
নুরুজ্জামান ভারতে পাচার করেছে শতকোটি টাকা
- আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ০২:৩২:৫৮ অপরাহ্ন
- আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ০২:৩২:৫৮ অপরাহ্ন


* আ’লীগ সরকারের দোসর মাহবুবুল আলম হানিফের সহযোগী এন বিশ্বাসের কর্ণধার নুরুজ্জামান
ফ্যাসিস্ট সরকারের দোসর কুষ্টিয়ার এন বিশ্বাসের কর্ণধার নুরুজ্জামানের বিরুদ্ধে শত শত কোটি টাকার কর ফাঁকির অভিযোগ পাওয়া গেছে। বিগত ৫ বছরে এন বিশ্বাস কোম্পানি সাড়ে ৩০০ শত কোটি টাকা কর ফাঁকি দিয়েছে এনবিআর সূত্রে জানা গেছে।
বিগত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী নেতা মাহবুব আলম হানিফের ঘনিষ্ঠ সহযোগী এন বিশ্বাসের কর্ণধার নুরুজ্জামান সেই সুযোগ কাজে লাগিয়ে ভুয়া কাগজপত্র বানিয়ে সরকারের বড় ধরনের আর্থিক ক্ষতি করেছে। এতে একদিকে সুবিধা নিয়েছে কোম্পানি আর অপরদিকে জাতীয় রাজস্ব বোর্ডের কতিপয় অসাধু কর্মকর্তারা। কোম্পানির উৎপাদনের নামমাত্র কাগজপত্র জমা দিয়ে মাহবুবুল আলম হানিফের সহায়তায়। বড় ধরনের সরকারি রাজস্ব ফাঁকি দিয়েছেন কোম্পানির মালিক নুরুজ্জামান।
সূত্র জানায়, ৫ আগস্ট এর পূর্বে নুরুজ্জামান, মাহবুবুল আলম হানিফের লাঠিয়াল বাহিনীর প্রধান হিসেবে কাজ করেছেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখার জন্য এন বিশ্বাস কোম্পানির মালিক নুরুজ্জামান কোটি কোটি টাকা খরচ করেছেন। নুরুজ্জামান সরকারের কর ফাঁকি দিয়ে দেশ-বিদেশে শত শত কোটি টাকা পাচার করেছেন। অপর একটি সূত্র জানায়, নুরুজ্জামান আওয়ামী লীগের বিতর্কিত এ মাহবুব আলমের সহায়তায় বিগত ১০ বছরের দুবাই মালেশিয়া এবং ইউরোপ কান্ট্রিতে অবৈধভাবে প্রচুর টাকা পাচার করেছেন এবং সেখানেও করেছেন দ্বিতীয় হোম। বর্তমানে বিশ্বাস কোম্পানির নাম পরিবর্তন করে মক্কার আই করা হয়েছে। সরকারি শত শত কোটি টাকার কর ফাঁকি দেয়া নুরুজ্জামান এখনও বহাল তবিয়তে রয়েছেন। একইভাবে প্রতারক নুরুজ্জামান নিজেকে বাঁচানোর জন্য উক্ত প্রতিষ্ঠানটির আরও তিনটি ইউনিটের নাম পরিবর্তন করেছেন। একটি গোয়েন্দা সূত্রে জানা গেছে, ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী শত কোটি টাকার পাচারকারী নুরুজ্জামান এখনো আওয়ামী লীগের অর্থের যোগান দিচ্ছে। তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে পুনরায় দল চাঙ্গা করার জন্য গোপনে ভারতসহ বিভিন্ন দেশে অর্থের যোগান দিচ্ছে। বিগত এক বছরের মধ্যে তিনি গোপনে আওয়ামী লীগের নেতাকর্মীদের শত কোটি টাকা আর্থিক সহায়তা করেছেন বলে জানা গেছে।
এ ব্যাপারে এন বিশ্বাসের মালিক নুরুজ্জামানের শত কোটি টাকার কর ফাঁকির অভিযোগ এনে দৈনিক আমার সময়ের সিনিয়র রিপোর্টার কোহিনুর বেগম গত ২৭ জুলাই ২৫ ইং চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড, আগারগাঁও ঢাকা বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছে। লিখিত অভিযোগের অনুলিপি অর্থ উপদেষ্টা, চেয়ারম্যান দুদক, বিচারপতি ভ্যাট ট্যাক্স আপীলাত এন্ড ট্রাইবুনাল আগারগাঁও ঢাকা, কমিশনার কর অঞ্চল ১১ কে প্রদান করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ