
কেন্দুয়ায় জরাজীর্ণ ভবনে বৈরাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান


কেন্দুয়া (নেত্রকোণা) থেকে রাখাল বিশ্বাস
কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের ৭৫ নং বৈরাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টি ১৯৬৮ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। মোট শিক্ষক ৭ জন থাকলেও প্রধান শিক্ষক এরই মধ্যে বদলি হয়ে গেছেন বলে জানিয়েছেন অন্যান্য শিক্ষকগণ। তবে ভারপ্রাপ্ত প্রধান দিয়েই চলছে পাঠদানসহ প্রতিষ্ঠানের অন্যান্য কার্যক্রম।
সরেজমিনে গেলে দেখা যায়, শিক্ষার্থী ১৮১ জন। স্কুলের দুটি আলাদা ভবন রয়েছে। এর মধ্যে একটি ছাদ করা অন্যটি হাফ বিল্ডিং। অপরদিকে একটি ভবন অতি জরাজীর্ণ যা অনেক আগেই পরিত্যক্ত ঘোষণার দাবি রাখে, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আজ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করেন নি। ফলে জীবনের ঝুঁকি নিয়েই চলছে পাঠদান। শিক্ষকরা জানান, ওয়াশ রুমের অবস্থা একেবারেই নাজুক, ব্যবহারের অনুপযোগী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আল্লামা ইকবাল বলেন, বছরের পর বছর ধরে আমরা ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস নিচ্ছি। কোমলমতি শিশুদের নিয়ে সবসময় দুশ্চিন্তায় থাকি- কখন কি হয় বলা মুশকিল। শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে আমরা চরম উদ্বিগ্ন।
স্থানীয় অভিভাবকরাও বিষয়টি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করে বলেন, আমাদের সন্তানরা প্রতিদিন স্কুলে আসে কিন্তু, কখন যে কি অঘটন ঘটে সেই ভয়ে থাকি। আশা করছি কর্তৃপক্ষ বিষয়টি দ্রুত সমাধান করবেন। কেন্দুয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আফতাব উদ্দিন বলেন, ছাদসহ একটি ভবন আছে। পরিত্যক্ত ভবনের বিষয়টি আমার জানা নেই, এখন জানতে পেরেছি। ভবনটি দেখে শিক্ষকদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তবে, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি, অবিলম্বে বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনটি পুনর্ন্মর্ািণ করে নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা হোক।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ