ঢাকা , বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫ , ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সরিষাবাড়ীতে প্রধান শিক্ষককে হেনস্তাকারী অভিযুক্ত শিক্ষার্থীর বিক্ষোভ ভাণ্ডারিয়ায় খাল থেকে যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার পঞ্চগড়ের তেঁতুলিয়া বাংলাবান্ধা পোর্ট দিয়ে আরও ২৩১ মেট্রিক টন আলু রফতানি সুন্দরগঞ্জ পানি সংকটে সেচ দিয়ে আমন চাষ খরচ বাড়ছে কৃষকের বোর্ড সভা করেছে মোস্তফা গোলাম কুদ্দুস ফাউন্ডেশন ক্যালিফোর্নিয়ায় দাবানলে ৭২ হাজার একর বনভূমি পুড়ে ছাই ট্রাম্প-মোদীর বিরোধ চরমে ইসরায়েল গাজা দখল করতে চাইলে বাধা দেবে না ট্রাম্প গাজায় দৈনিক ২৮ শিশু হত্যা করছে ইসরায়েল: ইউনিসেফ ১১ সেনাসহ নিখোঁজ অর্ধশতর বেশি হৃদরোগে মারা গেলেন জর্জ কস্তা ইনজুরিতে মেসি, খেলতে পারবেন না আজকের ম্যাচও আনচেলত্তিকে পরিস্কার বার্তা দিলেন নেইমার এবার ইনজুরিতে পড়লেন উইল ও’রর্কে বলে ভ্যাসলিন লাগানোর অভিযোগ উঠলো ভারতের বিরুদ্ধে ‘দ্য হান্ড্রেড’-এর উদ্বোধনী ম্যাচে মাঠে ঢ়ুকে পড়লো শিয়াল টি-টোয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল শুরু হলো টাইগারদের এশিয়া কাপের প্রস্তুতি পোরশায় বি এন পি'র সালেক ডাক্তার পক্ষের বিজয় রেলি ও আলোচনা সভা কোটি টাকার ক্ষতির মুখে খামারিরা, নিশ্চুপ প্রাণিসম্পদ অধিদপ্তর

জলঢাকায় বাকপ্রতিবন্ধী রঞ্জনার মানবেতর জীবন সংগ্রাম

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৫ ০৯:৫৬:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৫ ০৯:৫৬:৩৭ অপরাহ্ন
জলঢাকায় বাকপ্রতিবন্ধী রঞ্জনার মানবেতর জীবন সংগ্রাম
জলঢাকা (নীলফামারী) থেকে মো. ছানোয়ার হোসেন বাদশা
জলঢাকা পৌরসভার সবুজ পাড়া এলাকায় বাকপ্রতিবন্ধী নারী রঞ্জনা রানী তার সাত বছর বয়সী কন্যাসন্তান ও দিনমজুর স্বামীকে নিয়ে বসবাস করছেন এক জরাজীর্ণ টিনের চালার ঘরে। ঘর বলতে কিছু বাঁশ, টিন এবং ছেঁড়া চটের জোড়াতালি দিয়ে তৈরি এক অস্থায়ী আশ্রয়। মাথার ওপর ছাউনি থাকলেও নেই নিরাপত্তা, নেই স্বস্তি। প্রতিদিনের খাবার জোটে কষ্টে। রঞ্জনার স্বামী শিবিন চন্দ্র রায় একজন কায়িক শ্রমিক। প্রতিদিন রাস্তা, নির্মাণ সাইট বা খেত-খামারে শ্রম দিয়ে অল্প কিছু আয় করেন, যা দিয়ে ঠিকমতো চলে না সংসার। কাজ না পেলে না খেয়েই থাকতে হয় তাদের। বাকপ্রতিবন্ধী রঞ্জনা রানী নিজের দুঃখ-কষ্ট ভাষায় প্রকাশ করতে না পারলেও তার চোখের ভাষায় ফুটে ওঠে এক নীরব আকুতি। এছাড়াও তার চাওয়া একটুখানি নিরাপদ আশ্রয়ের, একমুঠো খাবারের, সন্তানের জন্য একটু শিক্ষার সুযোগ। বর্ষা এলেই ঘরের ভেতর পানি ঢুকে পড়ে, শীতের রাতে কাপড় জড়িয়ে কাঁপেন মা ও মেয়ে, আর গ্রীষ্মে টিনচালার ঘরে আগুনের মতো তাপ পড়ে। অথচ এই পরিবারটি পৌরসভা এলাকাতেই বাস করলেও সরকারি সহায়তার আলো এখনও তাদের ঘরে পৌঁছেনি। প্রতিবেশীরা জানান, রঞ্জনার পরিবারটি বহুদিন ধরে এমন মানবেতর অবস্থায় দিন পার করছে। কিন্তু এখন পর্যন্ত তাদের ভাগ্যে জোটেনি সরকারিভাবে নির্মিত ঘর, খাদ্য সহায়তা, প্রতিবন্ধী ভাতা কিংবা শিশুসন্তানের শিক্ষার সুযোগ। বর্তমান সরকার যেখানে আশ্রয়ণ প্রকল্পসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে গৃহহীন ও অসহায়দের পাশে দাঁড়াচ্ছে, সেখানে জলঢাকার এই অসহায় বাকপ্রতিবন্ধী নারী ও তার পরিবার কেন এই সহায়তার বাইরে-এ প্রশ্ন এখন এলাকাবাসীরও। গত ২ আগস্ট সকালে সরেজমিনে গেলে এলাকাবাসীর মাধ্যমে এবং গণমাধ্যম কর্মীর কাছে সহযোগিতা চেয়ে নীলফামারী জেলা প্রশাসক, জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌরসভা মেয়র ও সমাজসেবা অধিদফতরসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি জোর আবেদন জানান  রঞ্জনার পরিবার। বাকপ্রতিবন্ধী রঞ্জনা রানী ও তার পরিবারের জন্য দ্রুত নিরাপদ আশ্রয়, প্রতিবন্ধী ভাতা, শিশুর শিক্ষাসুবিধা ও খাদ্য সহায়তা নিশ্চিত দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন ব্যক্তিবর্গ। একটি পরিবারকে বাঁচানো মানে কেবল একটি জীবন নয়, এটি রাষ্ট্রের মানবিক প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য