ঢাকা , শনিবার, ০৯ অগাস্ট ২০২৫ , ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে নোয়াবের উদ্বেগ গ্রহণ করলেও দায়ী নয় বলছে অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে নোয়াবের উদ্বেগ বড় বড় অনুষ্ঠানে নারীদের যথাযথ জায়গা দেওয়া হয় না-প্রাণিসম্পদ উপদেষ্টা দেশের রাজনীতিতে পরিবর্তনের বড় সুযোগ তৈরি হয়েছে-আলী রীয়াজ বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্র গড়ে তোলার প্রত্যাশা তারেক রহমানের আন্দোলন ঠেকিয়েও সমালোচিত সরকার শ্রম আইন সংশোধনসহ পোশাক শ্রমিক সংহতির ১১ দাবি তুহিনকে এভাবে হত্যা করবে এটা ভাবতেও পারছি না-নিহত সাংবাদিকের বাবা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৯০ জন নির্বাচনই সংস্কার সম্পন্ন করার শান্তিপূর্ণ পথ-সাকি প্রাথমিক শিক্ষকরা পাচ্ছেন ১১তম গ্রেড, বেতন বাড়বে কর্মকর্তাদেরও ন্যায্য ও বাসযোগ্য শহর গড়তে সবাইকে একসাথে কাজ করতে হবে-ডিএনসিসি প্রশাসক ভোটার হওয়ার জন্য অর্ধলক্ষ প্রবাসীর আবেদন শক্তিশালী জোট গঠনে তৎপর জামায়াত হানিট্র্যাপের ঘটনা ভিডিও করাই কাল হয়েছে সাংবাদিক তুহিনের শেখ হাসিনাসহ ৫৭ জনের বিচার চলতি বছরেই যশোরে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক আ’লীগ ও ভারতের জন্য বাংলাদেশে দাঙ্গা প্রয়োজনÑ গয়েশ্বর গাজীপুরে ট্রাভেল ব্যাগ থেকে অজ্ঞাত যুবকের খণ্ডিত লাশ উদ্ধার হোমিওপ্যাথি ওষুধ বিক্রির আড়ালে মাদক ব্যবসা গ্রেফতার ১

দেশের রাজনীতিতে পরিবর্তনের বড় সুযোগ তৈরি হয়েছে-আলী রীয়াজ

  • আপলোড সময় : ০৯-০৮-২০২৫ ০২:৫৯:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৫ ০২:৫৯:৫৯ অপরাহ্ন
দেশের রাজনীতিতে পরিবর্তনের বড় সুযোগ তৈরি হয়েছে-আলী রীয়াজ
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে সংবিধান সংস্কার কমিশন থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব দেওয়া হয়েছিল। এর মধ্যে কয়েকটি বিষয়ে ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। 
তিনি বলেন, কেবল রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনলেই চলবে না। জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ কিছু কমিটিতে বিরোধীদলীয় প্রতিনিধিদের সভাপতিত্ব নিশ্চিত করা হলে নির্বাহী বিভাগের ক্ষমতার ওপর কার্যকর ‘চেক অ্যান্ড ব্যালেন্স’ প্রতিষ্ঠা সম্ভব। এছাড়া প্রধানমন্ত্রী পদের মেয়াদ ১০ বছরে সীমিত করার বিষয়েও ঐকমত্য হয়েছে।
অধিকাংশ রাজনৈতিক দল চায় না, প্রধানমন্ত্রী একইসঙ্গে দলীয় প্রধান থাকুক। এই অবস্থান বাস্তবায়িত হলে ক্ষমতার এককেন্দ্রীকরণ রোধ করা সম্ভব হবে বলে মনে করেন অধ্যাপক রীয়াজ। 
তিনি বলেন, কেবল সাংবিধানিক কাঠামো পরিবর্তন করলেই হবে না; বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে পরিবর্তনের একটি বড় রকমের সুযোগ তৈরি হয়েছে।
স্থানীয় সরকার ব্যবস্থায় সংসদ সদস্যদের অনধিকার হস্তক্ষেপ প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় সংসদের সদস্যদের স্থানীয় সরকার কার্যক্রমে জড়িত থাকার কোনো আইনগত ভিত্তি নেই। এ বিষয়ে আদালতের রায়ও রয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রাথমিক পর্যায়ের আলোচনায় ৬২টি বিষয়ে যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে, তার মধ্যে স্থানীয় সরকার ব্যবস্থায় সংসদ সদস্যদের প্রভাব নিয়ন্ত্রণের সুস্পষ্ট প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে।
জাতীয় সনদ চূড়ান্তকরণের সময় যেসব বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ রয়েছে, সেগুলোর ভবিষ্যৎ কী-এমন প্রশ্নে অধ্যাপক রীয়াজ বলেন, এ ক্ষেত্রে বৈশ্বিক অভিজ্ঞতা ও বাস্তব প্রক্রিয়া বিবেচনায় বিশেষজ্ঞদের মতামত নেওয়া হবে। পাশাপাশি যেখানে অধিকাংশ রাজনৈতিক দল একমত, তা গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া উচিত।
কিছু রাজনৈতিক দল জাতীয় সনদকে ভিত্তি করে আগামী জাতীয় নির্বাচনের কথা বললেও, কমিশনের কাজ নির্বাচন নয় বলে পরিষ্কার করেন অধ্যাপক রীয়াজ। 
তিনি বলেন, ঐকমত্য কমিশনের কাজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে একটি জাতীয় সনদ প্রণয়ন করা। এই সনদ বাস্তবায়নের জন্য কমিশন পর্যায়ক্রমে রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করবে। তবে এসব আলোচনা দীর্ঘস্থায়ী হবে না।
এ সময় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য বিচারপতি মো.এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
উল্লেখ্য, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য প্রতিষ্ঠার প্রাথমিক আলোচনায় ৬২টি বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছে। দ্বিতীয় পর্যায়ের আলোচনায় ২০টি বিষয়ের মধ্যে ১১টি বিষয়ে কোনো ভিন্নমত ছিল না; বাকি নয়টি বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’সহ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ