ঢাকা , রবিবার, ১০ অগাস্ট ২০২৫ , ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
তিস্তায় ফের পানি বৃদ্ধি খুলে দেয়া হয়েছে ৪৪টি জলকপাট তালতলীতে নৌবাহিনীর অভিযান ৪ কেজি গাঁজাসহ আটক ২ ১৬ বছরে একদিনও আসেননি কলেজে ফের নিয়োগ পাচ্ছেন বরখাস্ত হওয়া ৩ শিক্ষক দক্ষিণ চট্টগ্রামে পাহাড়ে পেয়ারার বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি আদমদীঘিতে ৪০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার নাঙ্গলকোটে সাবেক মেম্বারের ফাঁসির দাবিতে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ২ ডায়াগনস্টিক সেন্টার সীলগালা করলো ভ্রাম্যমাণ আদালত ময়মনসিংহে বন বিভাগের ৩০ একর জমি জবরদখল ব্রাহ্মণবাড়িয়ায়-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী চিকিৎসক নাজমুল হুদা বিপ্লবের মতবিনিময় মীরসরাইয়ে ড্রাম ট্রাকে লরির ধাক্কায় হেলপার নিহত কানাডায় পাঠানোর নাম করে ১ কোটি ৩ লাখ টাকার প্রতারণা সাতক্ষীরার সীমান্ত থেকে প্রায় ৬ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ বরগুনার বামনায় ভূমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন ঠাকুরগাঁওয়ে ২ শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ নৈশ্যপ্রহরীর বিরুদ্ধে জালে মিলছে না আশানুরূপ মাছ ঋণ ও দাদনে দিশেহারা জেলেরা পল্লবী থানা হেফাজতে মৃত্যু এসআই জাহিদসহ ৩ জনের আপিলের রায় আজ নির্বাচনে অংশ নেয়ায় ক্ষমা চাইলেন জাপা মহাসচিব পুলিশ কিন্তু এখনও ট্রমাটাইজ-জিএমপি কমিশনার জড়িত থাকার কথা স্বীকার করেছে সেই স্বাধীন- র‌্যাব গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় গ্রেফতার আরও ২
তুরাগে যাত্রীরা জিম্মি ও অসহায়

মেট্রোরেলকে ঘিরে ব্যাটারিচালিত অটো রিকশার বিশাল সিন্ডিকেট

  • আপলোড সময় : ১০-০৮-২০২৫ ১১:৫৫:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৫ ১১:৫৫:০০ পূর্বাহ্ন
মেট্রোরেলকে ঘিরে ব্যাটারিচালিত অটো রিকশার বিশাল সিন্ডিকেট
তুরাগ থেকে মনির হোসেন জীবন রাজধানীর তুরাগের মেট্রোরেলের দু’টি স্টেশনকে ঘিরে ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের গড়ে ওঠা শক্তিশালী সিন্ডিকেটের হাতে ট্রেন যাত্রীরা জিম্মি ও অসহায় হয়ে পড়েছে। ফলে উত্তরা ও তুরাগ এলাকায় মহাসড়ক ও সড়কে রাত দিন তারা দাপিয়ে বেড়াচ্ছে। এদের হাতে সাধারণ মানুষ, পথচারী ও যাত্রীরা বলতে গেলে অনেকটাই জিম্মি হয়ে পড়েছেন। খোঁজ নিয়ে জানা যায়, রাজধানী মুখী সর্বস্তরের মানুষের একটাই ভরসা ব্যাটারিচালিত অটোরিকশা। তার মধ্যে বিশেষ করে তুরাগের বেরিবাঁধ সড়ক কামারপাড়া, আব্দুল্লাহপুর, ধড়র মোড়, স্লুইসগেট, আজমপুর, রাজলক্ষ্মী, জসিমউদদীন রোড, বিমানবন্দর, হাউজ বিল্ডিং, ১১ নং সেক্টর চৌরাস্তা, ১২ নং সেক্টর খালপাড়, নলভোগ, নয়ানগর, চন্ডাল ভোগ, রানাভোলা, সাভারের আশুলিয়া, বিরুলিয়া, খাগান, আক্রান, চারাবাগসহ প্রতিদিন কয়েক লাখ মানুষ অটোরিকশায় করে মেট্রোরেলে চড়ে আসা যাওয়া করে । অথচ এই ব্যাটারি চালিত বাহনটিই এখন অনেকের জন্য চরম ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছে বলে যাত্রীদের কাছ থেকে অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে, বাইরের রিকশাগুলোকে ঢুকতে না দেওয়া, জোর করে যাত্রী নামিয়ে নেওয়া, মারধর, হুমকি আর গলাকাটা ভাড়ায় যাত্রী পরিবহন-এসব পাল্লা দিয়ে চলছে প্রশাসনের নাকের ডগায়। এমনকি পুলিশ বক্সের সামনেই ঘটছে এসব ঘটনা, কিন্তু কেউ যেন কিছু দেখেও দেখেন না। কেউ কেউ দেখেও না দেখার বান করছে। গতকাল শনিবার দুপুরে মেট্রোরেল উত্তরা উত্তর ও উত্তরা সেন্টার স্টেশন পরিদর্শন কালে এসব চিত্র দেখা যায়। একটি নির্ভরযোগ্য সূত্র জানান, অনেক সময় বাইরের রিকশা চালক ও যাত্রীদেরকে উত্তরা এলাকার ৪-৫ জন ব্যাটারি রিকশাচালক তার রিকশার পথরোধ করে রিকশা থেকে জোর করে নামিয়ে দেয়। এক্ষেত্রে কোনো রিকসা চালক যদি তাদের প্রতিবাদ করে তাহলে তাকে মারধর, হুমকিসহ রাস্তা ঘাটে নাজেহাল করা হয়। অনেক সময় রাস্তায় চলার পথে রিকশার চাবি টেনে নেওয়া, ক্যাবল ছিঁড়ে দিতেও দেখা যায়। অথচ পাশেই রয়েছে ট্রাফিক পুলিশ বক্স। কিন্তু ট্রাফিক পুলিশ এসব দেখেও না দেখার ভান করে ওই স্থান ত্যাগ করে অন্যত্র চলে যায়। সূত্র জানিয়েছে, রাজনৈতিক পটপরিবর্তনের পর রাস্তায় রিকশা চলাচলের কোনো বাধা-নিষেধ ছিল না। কিন্তু ইদানীং এই এলাকার অটোরিকশা চালকরা জোট বেঁধে ও শক্তিশালী সিন্ডিকেট তৈরি করে এসব অপকর্ম চালাচ্ছে। এদের সঙ্গে রয়েছে বেশ কিছু উগ্র রিকশা চালকও। অনেক সময় রাতের বেলায় বেশ কিছু তরুণ-যুবক শিকারের আশায় রাস্তায় অবাধ চলাচক করতে দেখা যায়। সুযোগ পেলে তারা দেশীয় অস্ত্রের ভয় ও মারধর করে ব্যাটারিচালিত অটোরিকশা চুরি- ছিনতাই করে নিয়ে যায় বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন। অপর একটি সূত্র জানিয়েছে, এই চালকদের মধ্যে কেউ কেউ বিভিন্ন মামলার আসামি। আবার কেউ কেউ পতিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের মতাদর্শের। দেশের বিভিন্ন স্থান থেকে পালিয়ে এসে রিকশাচালকের ছদ্মবেশ ধারণ করেছেন কেউ কেউ। নাম প্রকাশ না করার শর্তে একজন যাত্রী বলেন, ওদের চোখের দিকে তাকালেই ভয় লাগে। কোনো কথা বলা যায় না। এরা সরাসরি না যেতে দেওয়ায় একদিকে ভোগান্তি, বারবার পরিবহণ বদল করতে হয়, অন্যদিকে পকেটের টাকা বেশি খরচ হয়। ভুক্তভোগীরা বলেন, বিরুলিয়ার আক্রান্ত মোড় থেকে উত্তরা সেন্টার মেট্রো স্টেশন পর্যন্ত দূরত্ব প্রায় ৭ কিলোমিটার। আগে যেখানে এক বসায় যাওয়া যেত, এখন সিন্ডিকেটের বাধায় পঞ্চবটিতে নেমে অন্য রিকশায় উঠতে হয়। অথচ দুই কিলোমিটারের জন্য জনপ্রতি আদায় করা হয় ২০ টাকা। একটি রিকশায় তোলা হয় ছয়জন করে যাত্রী। আরেক ভুক্তভোগী আলি আহম্মেদ বলেন, সময় বাঁচাতে এই পথে যাতায়াত করি। কিন্তু পথিমধ্যে নামিয়ে দিয়ে নিজের রিকশায় তুলতে বাধ্য করায় আমাদের দুর্ভোগে পড়তে হয়। আমরা টাকা দিচ্ছি ঠিকই, কিন্তু সম্মান পাচ্ছি না। যেন জিম্মি করে ভাড়া আদায় করছে। অন্যদিকে উত্তরা মেট্রো স্টেশনের নিচেও সারি সারি ব্যাটারিচালিত যান দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তারা ইচ্ছামতো ভাড়া নিয়ে যাত্রী পরিবহণ করেন। বাইরের কোনো যানবাহনকে এখান থেকে যাত্রী নিতে দেন না তারা। আফজাল নামে এক রিকশাচালক বলেন, এটা আমাদের এলাকা। এই এলাকায় আমরাই যাত্রী নেব। অন্য এলাকার চালকরা এখানে ঢুকবে কেন। ঢুকলে আমরা বাধা দেবই। এদিকে খোঁজ নিয়ে দেখা গেছে, উত্তরা ও তুরাগ থানা এলাকা ছাড়াও বিভিন্ন মেট্রোরেল স্টেশনের সামনের সড়কগুলো রীতিমতো ব্যাটারিচালিত অটোরিকশার অঘোষিত স্ট্যান্ডে পরিণত হয়েছে। দিনদিন অবৈধ রিকশার সংখ্যা মহাসড়ক ও সড়কগুলোতে অবাধ চলাচল করতে দেখা গেছে। এ ব্যাপারে কারও কোনো মাথা বথা নেই বললেই চলে। এ ব্যাপারে ডিএমপির ট্রাফিক উত্তরা বিভাগের ডিসি আনোয়ার সাঈদ বলেন, তুরাগের বেরিবাঁধ সংলগ্ন পঞ্চবটি বাস স্টপেজের কাছেই ট্রাফিক পুলিশ বক্স রয়েছে। এ বিষয়টি আমার জানা নেই, তবে আমি খোঁজ খবর নিয়ে দেখবো।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ