ঢাকা , বুধবার, ০৬ অগাস্ট ২০২৫ , ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ফরিদপুরে ড‍‍্যাব এর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ফরিদপুরের ভাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, আহত ২ কোনাবাড়ী প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন কুমিল্লায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১ আহত ৪ বোদায় অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে যৌথ বাহিনীর অভিযান পাইকগাছায় কপোতাক্ষ নদ থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার মাদারীপুরের ঢাকা-বরিশাল মহাসড়কের ৪৭ কিলোমিটার অংশ খানাখন্দকে ভরা পঞ্চগড়ের বোদায় মাদক ডিলার আটক কমলনগরে বিশেষ অভিযানে ২ আওয়ামী লীগ নেতা গ্রেফতার হাটহাজারীতে সালিশি বৈঠকে পিটিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা আমতলীতে জুলাই আন্দোলনের ১ বছর হওয়ায় মিছিল শেষে বাড়ী ফেরা হয়নি ইসলামী আন্দোলনের সেক্রেটারি রেজাউলের ভাণ্ডারিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান দাগনভূঞায় চাঁদাবাজির অভিযোগে ঠিকাদারকে হত্যার হুমকি সাঁথিয়ায় ভূমি অফিসের নায়েব কুপ্রস্তাব দিলেন নারী গ্রাহককে ‘শাসক নয়, প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা সহায়তাকারী’ সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশনা নতুন মামলায় গ্রেফতার রাশেদ ইনু-পলক চট্টগ্রামে হত্যা মামলায় তিন ভাইসহ ৫ জনের মৃত্যুদণ্ড সাভারে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৩ চট্টগ্রাম বন্দরে বড় দুর্নীতিবাজ এনামুল

হাটহাজারীতে সালিশি বৈঠকে পিটিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা

  • আপলোড সময় : ০৬-০৮-২০২৫ ০২:১৬:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৫ ০২:১৬:১৪ অপরাহ্ন
হাটহাজারীতে সালিশি বৈঠকে পিটিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা
হাটহাজারী প্রতিনিধি হাটহাজারীর সন্দ্বীপ কলোনিতে মেয়ের অপহরণ ও জোরপূর্বক বিয়ের ঘটনা নিয়ে আয়োজিত সালিশি বৈঠকে ফখরুল ইসলাম (৫৮) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় অবশেষে নিহতের ছেলে বাদী হয়ে মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। গত ৩ আগস্ট বেলা ২টার দিকে হাটহাজারী মডেল থানা কর্তৃপক্ষ এ প্রতিবেদককে মামলা দায়েরের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে শনিবার রাতে ভিকটিম নিহত ফখরুল ইসলাম এর ছোট ছেলে রবিন বাদী হয়ে সুনিদিষ্ট ৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৫/৬ জনকে বিবাদী করে মামলাটি করা হয়। যার নাম্বার ৩। জানা যায়, গত ২৭ জুলাই নিহত ফখরুল ইসলামের মেয়ে জান্নাতুল মায়মুনা রুমিকে স্কুল থেকে ফেরার পথে রিফাত নামে এক যুবক ও তার সহযোগীরা জোরপূর্বক নোয়াখালীর সুবর্ণচরে নিয়ে যায় এবং সেখানে তাকে বিয়ের রেজিস্টারে স্বাক্ষর করতে বাধ্য করে। পরে ভুক্তভোগীর পরিবার থানায় জিডি করলে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। এই ঘটনার নিষ্পত্তির জন্য শুক্রবার রাতে উভয় পক্ষকে নিয়ে একটি সালিশি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকের এক পর্যায়ে মেয়ের কাছ থেকে ঘটনার বিবরণ শোনার সময় ছেলে ও মেয়ে পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ শুরু হয়। এ সময় মেয়ের বাবা সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের ৯নং ওয়াডস্থ হুনজাল বাড়ির মৃত ফয়জুল মাওলার পুত্র ফখরুল ইসলামের ওপর (বর্তমান নিবাস হাটহাজারী থানাধীন চসিক ১ নম্বর ওয়ার্ডের সন্দ্বীপ কলোনির আমতলী এলাকা) হামলা চালানো হলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। তাকে দ্রুত স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে শনিবার রাতে উল্লেখিত আমতলী এলাকায় মরহুমের জানাজা নামাজ শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। এ ব্যাপারে জানতে চাইলে মামলার বাদী রবিন জানান, গত রাতে বাবার জানাজা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে। বিষয়টি নিয়ে আমরা আর কথা বলতে চাই না। মামলার তদন্ত কর্মকর্তা হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক আল আমিন জানান, ঘটনার পর পর গত শুক্রবার রাতে ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা চাক্ষুষ সাক্ষী নুর আলম ও মুসলিমসহ কয়েকজনের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এবং তাদের জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়া হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশি কাজ করছে বলেও জানান তিনি। জানতে চাইলে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ ঘটনার সত্যতা স্বীকার করে রোববার বেলা চারটার দিকে এ প্রতিবেদককে জানান, এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি। পোস্টমর্টেম রিপোর্ট এবং তদন্ত মিডিয়ায় কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলেই এ্যারেস্ট করা হবে। বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে পুলিশ মাঠে কাজ করছে বলেও জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য