সরিষাবাড়ী (জামালপুর) থেকে মো. আবুল হোসেন
সরিষাবাড়ী উপজেলার আর এন সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামকে শ্রেণি কক্ষে একই বিদ্যালয়ে অধ্যয়নরত দশম শ্রেণির এক শিক্ষার্থী কতৃক হেনস্তার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে বিদ্যালয়টি। এ ঘটনার গত সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার রুহুল আমিন বেগ, ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুন কুমার সাহা, আর এন সি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্বাস আলী, শিক্ষক ইসমাইল হোসেন ও মানিক মিয়া প্রমুখ। বক্তারা অভিযুক্ত দশম শ্রেণির শিক্ষার্থী ইউসুফ আলীকে বহিষ্কার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, শিক্ষক সমাজের মর্যাদা রক্ষায় প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণ জরুরি। ভবিষ্যতে যাতে কোনো শিক্ষার্থী শিক্ষককে হেনস্তা করার সাহস না পায়, সে জন্য কঠোর শাস্তির বিধান করার আহ্বান জানান তারা। এ ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয় ও আশপাশের এলাকায় উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত সাপেক্ষে দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
