আদমদীঘি (বগুড়া) থেকে বেনজীর রহমান
আদমদীঘিতে ৪০ পিস ট্যাপেন্টাডলসহ শামসুজ্জামান ওরফে মাসুম (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গত ৬ আগস্ট রাতে আদমদীঘির মুরইল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শামসুজ্জামান ওরফে মাসুম আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির বিনাহালী পশ্চিমপাড়ার আবু জাহিদ মন্ডলের ছেলে।
আদমদীঘি থানা পুলিশ জান্না, গত বুধবার রাতে আদমদীঘি উপজেলার মুরইল বাজার এলাকায় মাদক বেচাকেনা চলছে। এমন সংবাদের ভিক্তিতে পুলিশ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে শামসুজ্জামান ওরফে মাসুমকে আটক করে। এ সময় অপর মাদক কারবারিরা পালিয়ে গেলেও শামসুজ্জামান ওরফে মাসুমের হেফাজত থেকে ৪০ পিস নেশার ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারি শামসুজ্জামান ওরফে মাসুমের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে পরদিন গত বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
