রাণীশংকৈল (ঠাকুরগাঁও) থেকে আনোয়ার হোসেন আকাশ
ঠাকুরগাঁও সদর উপজেলার পাহারভাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের নৈশ্যপ্রহরী আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে। গেল বুধবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের পাহারভাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- চিলারং ইউনিয়নের পাহারভাঙ্গা গ্রামের শাহিরুল ইসলামলের ছেলে রবিউল ইসলাম (১৬), সে এবার পাহারভাঙ্গা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। অপরজন একই গ্রামের আমিরুল ইসলামের ছেলে নুর আলম সিদ্দিক (১৪), সে পাহারভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণিতে পড়ছেন। আহত ওই দুই শিক্ষার্থী ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। গত বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিক্ষার্থী রবিউল ইসলাম ও নুর আলম সিদ্দিক অভিযোগ করে বলেন, প্রতিদিনের মত বুধবার বিকেলেও আমরা বন্ধুবান্ধব মিলে পাহারভাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলছিলাম। খেলার মধ্যে ফাউল হওয়াকে কেন্দ্র করে ওই বিদ্যালয়ের নৈশ্যপ্রহরী আবু বক্কর সিদ্দিকের নেতৃত্ব আরও বেশ কয়েকজন মিলে আমাদেরকে বেধরক পেটায়। মারপিটের একপর্যায়ে নৈশ্যপ্রহরী আবু বক্কর সিদ্দিক আমাদের গলা চেপে হত্যার চেষ্টাও করে। এসময় পরিবারের লোকজন দেখতে পেয়ে ঘটনাস্থলে আসলে নৈশ্যপ্রহরী আবু বক্কর সিদ্দিক ও তার লোকজন পালিয়ে যায়।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
