
ছদ্মবেশে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান


কমলনগর (লক্ষ্মীপুর) থেকে মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল
কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছদ্মবেশে সাঁড়াশি অভিযান করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় সরেজমিনে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা বিভাগ, খাদ্য সরবরাহ এবং চিকিৎসকদের নানা অনিয়মের হাতেনাতে খোঁজ পায় দুদক ছদ্মবেশী দল। গত ৪ আগস্ট দুপুরে চাঁদপুর জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সঞ্জজয় ঘোষালের নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট দল এ অভিযান পরিচালনা করে।
দুদক সূত্র জানায়, অভিযানের আগে এনফোর্সমেন্ট দলের সদস্যরা ছদ্মবেশে হাসপাতালের কার্যক্রম পর্যবেক্ষণ করে সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন। পরে পরিচয় প্রকাশ করে হাসপাতালের বিভিন্ন বিভাগ, রোগ নির্ণয়ের যন্ত্রপাতি, খাবার সরবরাহ ও ওষুধ বিতরণ কার্যক্রম পর্যালোচনা করেন। অভিযান পরিচালনার সময় দুদক টিম দেখতে পায়, মজুত থাকা সত্ত্বেও রোগীদের প্রয়োজনীয় ওষুধ দেয়া হচ্ছে না এবং রুগিদের থেকে টাকার বিনিময়ে সরকারি ওষুধ দেয়া হয়। টাকার বিনিময়ে রোগী ভর্তি করানো এবং ওয়ার্ড বয় দিয়ে চিকিৎসা সেবার কাজ করানো। অভিযানের সময় কয়েকজন চিকিৎসক কমর্স্থলে অনুপস্থিত ছিল। অন্যদিকে হাসপাতালের রোগীদের জন্য সরবরাহ করা খাবার নিম্নমানের এবং ডায়েট চার্ট অনুযায়ী খাদ্য সরবরাহ করা হয়নি। দুদক টিম দেখতে পায় রোগ নির্ণয়ের বেশ কিছু যন্ত্রপাতি দীর্ঘদিন থেকে নষ্ট অবস্থায় রয়েছে। আবার কিছু যন্ত্রপাতি সচল থাকলেও সেবা নিতে গিয়ে রোগীরা বহিরাগত মেডিকেল টেকনোলজিস্টদের হাতে হয়রানির শিকার হচ্ছেন। হাসপাতালে পরীক্ষার যন্ত্রপাতি থাকা সত্ত্বেও বাহিরে অপ্রোয়জনীয় পরীক্ষা দেওয়ার কয়েকটি সত্যতা মিলেছে। ওষুধের স্টক রেজিস্টার যাচাইয়ের সময় নার্স, স্টক ইনচার্জ কোনো সদুত্তর দিতে পারেননি বলেও জানায় দুদক। এছাড়া, ছুটিতে থাকা ডাক্তারদের ছুটির আবেদন দেখাতে পারেনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। চাঁদপুরের দুর্নীতি দমন কমিশন (দুদকের) উপসহকারী পরিচালক সঞ্জজয় ঘোষাল বলেন, ‘অভিযানে বেশ কিছু অনিয়ম ধরা পড়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের শোকজ করার জন্য সুপারিশ করা হবে এবং কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন পাঠানো হবে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ বলেন, অভিযান চলাকালে যেসব বিষয় তুলে ধরা হয়েছে, সেগুলোর লিখিত জবাব দুদক অভিযানিক দলকে দেয়া হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ