ঢাকা , বুধবার, ০৬ অগাস্ট ২০২৫ , ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ভাণ্ডারিয়ায় খাল থেকে যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার পঞ্চগড়ের তেঁতুলিয়া বাংলাবান্ধা পোর্ট দিয়ে আরও ২৩১ মেট্রিক টন আলু রফতানি সুন্দরগঞ্জ পানি সংকটে সেচ দিয়ে আমন চাষ খরচ বাড়ছে কৃষকের বোর্ড সভা করেছে মোস্তফা গোলাম কুদ্দুস ফাউন্ডেশন ক্যালিফোর্নিয়ায় দাবানলে ৭২ হাজার একর বনভূমি পুড়ে ছাই ট্রাম্প-মোদীর বিরোধ চরমে ইসরায়েল গাজা দখল করতে চাইলে বাধা দেবে না ট্রাম্প গাজায় দৈনিক ২৮ শিশু হত্যা করছে ইসরায়েল: ইউনিসেফ ১১ সেনাসহ নিখোঁজ অর্ধশতর বেশি হৃদরোগে মারা গেলেন জর্জ কস্তা ইনজুরিতে মেসি, খেলতে পারবেন না আজকের ম্যাচও আনচেলত্তিকে পরিস্কার বার্তা দিলেন নেইমার এবার ইনজুরিতে পড়লেন উইল ও’রর্কে বলে ভ্যাসলিন লাগানোর অভিযোগ উঠলো ভারতের বিরুদ্ধে ‘দ্য হান্ড্রেড’-এর উদ্বোধনী ম্যাচে মাঠে ঢ়ুকে পড়লো শিয়াল টি-টোয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল শুরু হলো টাইগারদের এশিয়া কাপের প্রস্তুতি পোরশায় বি এন পি'র সালেক ডাক্তার পক্ষের বিজয় রেলি ও আলোচনা সভা কোটি টাকার ক্ষতির মুখে খামারিরা, নিশ্চুপ প্রাণিসম্পদ অধিদপ্তর ফরিদপুরে ড‍‍্যাব এর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

হৃদরোগে মারা গেলেন জর্জ কস্তা

  • আপলোড সময় : ০৬-০৮-২০২৫ ০৭:৪৮:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৫ ০৭:৪৮:৫৪ অপরাহ্ন
হৃদরোগে মারা গেলেন জর্জ কস্তা
জর্জ কস্তার অধিনায়কত্বেই চ্যাম্পিয়ন্স লিগ জয়ের গৌরব অর্জন করেছিল পর্তুগিজ ক্লাব পোর্তো। হৃদরোগে আক্রান্ত হয়ে ৫৩ বছর বয়সী সাবেক এই অধিনায়ক মারা গেছেন গত মঙ্গলবার। হোসে মরিনহো কোচ থাকার সময় ২০০৪ সালে তার অধীনে পোর্তোকে ইউরোপ সেরার শিরোপা জেতান এই ডিফেন্ডার। পর্তুগিজ জাতীয় দলের হয়েও খেলেছেন ৫০ম্যাচ। খেলেছেন প্রিমিয়ার লিগ। ধারে ২০০১-০২ মৌসুমে চার্লটনে একটি মৌসুম খেলেছেন। তার পর খেলোয়াড়ি জীবন থেকে অবসর নেন ২০০৬ সালে। এই সেন্টার ব্যাক তার পর কোচিং ক্যারিয়ার বেছে নিয়ে ১৬টি ক্লাবের হয়ে দায়িত্ব পালন করেছেন। গত মৌসুম পোর্তোর পেশাদার ফুটবল পরিচালকের দায়িত্ব বুঝে নেন। সেখানেই ক্লাবটির ট্রেনিং সেন্টারে কার্ডিয়াক অ্যারেস্ট হয় তার। ক্লাবটি জানিয়েছে, ‘জীবনের পুরোটা জুড়ে মাঠের ভেতর এবং বাইরে জর্জ কস্তা এফসি পোর্তোর যে মূল্যবোধগুলোকে প্রতিনিধিত্ব করে তা ফুটিয়ে তুলেছেন: নিষ্ঠা, নেতৃত্ব, আবেগ এবং অটুট বিজয়-স্পৃহা। যার মাধ্যমে তিনি সমর্থকদের একাধিক প্রজন্মের ওপর নিজের ছাপ রেখে গেছেন।’ এই গ্রীষ্মে সাবেক কোনও খেলোয়াড়ের তৃতীয় অপ্রত্যাশিত মৃত্যুর ঘটনা দেখলো পোর্তো। গত জুলাইয়ে ধারে খেলা ক্লাবের সাবেক ফুটবলার ডিয়োগো জোতা এবং তার ভাই আন্দ্রে সিলভার সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু ঘটেছে। তারা ক্লাবে ছয় বছর কাটিয়েছিলেন। ফেনারবাচের কোচ হোসে মরিনহো ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত পোর্তোতে কস্তার কোচ ছিলেন। ফেইনুর্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে কান্না চেপে রেখে সাবেক অধিনায়ককে শ্রদ্ধা জানান তিনি। বলেছেন, ‘‘যদি সে এখন আমার সঙ্গে কথা বলতে পারতো, বলতো ‘তুমি তোমার প্রেস কনফারেন্স করো, আগামীকাল ম্যাচটা খেলো, আর ম্যাচটা জেতো-আমাকে ভুলে যাও।’ আমি চেষ্টা করবো আজ আর কাল আমার কাজটা করতে, তারপর কাঁদবো।” কস্তা পোর্তোর অ্যাকাডেমি থেকে উঠে এসেছিলেন এবং ক্লাবের হয়ে খেলেছেন ৩২৪টি ম্যাচ। ২০০৫ সালে ক্লাব ছাড়ার আগে ট্রফি জেতেন ২৪টি, যার মধ্যে রয়েছে চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা কাপ এবং ৮টি প্রিমেইরা লিগা শিরোপা।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স