বরগুনা থেকে গোলাম হায়দার স্বপন
বরগুনের বামনা উপজেলার চর্চা ম্যাপভুক্ত রুহিতার চরে সরকারের বন্দোবস্ত দেয়া জমি বেতাগী উপজেলার কিছু ভূমি দস্যুরা জোরপূর্বক দখল করে নিয়েছে। দখল করা জমি দখল মুক্ত করার দাবিতে বৃহস্পতিবার বেলা বারোটার দিকে বামনা গোলচত্বরে মানববন্ধন করেন ভুক্তভোগীরা
মানববন্ধনে বক্তারা বলেন, বিষখালী নদিতে জেগে ওঠা রুহিতাচড়ে ১৯৬৪ সাল থেকে বামনা উপজেলার ১৫০ জনকে বন্দোবস্তু দেন তৎকালীন পাকিস্তান সরকার।
তখন থেকে তারা এই চড়ে বসবাস করে আসছে। তবে সম্প্রতি ওই চরে বেতাগী উপজেলার কিছু ভূমিদস্যূরা জোরপূর্বক দখল করার চেষ্টা করছে। লুট করে নিয়ে যাচ্ছে তাদের জমির ফসল এবং গবাদি পশু। চরের শান্তি ও কৃষকদের নিরাপত্তা রক্ষায় দ্রুত প্রশাসনিক পদক্ষেপের দাবি জানাচ্ছেন ভুক্তভোগীরা। মানববন্ধন শেষে উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেছেন তারা।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
