ঢাকা , বুধবার, ১৩ অগাস্ট ২০২৫ , ২৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’তে যোগ দিচ্ছেন আনা কেলসের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে যা বললেন টেলর সুইফট এবার হত্যার হুমকি পেলেন কমল হাসান বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিলো ঐশ্বরিয়া-অভিষেক জুটি এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘সাইয়ারা’ মার্শাল আর্ট ভিত্তিক সিনেমা নিয়ে আসছেন রুবেল স্ত্রী ও তার প্রেমিকের বিরুদ্ধে মামলা করবেন হিরো আলম ক্ষোভ প্রকাশ করলেন সুনেরাহ এনসিপি নেতার চাঁদাবাজি দেখো আরও পাঁচ লাখ নিতে পারো কি না উত্তরা-তুরাগে হানিট্র্যাপ আতঙ্ক বিশেষজ্ঞ চিকিৎসক ও অর্থসংকটে ব্যাহত হৃদরোগের চিকিৎসা ১২০ বারের মতো পেছালো সাগর রুনির তদন্ত প্রতিবেদন ২৬২ যাত্রীসহ রোমে আটকা বিমানের ঢাকাগামী ফ্লাইট বিমান এয়ারলাইন্সে একের পর এক যান্ত্রিক ত্রুটি, বাড়ছে শঙ্কা জুলাই ঘোষণাপত্র প্রত্যাখ্যান করে ৬০ ছাত্রনেতার বিবৃতি ভোট কাকে দেবেন সিদ্ধান্ত নেননি ৪৮ শতাংশ মানুষ মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীদের প্রতীকী অনশনে পুলিশের বাধা পরিবহন মালিকদের চাপে নতি স্বীকার সরকারের হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু প্রাইভেটকারে দুই লাশ : সিসিটিভি ফুটেজ দেখে যা বলছে পুলিশ

মহাখালীতে প্রাইভেটকারে আগুন নিহত ২

  • আপলোড সময় : ১০-০৮-২০২৫ ১১:৫৭:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৫ ১১:৫৭:০৭ পূর্বাহ্ন
মহাখালীতে প্রাইভেটকারে আগুন নিহত ২
রাজধানীর মহাখালী ফ্লাইওভারের কাছে একটি দ্রুতগামী প্রাইভেটকার সড়ক বিভাজকে ধাক্কা দিলে আগুন লেগে যায়। এতে প্রাইভেটকারে থাকা দুজন নিহত হয়েছেন। তবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। গত শুক্রবার দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সিদ্দিক হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, মহাখালী ফ্লাইওভারে ওঠার আগে সড়ক বিভাজকে সজোরে ধাক্কা লাগার পরেই আগুন ধরে যায় প্রাইভেটকারটিতে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা গাড়িতে থাকা দুজনকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং আরেকজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে একজন রাতেই মারা যান। আরেকজন মারা যান কুর্মিটোলা হাসপালে। কুর্মিটোলায় থাকা ব্যক্তির মরদেহ ঢামেক হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানেই দুজনের ময়নাতদন্ত সম্পন্ন হবে। তিনি আরও বলেন, নিহত দুজনের বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ এর মধ্যে। প্রাইভেটকারে থাকা আরেকজন আহত হয়েছেন। তবে তিনি কোন হাসপাতালে আছেন খুঁজে পাওয়া যায়নি। আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্তের চেষ্টা চলছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, নিহত দুজনের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা আছে। তাদের ময়নাতদন্ত সম্পন্ন হবে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স