
আসন সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ


ব্রাহ্মণবাড়িয়া থেকে তফাজ্জল হোসেন
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে বিজয়নগর উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। গত ২ আগস্ট সকাল ১১টার দিকে বিজয়নগর উপজেলা সর্বদলীয় ঐক্য পরিষদের উদ্যোগে উপজেলার চান্দুরা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার দুটি আসনসহ দেশের মোট ৩৯টি সংসদীয় আসনের সীমানা পুনর্র্নিধারণের সিদ্ধান্ত নিয়ে প্রাথমিক গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সীমানা পুনর্বিন্যাসের আগে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন (সদর ও বিজয়নগর) উপজেলার ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত ছিল। নতুন গেজেটে বিজয়নগরের তিনটি ইউনিয়ন হরষপুর, চান্দুরা ও বুধন্তী ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের মধ্যে দেয়া হয়েছে।
গতকাল সকালে বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ইমাম হোসেনের নেতৃত্বে কর্মসূচিতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় লোকজন স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এসময় তারা একঘণ্টার মতো সড়ক অবরোধ করে বিভিন্ন সেøাগান দেন। সবার দাবি অখণ্ড বিজয়নগর। পূর্বে আসনে বিজয়নগর ১০ ইউনিয়ন একত্রে থাকতে চাই। নয়তো ১০ ইউনিয়ন নিয়ে গঠিত বিজয়নগরকে আলাদা সংসদীয় নির্বাচনের আসন হিসেবে দাবি করেন তারা। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন শাহ আলম, যুগ্ম আহ্বায়ক আফজাল আহমেদ, হেলাল উদ্দিন ভূঁইয়া, ডা. রফিকুল ইসলাম, রাষ্টু সরকার, সাবেক উপজেলা ভাইসচেয়ারম্যান মুখলেছুর রহমান লিটন, ছাত্রদল নেতা এনামুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বিজয়নগর উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে তিনটিতে প্রায় ৯৬ হাজার ভোটার আছেন। যা উপজেলার মোট ভোটারের প্রায় অর্ধেক। দুই লক্ষাধিক ভোটারবিশিষ্ট উপজেলা একক সংসদীয় আসনের উপযুক্ত হলেও বছরের পর বছর ধরে এটিকে একবার সদর, একবার সরাইল, আবার কখনো নাসিরনগরের সঙ্গে যুক্ত করে অবহেলার শিকারে পরিণত করা হচ্ছে। স্বাধীনতার ৫৪ বছর পরও বিজয়নগরে উন্নয়নের ছোঁয়া লাগেনি। এর পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। নতুন করে সরাইল আসনের সঙ্গে তিনটি ইউনিয়ন যুক্ত করায় মানুষ ক্ষোভে ফেটে পড়েছেন।
উল্লেখ্য, তিনটি ইউনিয়নকে আগের আসনে রাখার দাবিতে গত বৃহস্পতিবার দুপুরের প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করে প্রধান নির্বাচন কমিশন বরাবর লিখিত আবেদন জমা দেন বিজয়নগর উপজেলার স্থানীয় চার বাসিন্দা। তারা হলেন গোলাম মোস্তফা, এ কে এম গোলাম মুফতি ওসমানী, মো. জাহিদুজ্জামান চৌধুরী ও মো. বায়েজিদ মিয়া। এদিনই নির্বাচন কমিশনারের বরাবর আরেকটি আবেদন জমা দিয়েছেন এনসিপির কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আতাউল্লাহ।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ