ঢাকা , বুধবার, ৩০ জুলাই ২০২৫ , ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
টাঙ্গাইলে এনসিপির পদযাত্রা, নিরাপত্তায় ৯ শতাধিক পুলিশ সদস্য সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত মডেল মেঘনার জব্ধকৃত মালামাল ফরেনসিক রিপোর্ট তৈরির আদেশ সারাদেশে নীরবে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী মেলিওডোসিস ওয়ারড্রব ম্যালফাংশনের শিকার হলেন জেনিফার লোপেজ এবার প্রাক্তন স্বামীর ৩০ হাজার কোটির সম্পত্তিতে ‘চোখ’ কারিশমার অক্ষয় কুমারের ফিটনেস রহস্য ফাঁস! বিপাকে রাজকুমার! জারি হলো গ্রেপ্তারি পরোয়ানা যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে জয়ার নতুন সিনেমা সবাইকে কেন সতর্ক করলেন অভিনেত্রী সাদিয়া আয়মান? আবারও রায়হান রাফী ও তমা মির্জার প্রেমে ভাঙন বিএনপির ভরসার কেন্দ্রবিন্দুতে আপসহীন খালেদা জিয়া ডেঙ্গু আতঙ্কে নগরবাসী জুলাই সনদ ও ঘোষণাপত্র ৫ আগস্টের মধ্যে জারি করতে হবে : নাহিদ ইসলাম বিয়ামে এসি বিস্ফোরণ নয়, নথি পোড়াতে গিয়ে আগুনে পুড়ে ২ জন নিহত ডিএসসিসির পরিবহন ব্যবস্থাপনায় ২ কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রানওয়েতে স্কুলের পারমিশন যারা দিয়েছে তাদের ধরতে হবে-স্বাস্থ্য উপদেষ্টা একই দিনে শহীদ মিনারে সমাবেশ করতে চায় এনসিপি ও ছাত্রদল দেশকে পুনরায় গড়ে তোলার চেষ্টা করছেন তারেক রহমান-ফখরুল রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির

রেকর্ড গড়ে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৪ ০৯:১৫:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৪ ০৯:৫৭:৪৮ পূর্বাহ্ন
রেকর্ড গড়ে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ রেকর্ড গড়ে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
দুর্দান্ত বোলিংয়ে রেকর্ড গড়লেন মুস্তাফিজুর রহমানআঁটসাঁট বোলিংয়ে তাকে দারুণ সঙ্গ দিলেন রিশাদ হোসেনঅল্পে গুটিয়ে গেল যুক্তরাষ্ট্ররান তাড়ায় তাদের কোনো সুযোগই দিলেন না তানজিদ হাসান ও সৌম্য সরকারঅনায়াস জয়ে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশটানা দুই ম্যাচ হেরে সিরিজ হার নিশ্চিতের পর যেন সম্বিৎ ফিরল বাংলাদেশ দলেরশেষ ম্যাচে তারা বোলিংয়ের পর দাপট দেখাল ব্যাটিংয়েওটেক্সাসের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে শনিবার তৃতীয় টি-টোয়েন্টিতে সফরকারীরা জিতল ১০ উইকেটেএই সংস্করণে সবকটি উইকেট হাতে রেখে এটিই বাংলাদেশের প্রথম জয়এর আগে ৯ উইকেটের জয় ছিল দুটিযুক্তরাষ্ট্রকে স্রেফ ১০৪ রানে আটকে রেখে ৫০ বল বাকি থাকতেই টপকে যায় বাংলাদেশবল বাকি রেখে জয়ের হিসাবেও বাংলাদেশের রেকর্ড এটি২০১৪ সালে আফগানিস্তানের বিপক্ষে ৪৮ বল বাকি থাকতে জয় পেয়েছিল তারাহোয়াইটওয়াশ এড়ানোর মঞ্চটা গড়ে দেন মুস্তাফিজএই সংস্করণে বাংলাদেশের সেরা বোলিংয়ের রেকর্ড গড়ে মাত্র ১০ রানে ৬ উইকেট নেন বাঁহাতি পেসারসবচেয়ে কম রান দেওয়ার রেকর্ড গড়া রিশাদ ৪ ওভারে খরচ করেন মোটে ৭ রানসিরিজ জয় আগেই নিশ্চিত হওয়ায় এই ম্যাচের একাদশে অবশ্য বেশ কয়েকটি পরিবর্তন আনে স্বাগতিকরানিয়মিত অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল, অলরাউন্ডার স্টিভেন টেলর এবং দুই ম্যাচে জয়ের নায়ক হারমিত সিং ও আলি খানকে দেওয়া হয় বিশ্রামদলকে নেতৃত্ব দেন অ্যারন জোন্সবাংলাদেশ একাদশেও আনা হয় জোড়া পরিবর্তনদ্বিতীয় ম্যাচে বাদ পড়া লিটন কুমার দাসের সঙ্গে প্রায় ১০ মাস পর একাদশে ফেরেন হাসান মাহমুদতবে এ দিন ওপেনিংয়ে নামানো হয়নি লিটনকেতুলনামূলক ছোট লক্ষ্যে ইতিবাচক শুরু করেন তানজিদ ও সৌম্যপ্রথম ওভারে দুটি চার মারেন তানজিদতৃতীয় ওভারে চারের পর ইনিংসের প্রথম ছক্কা মারেন সৌম্যপাওয়ার প্লেতে বাংলাদেশ করে ৪৮ রানপরেও একই ছন্দে এগিয়ে যান দুই ওপেনার৫ চার ও ২ ছক্কায় ৩৯ বলে পঞ্চাশ পূর্ণ করেন তানজিদসাত ম্যাচের ক্যারিয়ারে তার তৃতীয় ফিফটি এটি৫ চার ও ৩ ছক্কায় ৪২ বলে ৫৮ রানে অপরাজিত থাকেন ২৩ বছর বয়সী ওপেনারঅভিজ্ঞ সৌম্য করেন ৪৩ রান২৮ বলের ইনিংসে ৪টি চারের সঙ্গে ২টি ছক্কা মারেন তিনিসবশেষ ২৬ ইনিংসে এটিই তার সর্বোচ্চ রানএই সংস্করণে উদ্বোধনী জুটিতে বাংলাদেশের চতুর্থ শতরানের জুটি এটিতিনটিতেই জড়িয়ে সৌম্যর নামএর চেয়ে বড় জুটি আছে আর একটিগত বছর আয়ারল্যান্ডের বিপক্ষে লিটন ও রনি তালুকদারের ১২৪ রানএর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা যুক্তরাষ্ট্রও বেশ ভালো শুরু করেঝড়ো উদ্বোধনী জুটিতে ৫ ওভারের মধ্যে ৪৬ রান করে ফেলে তারাদ্বিতীয় ওভারে হাসানের বলে দুটি বাউন্ডারি মারেন শায়ান জাহাঙ্গিরপরের ওভারে সাকিব আল হাসানের বল ছক্কায় ওড়ান আন্দ্রিয়েসহাউসচতুর্থ ওভারে গাউসের কাছে ৪টি চার হজম করেন তানজিম হাসানপাওয়ার প্লের শেষ ওভারেও খরুচে শুরু করেন সাকিবএকটি করে চার-ছক্কায় প্রথম পাঁচ বলে দেন ১১ রানতবে শেষ বলে বিপজ্জনক হয়ে ওঠা হাউসকে ফিরিয়ে জুটি ভাঙেন অভিজ্ঞ অলরাউন্ডার৫ চার ও ১ ছক্কায় ১৫ বলে ২৭ রান করেন হাউসআন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের সাতশতম উইকেট এটিতিন সংস্করণ মিলিয়ে ৭০০ উইকেট ও ১৪ হাজার রানের 'ডাবল' স্পর্শ করা বিশ্বের একমাত্র ক্রিকেটার তিনিউদ্বোধনী জুটি ভাঙার পর পথ হারিয়ে ফেলে স্বাগতিকরাশুরুর পাঁচ ওভারে ৪৬ রান তোলা দলটি পরের পাঁচ ওভারে নিতে পারে মোটে ১০ রানএই সময়ে একটি করে মেডেন ওভার করেন মুস্তাফিজ ও রিশাদপরপর দুই ওভারে ২টি উইকেট নেন মুস্তাফিজদ্বাদশ ওভারে জোন্সকে ফিরিয়ে উইকেট মেডেন নেন তানজিমএই সংস্করণে এক ম্যাচে বাংলাদেশের বোলারদের ৩টি মেডেনের প্রথম কীর্তি এটিএর আগে তিনটি ম্যাচে ২টি করে মেডেন ওভার করেছিল তারাপরের ওভারে মিলিন্দ কুমারের উইকেট নেন রিশাদসব মিলিয়ে চার ওভারে তার খরচ কেবল ৭ রানবাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটিই সবচেয়ে কম রান দেওয়ার রেকর্ড২০১৪ সালে মাহমুদউল্লাহর চার ওভারে এক মেডেনসহ ৮ রানে ১ উইকেট ছিল আগের রেকর্ডডেথ ওভারে বোলিংয়ে ফিরে যুক্তরাষ্ট্রের ব্যাটিং লাইন-আপ ধসিয়ে দেন মুস্তাফিজশেষ দুই ওভারে দুটি করে উইকেট নেন তিনিইনিংসের শেষ বলে নিসার্গ প্যাটেলকে ক্যাচ আউট করে গড়েন বাংলাদেশের হয়ে সেরা বোলিংয়ের রেকর্ড২০১২ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ইলিয়াস সানির ১৩ রানে ৫ উইকেট ছিল এতদিনের রেকর্ডপ্রায় এক যুগ পর সেটি নিজের করে নিলেন অভিজ্ঞ বাঁহাতি পেসারএই সংস্করণে দ্বিতীয়বার ৫ বা এর বেশি উইকেট পেলেন মুস্তাফিজএই কীর্তি গড়া দ্বিতীয় বাংলাদেশি বোলার তিনিপ্রথম জন সাকিব আল হাসানসব মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুবার ৫ উইকেট নেওয়া বোলার ১৮ জনএমন বোলিংয়ের পর অনুমেয়ভাবেই ম্যাচ সেরার পুরস্কার জেতেন মুস্তাফিজতিন ম্যাচে ১০ উইকেট নিয়ে সিরিজ সেরার পুরস্কারও ওঠে তার হাতে
সংক্ষিপ্ত স্কোর:
যুক্তরাষ্ট্র: ২০ ওভারে ১০৪/৯ (জাহাঙ্গির ১৮, হাউস ২৭, নিতিশ ৩, মিলিন্দ ৭, জোন্স ২, অ্যান্ডারসন ১৮, ফন শাকউইক১২, জাসদিপ ৬, নিসার্গ ২, কেজিগে ১*; তানজিম ৪-১-৩২-১, হাসান ৩-০-১৯-০, সাকিব ৩-০-২৩-১, মুস্তাফিজ ৪-১-১০-৬, রিশাদ ৪-১-৭-১, মাহমুদউল্লাহ ২-০-১১-০)
বাংলাদেশ: ১১.৪ ওভারে ১০৮/০ (তানজিদ ৫৮*, সৌম্য ৪৩*; নেত্রাভালকার২-০-২৫-০, জাসদিপ ২-০-১০-০, ফন শাকউইক১-০-১৪-০, মিলিন্দ ৪-০-২৫-০, নিতিশ ১-০-১১-০, কেজিগে ১-০-১০-০, নিসার্গ ০.৪-০-৬-০)
ফল: বাংলাদেশ ১০ উইকেটে জয়ী
সিরিজ: তিন ম্যাচ সিরিজে যুক্তরাষ্ট্র ২-১ ব্যবধানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: মুস্তাফিজুর রহমান
ম্যান অব দা সিরিজ: মুস্তাফিজুর রহমান
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য