
কলাপাড়ায় বিদ্যুৎসম্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু


কলাপাড়া থেকে বিশ্বাস শিহাব পারভেজ মিঠু
কলাপাড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মো. ইমন মৃধা (২৭) নামে এক অটো চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত ৪ আগস্ট দুপুর ১টার দিকে উপজলোর টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত ইমন মৃধা বরগুনার আমতলী উপজলোর সেকান্দারখালী গ্রামের মো. মিজান মৃধার ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, ইমন ওই এলাকায় তার শ্বশুর আবুল হোসেনের বাড়িতে থেকে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কলাপাড়া উপজলো স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কলাপাড়া হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. মালেক মিয়া বলেন, হাসপাতালে আনার আগেই তিনি মৃত্যুবরণ করেছেন।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ