ঢাকা , রবিবার, ১০ অগাস্ট ২০২৫ , ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
টিসিবির পণ্য বিক্রি শুরু হচ্ছে আজ থেকে নিখোঁজ ক্রিকেটারের লাশ কুশিয়ারা নদী থেকে উদ্ধার রাজধানীর সবুজবাগে ৩ ছিনতাইকারী আটক মহাখালীতে প্রাইভেটকারে আগুন নিহত ২ মেট্রোরেলকে ঘিরে ব্যাটারিচালিত অটো রিকশার বিশাল সিন্ডিকেট জুলাই সনদের আইনিভিত্তি সুরাহা করতে হবে -এবি পার্টি জোয়ারের পানিতে দিনে দু‘বার ভাসছে মোরেলগঞ্জ পৌর শহর হলে ‘প্রকাশ্য ও গুপ্ত’ রাজনীতি নিষিদ্ধের ঘোষণা নিয়ে প্রশ্ন আন্দোলনের মুখে ঢাবি হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ বরগুনায় ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু, এপর্যন্ত প্রাণহানি ৪১ ডেঙ্গুতে ৩ মৃত্যু হাসপাতালে ভর্তি ৩২৫ লোকসানে চলা বন্দর বন্ধ করে দেওয়া হবে-নৌপরিবহন উপদেষ্টা ভ্যাট আদায়ের লক্ষ্যমাত্রা বাড়িয়েছে সরকার আমতলীতে ওপেন হাউজ ডে সভা অনুষ্ঠিত আমতলীতে সাংবাদিক তুহিন হত্যায় আমতলীতে তীব্র নিন্দা ও প্রতিবাদ পোশায় সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ফরিদপুরে তরুণীর লাশ উদ্ধার ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি নাছির আটক গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে নোয়াবের উদ্বেগ গ্রহণ করলেও দায়ী নয় বলছে অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে নোয়াবের উদ্বেগ

বরগুনায় ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু, এপর্যন্ত প্রাণহানি ৪১

  • আপলোড সময় : ১০-০৮-২০২৫ ১০:০৬:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৫ ১০:০৬:৪৬ পূর্বাহ্ন
বরগুনায় ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু, এপর্যন্ত প্রাণহানি ৪১
বরগুনা প্রতিনিধি বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আলেয়া (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। চলতি বছর এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪১ জনে। গত শুক্রবার বেলা ১১টার দিকে বরগুনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত আলেয়া বেগম বরগুনা সদর উপজেলার ৪ নম্বর কেওড়াবুনিয়া ইউনিয়নের লতাবাড়িয়া গ্রামের বাসিন্দা নূর মোহাম্মদের স্ত্রী। এদিকে, ডেঙ্গুতে জেলায় নতুন আক্রান্তের সংখ্যা ৪৫ জন। গতকাল শনিবার বরগুনা সিভিল সার্জন অফিসের সবশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধু বরগুনা সদর হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ২৪ জন। জেলার বিভিন্ন হাসপাতালে আরও ভর্তি হয়েছেন ২১ জন। এর মধ্যে আমতলী ৩, তালতলী ৩, পাথরঘাটায় ৫, বেতাগী ৭, এবং বামনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৩ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ১১৭ জন। এ বছর জেলায় এখন পর্যন্ত ৫ হাজার ২৬৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ১৫০ জন। এ ছাড়া বরগুনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ৭ জন আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বরগুনার বাইরে চিকিৎসা নিয়ে মারা গেছেন আরও ৩৪ জন। এ নিয়ে বরগুনায় মোট মৃত্যুর সংখ্যা ৪১ জন। বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, বরগুনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীর সংখ্যা অনেকটা কমে এসেছে। তবে গত শুক্রবার একজন এখানে মারা গেছেন। আমরা আশা রাখি, অতি দ্রুত এই মহামারি ডেঙ্গু থেকে রক্ষা পাবো।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য