সাতক্ষীরা থেকে কালিদাস রায়
গত শনিবার সকালে সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত প্রাথমিক শিক্ষা অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত পরি্িস্থতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাথমিক শিক্ষা অফিসের দ্বিতীয় তলায় একটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ব্যাপক ধোঁয়া দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।
সাতক্ষীরা ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, কম্পিউিটারর আইপিএস এর ব্যাটারীর স্থান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুণ নিয়ন্ত্রণে আনে। আগুনে অনেক কাগজপত্র পুড়ে গেছে মর্মে জানা গেছে। কলারোয়া উপজেলা শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান জানান, গত শনিবার ছুটির দিন ছিল। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি। প্রয়োজনীয় কাগজপত্র অনেক পুড়ে গেছে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
