ঢাকা , বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

অবকাঠামো নির্মাণ চক্রের কাছে সরকার জিম্মি : শিক্ষামন্ত্রী

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৪ ০১:২৬:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৪ ০১:২৬:১৮ অপরাহ্ন
অবকাঠামো নির্মাণ চক্রের কাছে সরকার জিম্মি : শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল
বিভিন্ন নির্মাণ কাজের অর্ডার নিয়ে জিনিসপত্রের দাম বাড়ার অপেক্ষা করে একটি চক্রএভাবে বাজেটের একটি বড় অংশ এ চক্রের পেছনে খরচ হয়ে যায় বলে অভিযোগ করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলগতকাল রোববার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত এডিপি বাস্তবায়ন এবং চলমান উন্নয়ন কাজের অগ্রগতি ও মূল্যায়নবিষয়ক কর্মশালায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেনআন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মিলনায়তনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়শিক্ষামন্ত্রী বলেন, একসঙ্গে অনেক কাজ নিয়ে বিক্রি করে দেয়, বাস্তবায়ন দীর্ঘায়িত করে, রেট শিডিউল বাড়ানোর জন্য অপেক্ষা করে একটি চক্রতারা সরকারকে জিম্মি করে ফেলছেএ চক্র থেকে আমাদের মুক্তি পেতে হবেতিনি বলেন, কাজের ভ্যারিয়েশন ঠিক রাখা, নতুন চুক্তি করা- এসব করতে গিয়ে বাজেটের একটি বড় অংশ এ চক্রের পেছনে খরচ হয়ে যাচ্ছেএ জায়গাতে শিক্ষা প্রকৌশলের সক্ষমতা ছাড়াও নৈতিকতার বিষয়টিও স্পষ্ট থাকেসে বিষয়ে সচেতন থাকতে হবেএ ধরনের চক্রকে প্রতিহত করে প্রকৃত প্রকৌশলীদের কাজ দেয়ার পক্ষে মত দিয়েছেন তিনিমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন নির্মাণ কাজের অর্ডার নেয়ার অনেক লোক বসে আছেনতাদেরকে আমরা এ কাজে কীভাবে সম্পৃক্ত করতে পারি সে বিষয়ে আমাদের ভাবনার সুযোগ রয়েছেমন্ত্রী বলেন, বিদ্যালয়গুলো শিক্ষা ব্যবস্থার মূল মেরুদণ্ডভবন নির্মাণে শিক্ষা প্রকৌশলীদের দ্রুততার সঙ্গে কাজ করার সুনাম রয়েছেকিছু বিনিয়োগ দৃশ্যমান হয়ভবন দৃশ্যমান শুধু শহরাঞ্চলে নয়, প্রান্তিক পর্যায়েও শিক্ষাকে সুসংহত করার একটি পদক্ষেপদাপ্তরিক কাজের মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রকৌশলীদের মাঠে কাজ করার পরামর্শ দিয়ে তিনি বলেন, ভবন নির্মাণের কার্যক্রমকে সাসটেইনেবল ও গ্রিন বিল্ডিং করা যায় কি না সেদিকে লক্ষ্য রেখে ডিজাইন করার ব্যাপারে প্রকৌশলীদের ভাবতে হবেবিশ্বব্যাপী জলবায়ু বিপর্যয়ের বিষয়টি মাথায় রেখে পরিবেশবান্ধব ভবন নির্মাণ, ক্লাসরুমের ডিজাইন, ফার্নিচারের ডিজাইনে পরিবর্তন আনার ব্যাপারেও তাগিদ দেন তিনিতিনি বলেন, শিক্ষা প্রকৌশল সরাসরিভাবে শিক্ষার সঙ্গে জড়িতশিক্ষা প্রকৌশলের ইঞ্জিনিয়াররাই পরিমিত ব্যয়ের মাধ্যমে ভবন নির্মাণ করে গবেষণায় বিনিয়োগ বাড়াতে সহায়তা করতে পারেনঅনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন মজুমদারএতে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ