ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
এস এইচ কে এস সি শিক্ষার্থীদের ‘হ্যাপি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত করদাতার ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টির শঙ্কা নারায়ণগঞ্জে গুলি করে কুপিয়ে ছিনতাই ভিডিও ভাইরাল গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নেই- দুদু কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু অর্থনীতিতে অশনি সংকেত শত শত কারখানা বন্ধ এপিবিএন অধিনায়কের প্রত্যাহারচাওয়া নিয়ে তোলপাড় নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি শাহজাহানপুরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২ গণপরিবহনে সংরক্ষিত হচ্ছে না যাত্রীদের অধিকার জাবি শিক্ষক জান্নাতুল ফেরদৌসের দাফন সম্পন্ন জাকসুর ফল প্রকাশে বিলম্ব ক্ষোভ বাড়ছে শিক্ষার্থীদের ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন হবে-প্রেস সচিব বিচারপতি ড. আখতারুজ্জামানের পদত্যাগ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি তিনজন কারাগারে সরকারি মাধ্যমিক শিক্ষকদের প্রবেশ পদ ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবি রোড বেল্ট ইনিশিয়েটিভ এক্সিবিশনে যৌথ সক্ষমতা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে-বাণিজ্য উপদেষ্টা স্বস্তি নেই সবজির দামে নিত্যপণ্যের দাম চড়া রাজনীতিতে নতুন সমীকরণ বিশ্বকাপের টিকেট না পাওয়ায় বরখাস্ত হলো ভেনেজুয়েলা ও পেরুর কোচ

খেলোয়াড়রা চাপ একটু বেশিই নিচ্ছে: আকরাম খান

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৪ ০৯:১৫:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৪ ০৯:৫৭:৩৩ পূর্বাহ্ন
খেলোয়াড়রা চাপ একটু বেশিই নিচ্ছে: আকরাম খান খেলোয়াড়রা চাপ একটু বেশিই নিচ্ছে: আকরাম খান
স্পোর্টস ডেস্ক
জিম্বাবুয়ে বা যুক্তরাষ্ট্রের মতো দল বাংলাদেশ থেকে র‌্যাংকিংয়ে পিছিয়েতবুও সেই দলগুলোর সঙ্গে খেলতে গিয়ে নাকানিচুবানি খাচ্ছেন নাজমুল হোসেন শান্তরাঘরের মাটিতে কৌশল খাটিয়ে সিরিজ জয় তুলে নিতে পারলেও যুক্তরাষ্ট্রের মাটিতে অন্তঃসারশূন্যতা বের হয়ে এসেছেএমন বেহাল দশার কারণ জানেন না দলের খেলোয়াড়রাবিষয়টি নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে বিসিবি পরিচালক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খানের কপালেতার মতে, একটু বেশি চাপ নেওয়ার কারণে এমন অবস্থা তৈরি হয়েছেগত শনিবার গণমাধ্যমে আকরাম খান বলেন, ‘আমাদের সময়ে আমরা পরিবারের মতো থেকে কাজ করেছিআমরা প্রত্যেকটা ব্যাপারে প্রাধান্য দিতাম এবং সবাই সহায়তা করতকিন্তু এখন খারাপ সময় যাচ্ছেখারাপ যখন খেলবে তখন অনেক নেতিবাচক বিষয় উঠে আসবেভালো খেলাটা গুরুত্বপূর্ণব্যাটারদের জন্য সেটি বেশি গুরুত্বপূর্ণসামনে বড় একটি টুর্নামেন্টতার আগে যদি এই ধরনের পারফরম্যান্স হয়, সেটি কোনো দিন দলের জন্য ভালো হবে না যুক্তরাষ্ট্র সিরিজ নিয়ে আগেই সাবধান করেছিলেন বিসিবির এই পরিচালকতিনি বলেন, ‘সিরিজের আগেই বলেছিলাম, বাংলাদেশ দলের জন্য সিরিজের প্রথম ম্যাচটা খুব গুরুত্বপূর্ণকারণ সবাই খুব উত্তেজিত ছিলপারফরম্যান্স শুরুতে খারাপ হলে তখন সেটা নেতিবাচক দিকে যায়আর শুরুতে ভালো হলে সব ইতিবাচক হয়আমাদের ম্যাচ জেতার অভ্যাস আনতে হবে, নাহলে খেলোয়াড় অনুযায়ী পারফরম্যান্স করা যাবে না খেলোয়াড়দের চাপের বিষয়ে তিনি বলেন, ‘প্রত্যেকটা খেলাতেই চাপ থাকেসেটা হোক স্কুল পর্যায় কিংবা আন্তর্জাতিক পর্যায়খেলোয়াড় তো তাকেই বলে, যে চাপে ভালো খেলেআমরা চাপে ভালো খেলতে পারছি নাএটাই সবচেয়ে বড় সমস্যাআমাদের খেলোয়াড়দের যেই দক্ষতা, তার সঙ্গে পারফরম্যান্সে মিল হচ্ছে নাএখানে যারা যেই দায়িত্বে রয়েছেন, তাদের আরো বেশি সচেতন হতে হবেতাদের দায়িত্ব নিয়ে খেলোয়াড়দের থেকে ভালো পারফরম্যান্স বের করা উচিত তার মতে, খেলোয়াড়রা নিজেরাই চাপ নিয়ে নিচ্ছেএটা শুরু থেকেই আছেগত তিন-চার বছর ধরে নাআমরা যখন শুরু করেছি, তখন থেকেই চাপ ছিল১৯৯৪ সালে আমাদের চাপ ছিল, তিনটা দল কোয়ালিফাই করবে, পুরো জাঁতি তাকিয়ে ছিল১৯৯৭ সালে আমরা কোয়ালিফাই করলামচাপ থাকবেইআর কেন জানি মনে হয়, খেলোয়াড়রা চাপ একটু বেশি নিচ্ছেআর কেউ যখন চাপে পড়বে, সে তখন হতভম্ব হয়ে যাবেকী করছে সে বুঝবে না, কী করতে হবে সেটাও বুঝতে পারবে নাআমার কাছে মনে হয়, চাপটা কাটিয়ে ওঠা বেশি গুরুত্বপূর্ণভালো খেলোয়াড়রা চাপটাকে সমন্বয় করে ফেলেযতই ঘরোয়া ক্রিকেটে রান হোক, পারফর্ম হোক চাপের বিপক্ষে ভালো করতে না পারলে দল কোনো দিন ভালো করবে নাসেটা শুধু খেলোয়াড়দের ক্ষেত্রে না, তাদের সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের ক্ষেত্রেও প্রযোজ্যকোচিং স্টাফ ও দায়িত্বে যারা আছে, তাদের এই বিষয়ে গুরুতরভাবে চিন্তা করা উচিত কথা প্রসঙ্গে জিম্বাবুয়ে সিরিজের বিষয়টিও উঠে আসেপাঁচ ম্যাচ সিরিজে বাংলাদেশ ৪-১ ব্যবধানে জয় পেলেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট ছিল অনুপস্থিতএই বিষয়ে আকরাম খান বলেন, ‘জিম্বাবুয়ের বিপক্ষে যেভাবে আমরা খেলেছি, ব্যাটিং করেছি-আমি বলব না আমাদের সক্ষমতা অনেক বেশি, কিন্তু যেই সক্ষমতা রয়েছে, সে অনুযায়ী আমরা ভালো পারফরম্যান্স করতে পারছি নাআর এটার কারণ একটাই, নিজেরাই চাপ বেশি নিয়ে নিচ্ছেএখন যেহেতু খারাপ সময় যাচ্ছে, তাতে অনেক নেতিবাচক বিষয় আসবেএই মুহূর্তে ইতিবাচক বিষয় বের করা উচিতযারা খেলার বাইরে আছে, তারা নেতিবাচক বিষয় নিয়ে কথা বলবে, হচ্ছে, হবেসুতরাং এখন ভালো উপায় হচ্ছে ভালো খেলাআর সেটা দায়িত্ব নিয়ে খেলতে হবে টি-টোয়েন্টি কেন ভালো করতে পারছে না লাল-সবুজের প্রতিনিধিরা, এই প্রশ্নের উত্তর কোনো খেলোয়াড় দিতে পারেননিপ্রতি হারের পরেই দলের পক্ষ থেকে একই কথা বলা হয়েছে, আর ২০-৩০টা রান বেশি হওয়া উচিত ছিল ইত্যাদিবিষয়টি নিয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক বলেন, ‘টি-টোয়েন্টি ফরম্যাটটা পুরোটাই আলাদাপ্রথম ৬ ওভার খুবই গুরুত্বপূর্ণআইপিএলে যেটা দেখছি ৩-৪টা উইকেট গেলেও ওরা ৬ ওভারে ৬০-৭০ রান করে ফেলছেকিন্তু আমরা সেই ৬ ওভার ভালোভাবে কাজে লাগাতে পারছি না দলকে নিয়ে আকরাম খান বলেন, ‘একমাত্র দেশ আমাদের, যারা খেলা ছাড়া খেলার বাইরের কথা বেশি বলিআমরা যার বিপক্ষেই খেলি-জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র বা অস্ট্রেলিয়া-এখানে একটা ভালো সুযোগ থাকে শেখার এবং পারফর্ম করারআমরা এটা না করে অন্য কথা বেশি বলিপ্রত্যেকটা বড় ইভেন্টে আমরা অনেক বড় বড় কথা বলিগত বিশ্বকাপে, তার আগে ১৯ সালে দুবাইতেওখেলোয়াড় ও অফিশিয়ালরা এত বেশি বাইরের কথার সঙ্গে জড়িত হয় যে, সেটার পুরো চাপটা খেলার পারফরম্যান্সে পড়েএগুলো যত দ্রুত সম্ভব বন্ধ করে খেলায় মনোযোগ দেওয়া উচিত

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য