দীর্ঘদিন পর দুর্দান্ত ফর্ম দেখালেন নেইমার। ব্রাজিলিয়ান ঘরোয়া লিগ ‘ব্রাসিলিয়েরাও’ বা ব্রাজিল সিরি-আ তে জুভেন্টুডসের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে সান্তোস। যেখানে জোড়া গোল করলেন নেইমার। টানা ইনজুরিতে থাকা নেইমারকে নিয়ে এমনিতেই শঙ্কায় থাকে ভক্তরা। এই বুঝি আবারও পা-ভেঙে পড়ে গেলেন মাঠে! যে কারণে, ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি পর্যন্ত নেইমারকে দলে নেবেন কি নেবেন না, তা নিয়ে থাকেন দ্বিধাদ্বন্দ্বে। জুভেন্টুডসের বিপক্ষে ম্যাচ দিযে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে টানা ৫ ম্যাচ শুরুর একাদশে ছিলেন নেইমার। শুধু তাই নয়, সর্বশেষ তিনি নিজের ফর্মও যেন ফিরে পেলেন। এ নিয়ে ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তিকেও একটি পরিস্কার বার্তা দিতে পারলেন সাবেক বার্সা এবং পিএসজি তারকা। জানিয়ে দিলেন, এবার জাতীয় দলের জার্সিতেও ফিরতে প্রস্তুত তিনি। ২০২৩ সালের অক্টোবর থেকে ব্রাজিল জাতীয় দলের বাইরে রয়েছেন নেইমার। একের পর এক ইনজুরির কারণে নেইমারের পক্ষে দলে ফেরাই যেন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এবার ব্রাজিল দলে ফেরার সমূহ সম্ভবনা তৈরি হয়েছে এই তারকা ফুটবলারের পক্ষে। জুভেন্টুডসের বিপক্ষে ম্যাচের পর নেইমার বলেন, ‘সবাই আমার খেলার স্টাইল সম্পর্কে জানে। আমি সব সময়ই অ্যাভেইলেবল। আমি একজন অ্যাথলেট, সব সময়ই আমি ভালো অনুভব করি। এখন এটার (জাতীয় দলে ফেরা না ফেরা) সিদ্ধান্ত নেয়ার ভার তাদের ওপর।’
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

আনচেলত্তিকে পরিস্কার বার্তা দিলেন নেইমার
- আপলোড সময় : ০৬-০৮-২০২৫ ০৭:৪৮:০০ অপরাহ্ন
- আপডেট সময় : ০৬-০৮-২০২৫ ০৭:৪৮:০০ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ