লালপুর (নাটোর) থেকে আলাউদ্দিন
লালপুর উপজেলার রগুনাথপুর-ঢুষপাড়া গ্রামীন রাস্তার শুভ উদ্বোধন করা হয়েছে। গত ৪ আগস্ট দুপুরে নাটোর জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী ইকবাল হোসেন এ রাস্তার উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম। জানা যায়, রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর প্রকল্পটি বাস্তবায়ন করছেন। প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ এ রাস্তাটি পাকাকরণে প্রকল্প ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬২ লাখ ৩৩ হাজার টাকা। এ সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের সিনিয়র সহকারী প্রকৌশলী মো. আব্দুর রউফ, উপজেলা প্রকৌশলী মো. সাজেদুল ইসলাম, ঠিকাদার মো. ইউসুফ খান, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
