ঢাকা , বুধবার, ০৬ অগাস্ট ২০২৫ , ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ফরিদপুরে ড‍‍্যাব এর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ফরিদপুরের ভাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, আহত ২ কোনাবাড়ী প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন কুমিল্লায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১ আহত ৪ বোদায় অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে যৌথ বাহিনীর অভিযান পাইকগাছায় কপোতাক্ষ নদ থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার মাদারীপুরের ঢাকা-বরিশাল মহাসড়কের ৪৭ কিলোমিটার অংশ খানাখন্দকে ভরা পঞ্চগড়ের বোদায় মাদক ডিলার আটক কমলনগরে বিশেষ অভিযানে ২ আওয়ামী লীগ নেতা গ্রেফতার হাটহাজারীতে সালিশি বৈঠকে পিটিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা আমতলীতে জুলাই আন্দোলনের ১ বছর হওয়ায় মিছিল শেষে বাড়ী ফেরা হয়নি ইসলামী আন্দোলনের সেক্রেটারি রেজাউলের ভাণ্ডারিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান দাগনভূঞায় চাঁদাবাজির অভিযোগে ঠিকাদারকে হত্যার হুমকি সাঁথিয়ায় ভূমি অফিসের নায়েব কুপ্রস্তাব দিলেন নারী গ্রাহককে ‘শাসক নয়, প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা সহায়তাকারী’ সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশনা নতুন মামলায় গ্রেফতার রাশেদ ইনু-পলক চট্টগ্রামে হত্যা মামলায় তিন ভাইসহ ৫ জনের মৃত্যুদণ্ড সাভারে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৩ চট্টগ্রাম বন্দরে বড় দুর্নীতিবাজ এনামুল

পঞ্চগড়ের বোদায় মাদক ডিলার আটক

  • আপলোড সময় : ০৬-০৮-২০২৫ ০২:৩১:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৫ ০২:৩১:২৩ অপরাহ্ন
পঞ্চগড়ের বোদায় মাদক ডিলার আটক
পঞ্চগড় থেকে মো. এনামুল হক পঞ্চগড়ে চার হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হেলাল উদ্দিন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। হেলাল উদ্দিন বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ঘাগড়া এলাকার মৃত হাসান আলীর ছেলে। সে সাইকেল মেকানিকের কাজ করতো। গত ২ আগস্ট রাতে বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ঘাগড়া এলাকায় পঞ্চগড় সেনা কমান্ডার মেজর আদনান মোর্শেদ আল হকের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক বিক্রির দুই লাখ ১৮ হাজার ২৬০ টাকা জব্দ করে সেনাবাহিনী। পরে তাকে বোদা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, সেনাবাহিনীর অভিযানে আমাদের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে অদ্য দুপুরের দিকে তাকে আদালতে তোলা হবে। সেনাবাহিনী জানায়, হেলাল নামে একজন ব্যক্তি দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি ভারতের মাদক ব্যবসায়ীদের মাধ্যমে মাদক নিয়ে আসতেন। পঞ্চগড়ের প্রধান মাদকের ডিলারদের মধ্যে তিনি একজন। ২ আগস্ট তিনি বিপুল পরিমাণ মাদক বাংলাদেশে নিয়ে আসার কথা ছিল। পরবর্তীতে, পঞ্চগড় আর্মি ক্যাম্পের নিয়মিত টহল দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী হেলালকে হাতেনাতে আটক করা হয়। এসময় ওই মাদক ব্যবসায়ীর বাসার একটি ট্রাঙ্কের ভেতর থেকে চার হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও দুই লাখ ১৮ হাজার ২৬০ টাকা জব্দ করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য চার লাখ টাকা। পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোর্শেদ আল হক বলেন, আমাদের কাছে তথ্য ছিল বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ এলাকার এই সাইকেল মেকানিক দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন। তিনি ট্যাপেন্টাডল ট্যাবলেটের একজন প্রধান ডিলার। অভিযান পরিচালনা করে তাকে ধরা হয়েছে। এ ব্যাপারে পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য