
ভাণ্ডারিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান


ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
ভাণ্ডারিয়ায় ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ভাণ্ডারিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে গত ৩ আগস্ট বিকেল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার। তিনি বলেন, তোমরা ভবিষ্যতের নেতৃত্ব দেবে। তোমাদের এই সাফল্য পরিবার, শিক্ষক ও সমাজের গর্ব। তিনি শিক্ষার্থীদের দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ নিয়ে গড়ে উঠার আহ্বান জানান। অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দারুল হুদা আল গায্যালী ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল্লাহ মাহমুদ তালুকদার, পৌকখালি মোমিনিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মো. আবুল বাশার, বিহারীলাল মিত্র মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মনিরুজ্জামান, ভিটাবাড়িয়া নুরজাহান হাবিব ম্যামোরিয়ায় বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জীব কুমার মজুমদার, শিক্ষার্থী মাঞ্জুর এলাহী, মানবি দত্ত, সামিয়া ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয় ২৯, মাদ্রাসা ২০ এবং ভোকেশনাল ২ সহ মোট ৫১ জন শিক্ষার্থীদের মাঝে ফুলেল শুভেচ্ছা ও পুরস্কার বিতরণ করা হয়।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ