ঢাকা , শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫ , ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
প্রতি বছরই সরকারি খাতে ঋণের পরিমাণ বাড়ছে আয়নাঘর : জীবিতদের প্রতিদিনের জন্য ১ লাখ, নিহতদের ১০ কোটি টাকা দিতে লিগ্যাল নোটিশ ২৬ বাংলাদেশিকে মালয়েশিয়ায় প্রবেশে বাধা ডেঙ্গুতে ৩ মৃত্যু হাসপাতালে ভর্তি ৪০৮ ছাত্র-জনতার আকাক্সক্ষার পূর্ণ প্রতিফলন ঘটেনি -শিবির সরকারের ১২ মাসে ১২ সাফল্যের কথা জানালেন প্রেসসচিব অন্তর্বর্তী সরকার মানুষের প্রত্যাশা পূরণে হতাশ করেছে: আসক উত্তর বা দক্ষিণপন্থি নয়, বিএনপি মধ্যপন্থি দল-সালাহউদ্দিন ঢাকায় ফ্লাইট রেস্ট্রিকশন জোনে ৫২৫ উঁচু ভবন রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম পুনর্বিবেচনার রায় পিছিয়েছে কুয়াকাটা সৈকতে ভেসে এলো নিমজ্জিত ট্রলারসহ নিখোঁজ জেলের লাশ রাজনৈতিক প্রতিপক্ষ কর্নেল আজাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার তিন ইউনিয়ন যাচ্ছে অন্য আসনে, প্রতিবাদে সড়ক অবরোধ টিকিট সিন্ডিকেটে জড়িত এজেন্সির লাইসেন্স বাতিল দাবি পাবিপ্রবি ছাত্রলীগের ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা মোহাম্মদপুরে সেনা অভিযানে ককটেল ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৪ সাগর পাড়েও জন্ম নেয় ইতিহাস শেরপুরে যাত্রীবাহী বাস পুকুরে শিশু নিহত, আহত ১৫ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনে আসছে বড় পরিবর্তন উত্তরা-তুরাগে নীরবে চলছে দখলবাজি ও চাঁদাবাজি

ডেঙ্গুতে ৩ মৃত্যু হাসপাতালে ভর্তি ৪০৮

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৫ ০৮:১৭:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৫ ০৮:১৭:৩২ অপরাহ্ন
ডেঙ্গুতে ৩ মৃত্যু হাসপাতালে  ভর্তি ৪০৮
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে ৪০৮ জন নতুন ডেঙ্গুরোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গুরোগীদের মধ্যে: বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৩ জন; চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৮ জন; ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৯ জন; ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৭ জন; ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৭ জন; খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৭ জন; ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৫ জন; রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫২ জন; রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭ জন; সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩ জন রোগী রয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩৩৮ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ২১ হাজার ৭৯৯ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২০২৫ সালের ৭ আগস্ট পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ২২০ জন। এর মধ্যে ৫৮ দশমিক ৮ শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক ২ শতাংশ নারী। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ হারানো তিনজনের মধ্যে একজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের এবং দুইজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৯৫ জনের। উল্লেখ্য, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট এক লাখ ১ হাজার ২১৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হন এবং মারা যান ৫৭৫ জন। এর আগের বছর, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয় এবং হাসপাতালে ভর্তি হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স