ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
এস এইচ কে এস সি শিক্ষার্থীদের ‘হ্যাপি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত করদাতার ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টির শঙ্কা নারায়ণগঞ্জে গুলি করে কুপিয়ে ছিনতাই ভিডিও ভাইরাল গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নেই- দুদু কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু অর্থনীতিতে অশনি সংকেত শত শত কারখানা বন্ধ এপিবিএন অধিনায়কের প্রত্যাহারচাওয়া নিয়ে তোলপাড় নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি শাহজাহানপুরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২ গণপরিবহনে সংরক্ষিত হচ্ছে না যাত্রীদের অধিকার জাবি শিক্ষক জান্নাতুল ফেরদৌসের দাফন সম্পন্ন জাকসুর ফল প্রকাশে বিলম্ব ক্ষোভ বাড়ছে শিক্ষার্থীদের ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন হবে-প্রেস সচিব বিচারপতি ড. আখতারুজ্জামানের পদত্যাগ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি তিনজন কারাগারে সরকারি মাধ্যমিক শিক্ষকদের প্রবেশ পদ ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবি রোড বেল্ট ইনিশিয়েটিভ এক্সিবিশনে যৌথ সক্ষমতা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে-বাণিজ্য উপদেষ্টা স্বস্তি নেই সবজির দামে নিত্যপণ্যের দাম চড়া রাজনীতিতে নতুন সমীকরণ বিশ্বকাপের টিকেট না পাওয়ায় বরখাস্ত হলো ভেনেজুয়েলা ও পেরুর কোচ

দাবানলের মতো ছড়াচ্ছে অনলাইনে প্রতারিতের সংখ্যা

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৪ ১২:৫৭:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৪ ১২:৫৭:৪০ অপরাহ্ন
দাবানলের মতো ছড়াচ্ছে অনলাইনে প্রতারিতের সংখ্যা দাবানলের মতো ছড়াচ্ছে অনলাইনে প্রতারিতের সংখ্যা
আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও ডিজিটাল-প্রযুক্তি ক্রমেই জনপ্রিয় হচ্ছেএই প্রযুক্তি কল্যাণের কারণে মানুষের জীবনযাত্রাতেও যোগ হচ্ছে নতুন নতুন মাত্রাআর এই উন্নয়নের সুযোগে অনলাইনে প্রতারণার পরিমাণও দিনেদিনে বেড়েই চলেছেপ্রতিনিয়তই প্রতারিত হচ্ছে হাজারো মানুষদেশের মানুষের প্রতারণার ফাঁদে পা দিয়ে সব কিছু খুইয়ে সর্বস্বান্ত হওয়ার হওয়ার ঘটনা নতুন কিছুই নয়যুবক, ডেসটিনি কিংবা ইভ্যালির মতো ঘটনা সংবাদমাধ্যমের কল্যাণে আলোচিত হলেও সচেতনতার অভাবে বারবার প্রতারিত হওয়ার ঘটনা কমেনিবর্তমানে ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের প্রয়োজনে অনলাইনে নিয়মিত আর্থিক লেনদেন করেন দেশের অধিকাংশ মানুষআর এই সুযোগে সাইবার অপরাধীরা ফিশিং ওয়েবসাইট, ভুয়া বিজ্ঞাপন প্রদর্শনসহ বিভিন্ন কৌশলে ব্যবহারকারীদের কাছ থেকে প্রতিনিয়তই চুরি করছে বিভিন্ন মূল্যবান তথ্যএমনকি দেখা যায় কখনো কখনো ব্যক্তিগত তথ্য চুরি করে পরে উক্ত ভুক্তভোগীকে ব্লাকমেইলের মাধ্যমে অর্থ দাবি করছেঅন্যদিকে দেখা যায় বর্তমানে দেশের প্রেক্ষাপটে ই-কমার্স ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছেএতে করে গ্রাহক যখন যা কিছু দরকার তখন তা খুব সহজেই অনলাইন থেকে কিনতে পারেফলে রোদ কিংবা ভিড়ের মধ্যে বাজারে গিয়ে কেনাকাটা করা থেকে অনলাইনে কেনাকাটা করাতেই অধিকাংশ মানুষ সাচ্ছন্দবোধ করে থাকেকিন্তু যে হারে ই-কমার্স বেড়ে চলেছে, সে হারে বাড়ছে না নজরদারিফলে অনলাইনে শপিংয়ের সুযোগ বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে গ্রাহকদের প্রতারিত হওয়ার ঘটনাওসাধারণত অনলাইনে সরাসরি পণ্য যাচাই-বাছাই করার সুযোগ না থাকায়, কিছু অসাধু ব্যবসায়ী ভোক্তার অর্ডারকৃত পণ্য পণ্য সরবরাহ না করে, ভুয়া পণ্য কিংবা মানহীন পণ্য সরবরাহসহ বিভিন্ন ধরনের প্রতারণার আশ্রয় নিয়ে থাকেফলে অনেকেই অনলাইনে কেনাকাটা করতে গিয়ে বিভিন্ন ভাবে প্রতারিত হচ্ছেনবিশেষজ্ঞরা মনে করেন এমন অনলাইন প্রতারণা থেকে বাঁচার জন্য প্রতিষ্ঠিত অনলাইন পেইজ না হলে অগ্রিম পেমেন্ট করা থেকে বিরত থাকতে হবেপোশাকের ডিজাইন একই হলেও তার কাঁচামালে অনেক পার্থক্য থাকতে পারে পাশাপাশি কসমেটিক্স, ঘড়ি ইত্যাদি ভালো ব্রান্ডের জিনিসের নকল বাজারে ছড়াছড়ি তাই যেসব ওয়েবসাইট বা ফেসবুক পেইজ ক্রেতার কাছ থেকে অগ্রিম টাকা আবদার করেন, সেখান থেকে পণ্য কেনার ক্ষেত্রে সতর্ক থাকতে হবেসম্প্রতি সময়ে যোগাযোগের অন্যতম মাধ্যম হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রতারণার শিকার হওয়ার সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছেদেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে প্রতারকরা প্রতারণা করে যাচ্ছে কিন্তু প্রতারকরা অন্য দেশে অবস্থান করে প্রতারণা করার ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তেমন কিছুই করতে পারছেনাপ্রথমে প্রতারকরা বিভিন্ন ব্যবহারকারীকে খুদে বার্তা পাঠিয়ে চাকরির প্রলোভন দিচ্ছেপরবর্তীতে বার্তার উত্তর দিলে বিভিন্ন চটকদার অফার দিয়ে ফি হিসেবে অল্প পরিমাণ অর্থ চাওয়া হচ্ছেব্যবহারকারী প্রতারককে অর্থ প্রদান করলেই তারা ব্যবহারকারীকে ব্লক করে দিচ্ছেপুলিশ বলছে, ‘এই ধরনের চক্রের সদস্যরা সাধারণত প্রথমে অল্প পরিমাণ অর্থ (১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত) দিয়ে মানুষের মনে বিশ্বাস স্থাপন করেপরে বড় অঙ্ক পাঠালে সুদসহ আরও বেশি টাকা ফেরত দেবে, এমন প্রলোভন দেখিয়ে তারা মূলত ওই অর্থটা হাতিয়ে নেয়ডিবি পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সাইফুর রহমান আজাদ বলেন, ‘আগে থেকে নিবন্ধন করা হয়েছে এমন সিম থেকেই টেক্সট পাঠায় এই প্রতারক চক্রএ বছরেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই হোয়াটসঅ্যাপ প্রতারণার সাথে জড়িত থাকার অপরাধে এক ডজনেরও বেশী প্রতারককে আইনের আওতায় নিয়েছেএর মধ্যে গত বছর ২৫ নভেম্বর একদিনেই একজন চীনা নাগরিক সহ ঋণ কেলেঙ্কারিতে জড়িত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়এ বিষয়ে জানতে চাইলে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলভিত্তিক টেলিযোগাযোগ গবেষণা প্রতিষ্ঠান লার্ন এশিয়ার জ্যেষ্ঠ পলিসি ফেলো আবু সাঈদ খান বলেন, ‘এখানে যেটা ঘটছে সেটি সবচেয়ে পুরনো অপরাধগুলোর একটা, এটা হলো প্রতারণাআগেও বিভিন্ন রকমের প্রতারণার ঘটনা ছিল, এখনো আছেযে মানুষগুলো এর শিকার হয়েছেন, তারা মূলত লোভে পড়েই এই ফাঁদে পা দিয়েছেনআপনাকে তো বুঝতে হবে যে এত সহজে আয় করা সম্ভব নাএত সহজে যে আপনাকে টাকা দেবে বলছে সে তো অবশ্যই সৎ নয়, সে কাজও সৎ নয়ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের সহকারী কমিশনার (এডিসি) জুনায়েদ আলম সরকার বলেন, ‘এই ধরনের মেসেজ ফোনে, হোয়াটসঅ্যাপে আসেঅনেক সময় বিদেশি নম্বর থেকে আসেআমরা এখন পর্যন্ত তদন্তে জেনেছি যে, মূলত চীন ও নাইজেরিয়ার কয়েকটি স্ক্যামার চক্র এর সঙ্গে জড়িতকোনো ক্ষেত্রে হয়তো ভারতীয় কিছু নাগরিকও জড়িততারাই বাংলাদেশি লোকজনকে ব্যবহার করে এটা করেএটা একটা সংঘবদ্ধ চক্রতারা বিভিন্ন মাধ্যমে টাকাটা বিদেশে নেয়এর একটি বড় মাধ্যম হলো ক্রিপ্টোকারেন্সিতিনি আরও বলেন, ‘চক্রগুলো সাধারণত প্রথমে অল্প পরিমাণ টাকা দিয়ে মানুষের মনে বিশ্বাস স্থাপন করেপরে বড় অঙ্ক পাঠালে তারা সুদসহ আরও বেশি টাকা ফেরত দেবে, এমন প্রলোভন দেখিয়ে মূলত ওই অর্থটা হাতিয়ে নেয়এরপর তারা নিরুদ্দেশ হয়ে যায়তাদের সঙ্গে আর কোনো যোগাযোগ করতে পারে না ভুক্তভোগীরাএমতাবস্থায় বিশেষজ্ঞরা মনে করেন, অনলাইনে চাকরি দেওয়ার এ প্রতারণা থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে নিজস্ব সচেতনতাঅনলাইনে বা ইনবক্সে লোভনীয় চাকরির অফার দেখলে সেটাকে আগে যাচাই-বাছাই করা খুবই জরুরিঅনলাইনে বা ইনবক্সে লোভনীয় চাকরির অফার দেখলে সেটাকে আগে যাচাই-বাছাই করা খুবই জরুরিতাহলে প্রতারণার সংখ্যা অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব হবে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স