন কুমিল্লায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১ আহত ৪ বোদায় অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে যৌথ বাহিনীর অভিযান পাইকগাছায় কপোতাক্ষ নদ থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার মাদারীপুরের ঢাকা-বরিশাল মহাসড়কের ৪৭ কিলোমিটার অংশ খানাখন্দকে ভরা পঞ্চগড়ের বোদায় মাদক ডিলার আটক কমলনগরে বিশেষ অভিযানে ২ আওয়ামী লীগ নেতা গ্রেফতার হাটহাজারীতে সালিশি বৈঠকে পিটিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা আমতলীতে জুলাই আন্দোলনের ১ বছর হওয়ায় মিছিল শেষে বাড়ী ফেরা হয়নি ইসলামী আন্দোলনের সেক্রেটারি রেজাউলের ভাণ্ডারিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান দাগনভূঞায় চাঁদাবাজির অভিযোগে ঠিকাদারকে হত্যার হুমকি সাঁথিয়ায় ভূমি অফিসের নায়েব কুপ্রস্তাব দিলেন নারী গ্রাহককে ‘শাসক নয়, প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা সহায়তাকারী’ সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশনা নতুন মামলায় গ্রেফতার রাশেদ ইনু-পলক চট্টগ্রামে হত্যা মামলায় তিন ভাইসহ ৫ জনের মৃত্যুদণ্ড সাভারে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৩ চট্টগ্রাম বন্দরে বড় দুর্নীতিবাজ এনামুল মামলায় ফাঁসছেন সাবেক প্রধান বিচারপতি খায়রুলসহ ৮ জন প্রত্যাহার হওয়া সেই এসপিকে পুনরায় কিশোরগঞ্জে যোগ দেওয়ার নির্দেশ

মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষায় ‘মঞ্চ ৭১’-এর ৫ দফা দাবি

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৫ ০৩:২৮:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৫ ০৯:৪৭:৫৫ অপরাহ্ন
মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষায় ‘মঞ্চ ৭১’-এর ৫ দফা দাবি
মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ, ইতিহাস মুছে ফেলার ষড়যন্ত্র প্রতিহত এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার দাবিতে ‘মঞ্চ ৭১’ নামের একটি নতুন প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করেছে।
মঞ্চ ৭১-এর সমন্বয়ক অধ্যাপক আব্দুল্লাহ আল মাহমুদ বীর প্রতীক এবং বীর মুক্তিযোদ্ধা জেড আই খান পান্না স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সোমবার সন্ধ্যায় দেশবাসীর প্রতি আহ্বান জানান এবং মুক্তিযোদ্ধাদের পক্ষে ৫ দফা দাবি উপস্থাপন করেন।
তাদের লিখিত বক্তব্যে বলা হয়— "মহান মুক্তিযুদ্ধ শুধু ভূখণ্ড, পতাকা বা জাতীয় সংগীতের নাম নয়—এটি বাঙালি জাতির আত্মমর্যাদার প্রতীক। হাজার বছরের স্বপ্ন ও আত্মত্যাগের ফসল। অথচ আজ আমরা গভীর বেদনা ও ক্ষোভ নিয়ে দেখছি, এ ইতিহাস মুছে ফেলার একটি গভীর ষড়যন্ত্র চলছে। অগাস্ট অভ্যুত্থানের পর ঘোষিত কথিত ‘জুলাই ঘোষণাপত্র’ এবং বিভিন্ন বক্তব্যে মুক্তিযুদ্ধের ইতিহাসকে অবমাননা ও বিকৃত করার চেষ্টা করা হয়েছে।"
'মঞ্চ ৭১' এর ৫ দফা দাবি নিম্নরূপ:
১. জুলাই ঘোষণাপত্রে মুক্তিযুদ্ধবিরোধী কোনো বক্তব্য বা ব্যাখ্যা রাখা যাবে না; থাকলে তা সম্পূর্ণ প্রত্যাখ্যান করা হবে।
২. মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা বাদ দিয়ে তথাকথিত নতুন সংবিধান প্রণয়নের যে চেষ্টা চলছে, তা বাঙালি জাতি কখনো মেনে নেবে না।
৩. কোনো রাজনৈতিক দলের ব্যর্থতার দায়ে সকল মুক্তিযোদ্ধাকে দায়ী করা যাবে না।
৪. যারা মুক্তিযুদ্ধবিরোধী বক্তব্য দিচ্ছে, ইতিহাস বিকৃত করছে, মুক্তিযোদ্ধাদের হেয় করছে—তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা ও বিচার করতে হবে।
৫. ড. ইউনুসের অন্তর্বর্তী সরকারকে মুক্তিযুদ্ধ বিষয়ে তাদের অবস্থান স্পষ্টভাবে জানাতে হবে—তারা কী মনে করেন, কী করবেন এবং কী করবেন না?
‘মঞ্চ ৭১’ ঘোষণা দিয়েছে— এই দাবি উপেক্ষা করে যদি কেউ মুক্তিযুদ্ধকে অসম্মান করে, তাহলে তারা দেশবাসীকে সঙ্গে নিয়ে রাজধানী ঢাকায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে। প্রয়োজনে ইতিহাস রক্ষার জন্য জীবন বাজি রাখতেও তারা প্রস্তুত বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
নতুন এই প্ল্যাটফর্মের সমন্বয়ক অধ্যাপক আব্দুল্লাহ আল মাহমুদ বীর প্রতীক বলেন,
 “এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নয়। এটি ইতিহাস, স্বাধীনতা এবং শহীদের রক্তের প্রতি আমাদের দায়বদ্ধতা।”

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ