ঢাকা , রবিবার, ১০ অগাস্ট ২০২৫ , ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
টিসিবির পণ্য বিক্রি শুরু হচ্ছে আজ থেকে নিখোঁজ ক্রিকেটারের লাশ কুশিয়ারা নদী থেকে উদ্ধার রাজধানীর সবুজবাগে ৩ ছিনতাইকারী আটক মহাখালীতে প্রাইভেটকারে আগুন নিহত ২ মেট্রোরেলকে ঘিরে ব্যাটারিচালিত অটো রিকশার বিশাল সিন্ডিকেট জুলাই সনদের আইনিভিত্তি সুরাহা করতে হবে -এবি পার্টি জোয়ারের পানিতে দিনে দু‘বার ভাসছে মোরেলগঞ্জ পৌর শহর হলে ‘প্রকাশ্য ও গুপ্ত’ রাজনীতি নিষিদ্ধের ঘোষণা নিয়ে প্রশ্ন আন্দোলনের মুখে ঢাবি হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ বরগুনায় ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু, এপর্যন্ত প্রাণহানি ৪১ ডেঙ্গুতে ৩ মৃত্যু হাসপাতালে ভর্তি ৩২৫ লোকসানে চলা বন্দর বন্ধ করে দেওয়া হবে-নৌপরিবহন উপদেষ্টা ভ্যাট আদায়ের লক্ষ্যমাত্রা বাড়িয়েছে সরকার আমতলীতে ওপেন হাউজ ডে সভা অনুষ্ঠিত আমতলীতে সাংবাদিক তুহিন হত্যায় আমতলীতে তীব্র নিন্দা ও প্রতিবাদ পোশায় সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ফরিদপুরে তরুণীর লাশ উদ্ধার ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি নাছির আটক গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে নোয়াবের উদ্বেগ গ্রহণ করলেও দায়ী নয় বলছে অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে নোয়াবের উদ্বেগ

ডেঙ্গুতে ৩ মৃত্যু হাসপাতালে ভর্তি ৩২৫

  • আপলোড সময় : ১০-০৮-২০২৫ ১০:০৬:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৫ ১০:০৬:০২ পূর্বাহ্ন
ডেঙ্গুতে ৩ মৃত্যু হাসপাতালে ভর্তি ৩২৫
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া একই সময়ে সারাদেশে ৩২৫ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৬ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬২ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ছয় জন এবং রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪১ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় ৩০৬ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। চলতি বছরে এ যাবত মোট ২২ হাজার ৩০৪ রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। চলতি বছরের ৯ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২৩ হাজার ৭৩৫ জন। এর মধ্যে ৫৮ দশমিক সাত শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক তিন শতাংশ নারী রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজন মারা গেছেন। চলতি বছরে এ যাবত ডেঙ্গুতে মোট ৯৮ জনের মৃত্যু হয়। মৃত তিনজনের মধ্যে বরিশাল বিভাগের একজন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে দুইজন রয়েছেন। ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স