ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি
* দুর্নীতিতে অভিযুক্ত প্রকৌশলীরাই দ্রুত পদোন্নতি বাগিয়ে নিচ্ছেন * ড্রেজিং বিভাগের প্রধান প্রকৌশলী সাবেক ছাত্রদল নেতা রকিবুল সীমাহীন দুর্নীতি করেও বহালতবিয়তে

বিআইডব্লিউটিএ ঘুষ দুর্নীতি ওপেন সিক্রেট

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৪ ১০:৪৪:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৪ ০৫:২৯:০৮ অপরাহ্ন
বিআইডব্লিউটিএ ঘুষ দুর্নীতি ওপেন সিক্রেট
জাহাঙ্গীর খান বাবু
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর প্রকৌশলীরা অনিয়ম ও দুর্নীতির নজিরবিহীন ইতিহাস স্থাপন করেছেন। অভিযুক্ত প্রকৌশলীরাই আবার দ্রুত পদোন্নতি বাগিয়ে নিচ্ছেন। এনিয়ে সৎ ও যোগ্য নেতাদের মাঝে হতাশা বিরাজ করছে। দৈনিক জনতার অনুসন্ধানে এমনটাই উঠে এসেছে। অনুসন্ধানে জানা গেছে, বিআইডব্লিউটিএ’র ড্রেজিং বিভাগের প্রধান প্রকৌশলী রকিবুল ইসলাম তালুকদার রোকন। টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় বাড়ি। এই কর্মকর্তা পারিবারিকভাবে বিএনপির রাজনীতির সাথে যুক্ত। ছাত্রজীবনে রাজশাহী ইঞ্জিনিয়ারিং কলেজে ১৯৮৯-৯০ সালে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রচার সম্পাদক ছিলেন। এই কর্মকর্তা বর্তমানে নিজেকে আওয়ামী লীগের কর্মী দাবি করে বেপরোয়া দুর্নীতির মাধ্যমে শত কোটি টাকার মালিক বনে গেছেন। এই কর্মকর্তার স্ত্রীর নামে রাজধানীর শান্তিনগরে আইডিয়াল হোমসের ১১/এ এবং ১১/বি দুটি ফ্ল্যাট রয়েছে। যার বাজার মূল্য ৬ কোটি টাকা। পূর্বাচলের সেক্টর-১৩ রোড নং ১৩ প্লট নং ১/এ পাঁচ কাঠার প্লট। এছাড়া রাজধানীর রাজউকে ৭.৫ পাঁচ কাঠা সাইজের প্লট। গুলশান-১ এ রয়েছে বিলাশবহুল ফ্য¬াট। আর গ্রামের বাড়িতে তৈরি করেছেন রাজকীয় বহুতল ভবন। এই কর্মকর্তার সম্পদের পরিমান শত কোটি টাকার উপরে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ড্রেজার সংগ্রহ প্রকল্পে ধাপে ধাপে দেশি-বিদেশি কোম্পানীর ড্রেজার মেশিন ক্রয়ে সীমাহীন দুর্নীতির মাধ্যমে সরকারী অর্থ লোপাট করেছেন বলে অভিযোগ উঠেছে। অপরদিকে সংস্থাটির তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফরহাদউজ্জামান, নির্বাহী প্রকৌশলী আবু বকর সিদ্দিক, নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম ও নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলামের বিরুদ্ধেও অনিয়ম দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা ঘুষ আদায় ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিআইডব্লিউটিএ’র আরিচা-রাজশাহী গোদাগাড়ী-ভোলাহাট নদীপথ খনন প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান বেসিক ড্রেজিং কোম্পানির কাছ থেকে এই কর্মকর্তা নিজের এবং স্ত্রী ও শাশুড়ির ব্যাংক হিসাবে পে-অর্ডারের মাধ্যমে মোট এক কোটি ২৯ লাখ ৫ হাজার ৯৩৯ টাকা ঘুষ গ্রহণ করেন। এ ঘটনায় অভিযোগপ্রাপ্ত হয়ে প্রাথমিক তদন্ত শেষে দুর্নীতি দমন কমিশনের আদেশক্রমে অভিযুক্তদের নামে ২০১৮ সালের জুন মাসের ৪ তারিখে মতিঝিল থানায় বিআইডব্লিউটিএ’র বেসিক ড্রেজিং কোম্পানির অর্থ ও হিসাব শাখার সচিব কাম সহকারী মহাব্যবস্থাপক গাজী মো. জাহাঙ্গীর হোসেন দণ্ডবিধির ১৬১/১৬৫ (ক) ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা দীর্ঘ ১২ বছর তদন্ত করে ওই কর্মকর্তা ও তাদের স্ত্রীসহ অপরাধে সংশ্লিষ্ট আত্মীয়দের নামে ২০১৯ সালে জুলাই মাসের ২৩ তারিখে আদালতে চার্জশীট দাখিল করে। তবে এরই ফাঁকে অর্থাৎ ২০১৫ সালে পদোন্নতি বাগিয়ে নেয় এই ৪ কর্মকর্তা। প্রকৃত তথ্য গোপন করে পদোন্নতি দেয়া বা নেয়া উভয়ই অপরাধ। কারণ সরকারি কর্মচারী কর্মকর্তাদের নামে অভিযোগ থাকলে বা মামলা হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে সাময়িক বরখাস্ত করার কথা রয়েছে। এ সময় ওই কর্মকর্তা বেতন-ভাতাসহ খোরপোষ প্রাপ্ত হলেও পদোন্নতিসহ অন্যান্য সুবিধা প্রাপ্তিতে নিষিদ্ধ থাকেন। কিন্তু অভিযুক্তরা তথ্য গোপন করে দুদকের মামলা চলাকালীন সময়ে ৩ দফায় উচ্চতর পদোন্নতি নিয়েছেন। অভিযুক্ত এ এইচ এম ফরহাদউজ্জামান নির্বাহী প্রকৌশলী থেকে ৩ ধাপে পদোন্নতি নিয়ে বর্তমানে অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে দায়িত্ব পালন করছেন। আবু বক্কর সিদ্দিক উপ-সহকারী প্রকৌশলী হতে দুই দফা পদোন্নতি নিয়ে বর্তমানে নির্বাহী প্রকৌশলী হিসাবে বরিশাল-চট্টগ্রাম বিভাগে ডেজিং কাজে কর্মরত রয়েছেন।
এছাড়াও অভিযুক্ত মো. জহিরুল ইসলাম দুর্নীতি মামলার তথ্য গোপন করে উপ-সহকারী প্রকৌশলী হতে দুই দফা পদোন্নতি নিয়ে বর্তমানে নির্বাহী প্রকৌশলী হিসেবে আরিচা ডিভিশনে প্রকৌশল বিভাগে কর্মরত। তবে এ কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে বিআইডব্লিউটিএ’র সচিব কাজী ওয়াকিল নেওয়াজ ও পদোন্নতি কমিটির সদস্যরা কোটি টাকা উৎকোচ হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠে। অভিযোগের বিষয়ে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফার সাথে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ