ঢাকা , সোমবার, ১১ অগাস্ট ২০২৫ , ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ইউরোপের শ্রমবাজারে পিছিয়ে পড়ছে বাংলাদেশ সাড়ে পাঁচ বছরে সড়কে ঝরেছে ৩৭ হাজার প্রাণ সৌদি আরবে মৃত্যু অর্থের অভাবে দেশে লাশ আনতে পরিবারের অপারগতা সুন্দরগঞ্জে ব্যবসায়ী আনারুলের রোষানলে নিঃস্ব এলাকাবাসী রাণীশংকৈল প্রেসক্লাব ভেঙে গুঁড়িয়ে দেয়ার হুমকি কৃষকদল নেতার পাইকগাছায় পাটচাষির সোনালি স্বপ্ন অতিবৃষ্টিতে ভেসে গেছে শ্রীপুর প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির নির্বাচন কলারোয়ায় প্রাথমিক শিক্ষা অফিসে অগ্নিকাণ্ড দোকান বরাদ্দে অনিয়ম কুষ্টিয়া জেলা পরিষদে দুদকের অভিযান সিলেট-৬ এ নারী নেতৃত্বের নতুন সম্ভাবনা সৈয়দা আদিবা হোসেন চৌমুহনীতে সাংবাদিকদের মানববন্ধন-বিক্ষোভ কলমাকান্দায় র‌্যালি ও আলোচনার মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন ঈশ্বরগঞ্জে মাদক কারবারি হাড্ডি বাবুসহ ৪ জন গ্রেফতার সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে ভালুকা প্রেসক্লাবের মানববন্ধন তিস্তায় ফের পানি বৃদ্ধি খুলে দেয়া হয়েছে ৪৪টি জলকপাট তালতলীতে নৌবাহিনীর অভিযান ৪ কেজি গাঁজাসহ আটক ২ ১৬ বছরে একদিনও আসেননি কলেজে ফের নিয়োগ পাচ্ছেন বরখাস্ত হওয়া ৩ শিক্ষক দক্ষিণ চট্টগ্রামে পাহাড়ে পেয়ারার বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি আদমদীঘিতে ৪০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার নাঙ্গলকোটে সাবেক মেম্বারের ফাঁসির দাবিতে মানববন্ধন

রাণীশংকৈল প্রেসক্লাব ভেঙে গুঁড়িয়ে দেয়ার হুমকি কৃষকদল নেতার

  • আপলোড সময় : ১১-০৮-২০২৫ ১২:৩৮:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৫ ১২:৩৮:৪৬ পূর্বাহ্ন
রাণীশংকৈল প্রেসক্লাব ভেঙে গুঁড়িয়ে দেয়ার হুমকি কৃষকদল নেতার
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) থেকে আনোয়ার হোসেন আকাশ
ঠাকুরগাঁও জেলার ঐতিহ্যবাহী  রাণীশংকৈল প্রেসক্লাবকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন কৃষক দলের এক নেতা। সম্প্রতি উপজেলা আইনশৃঙ্খলা সভায় ওই নেতার বিষয়ে ক্যাসিনো এজেন্ট ও কোটি কোটি টাকার অবৈধ সম্পদের বিষয়ে আলোচনা হয়। সেই বিষয়ে জানতে কয়েকজন স্থানীয়  সাংবাদিক সরেজমিনে অনুসন্ধানী তথ্য সংগ্রহ করতে গেলে তিনি রাগান্বিত হয়ে রাণীশংকৈল প্রেসক্লাবকে উড়িয়ে দেওয়াসহ প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলমকে প্রাণনাশের হুমকি দেন ।
রাণীশংকৈল প্রেসক্লাব নিয়ে বিএনপি নেতার বিতর্কিত বক্তব্য ঘিরে উত্তেজনা ছড়িয়েছে জেলা উপজেলার সাংবাদিক মহলে। রাণীশংকৈল উপজেলা কৃষক দলের সহ-সভাপতি মাসুদ রানা প্রেসক্লাবকে  ভেঙে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন-এমন একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। গত ৬ জুলাই রাণীশংকৈল বন্দরের ওই নেতার ওষুধ দোকানে বক্তব্য নিতে গেলে, তিনি কথা বলার মূলধারার সাংবাদিকদের উদ্দেশে কটূক্তি করেন এবং প্রেসক্লাবকে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা দেন। এবং সাংবাদিকের প্রাণনাশেরও হুমকি দেন। এই বক্তব্য পরে ফেসবুক আইডিতে সাংবাদিকদের  মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বক্তব্যটি প্রকাশ্যে আসার পরপরই জেলা উপজেলার সাংবাদিক সমাজে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ৮ জুলাই সন্ধ্যায় রাণীশংকৈল প্রেসক্লাবের সাংবাদিকরা জরুরি সভায় বসে।  সভায় বক্তারা কৃষকদলের নেতা মাসুদ রানার বক্তব্যকে উসকানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্য হিসেবে উল্লেখ করে নিন্দা ও প্রতিবাদ জানান। একইসঙ্গে সাংবাদিকদের ধৈর্য ধারণ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। এ ঘটনায় প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলমসহ কয়েকজন সাংবাদিক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে তারা উল্লেখ করেন, মাসুদ রানার বক্তব্য সাংবাদিকদের নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলেছে এবং প্রেসক্লাবে হামলার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। জিডিতে আরও বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে  তার বক্তব্য ছড়িয়ে পড়ার কারণে তিনি সাংবাদিকদের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে নানা ব্যক্তিগত আক্রমণ চালিয়ে যাচ্ছেন।  তার অনুসারীদের মাধ্যমে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। দেওয়া হচ্ছে দেখে নেওয়ার হুমকি, ছড়ানো হচ্ছে বিভ্রান্তিকর তথ্য-যা সাংবাদিকদের মর্যাদা ক্ষুণ্ন করছে।
এবিষয়ে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নুর আলিফ বলেন, মাসুদ রানা কৃষকদল কমিটিতে রয়েছে কি না আমার জানা নেই। যদি কমিটিতে থেকে থাকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। জেলা বিএনপি সাধারণ সম্পাদক মীর্জা ফয়সল আমিন বলেন, বিএনপি কখনোই স্বাধীন সাংবাদিকতার বিরোধিতা করে না। আমরা দলীয়ভাবে এ বক্তব্যকে সমর্থন করি না। কেউ এধরনের হুমকি দিয়ে থাকলে এটি দুঃখজনক ঘটনা। বিষয়টি আমরা দলীয় ফোরামে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
জেলার জ্যেষ্ঠ সাংবাদিকরা মনে করছেন, মাসুদ রানা  বক্তব্য কেবল গণমাধ্যমের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ নয়, এটি সংবিধান ও গণতন্ত্রবিরোধী মানসিকতার প্রতিফলন।
রাণীশংকৈল থানা (ওসি) আরশেদুল হক বলেন, বিষয়টি আমি জানি। এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি হয়েছে। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য