কুষ্টিয়া থেকে শরিফ মাহমুদ
কুষ্টিয়ায় জেলা পরিষদ ভবনের দোকান বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সরেজমিনে তদন্ত অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ৬ আগস্ট দুপুরে কুষ্টিয়া জেলা পরিষদ কার্যালয়ে এ অভিযান শুরু হয়।
অভিযানে নেতৃত্ব দেন কুষ্টিয়া জেলা সমন্বিত দুদক কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার। চার সদস্যের একটি টিম নিয়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এ অভিযানে কর্মকর্তারা জেলা পরিষদ ভবনের বরাদ্দকৃত ২৫২টি দোকানসংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখেন এবং প্রাসঙ্গিক তথ্য-উপাত্ত সংগ্রহ করেন।
জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে নির্মিত জেলা পরিষদ ভবনের দোকান বরাদ্দে ব্যাপক অনিয়ম, স্বজনপ্রীতি ও আর্থিক দুর্নীতির অভিযোগ দীর্ঘদিন ধরেই স্থানীয় মহলে আলোচিত ছিল। এসব অভিযোগের ভিত্তিতে দুদক তদন্তে নামে এবং আজ তা সরেজমিনে যাচাই করে। এ বিষয়ে দুদক সহকারী পরিচালক বিজন কুমার সাংবাদিকদের জানান, দোকান বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতেই আজকের এই অভিযান। আমরা প্রাথমিকভাবে কাগজপত্র যাচাই করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছি। পরবর্তী ধাপে এসব নথি মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং সেখান থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। দুদকের এমন তৎপরতায় স্থানীয়দের মাঝে স্বস্তির পাশাপাশি একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থাপনা প্রতিষ্ঠার প্রত্যাশাও দেখা যাচ্ছে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
