ভালুকা (ময়মনসিংহ) থেকে তমাল কান্তি সরকার
গাজীপুরে প্রকাশ্যে নির্মমভাবে খুন হওয়া সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ময়মনসিংহের ভালুকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকালে ভালুকা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে এ কর্মসূচি পালিত হয়। এ সময় ভালুকা প্রেসক্লাবের সভাপতি এম এ মালেক খান উজ্জ্বলসহ ভালুকা উপজেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা সাংবাদিক তুহিনের হত্যার দ্রুত বিচার ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানান। পাশাপাশি সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানান সংবাদকর্মীরা।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে পাঁচ থেকে ছয়জন দুর্বৃত্ত গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকায় তুহিনকে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে। তিনি দৌড়ে ঈদগাহ মার্কেটের একটি চায়ের দোকানে আশ্রয় নিলেও দুর্বৃত্তরা দোকানে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে ও জবাই করে মৃত্যু নিশ্চিত করে তারা পালিয়ে যায়। পরবর্তীতে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশ, র্যাব ও পিবিআইয়ের যৌথ অভিযানে এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
